ETV Bharat / entertainment

Angelina Accuses Brad: ছেলেদের মারতেন ব্র্যাড, শ্বাসরোধ করে মারার চেষ্টাও করেছেন বলেও অভিযোগ অ্যাঞ্জলিনার - ছেলেদের বেধড়ক মারতেন ব্র্যাড অভিযোগ অ্যাঞ্জলিনার

তাঁর প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের বিরুদ্ধে অসম্মানজনক আচরণ এবং সন্তানদের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে আদালতের দারস্থ হলেন অ্যাঞ্জেলিনা জোলি ৷

Angelina Accuses Brad
ছেলেদের বেধড়ক মারতেন ব্র্যাড, করেছেন শ্বাসরোধ করার চেষ্টাও: অ্যাঞ্জলিনা
author img

By

Published : Oct 5, 2022, 4:19 PM IST

লস অ্যান্জেলস, 5 অক্টোবর: হলিউড তারকা ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলির আইনি লড়াই দ্রুত যে মিটমাট হবে না, সে আশঙ্কা আগেই ছিল ৷ ফরাসি ওয়াইনারি নিয়ে আদালতে দায়ের করা মামলায় এবার নয়া অভিযোগ করলেন অ্যাঞ্জেলিনা ৷ মঙ্গলবার তাঁর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে অসম্মানজনক আচরণ এবং সন্তানদের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন এই তারকা ৷ তিনি এও দাবি করেছেন, ব্র্যাড তাঁর সন্তানের শ্বাসরোধ করারও চেষ্টা করেছেন(Angelina Jolie accuses Brad Pitt) ৷

গত ফেব্রুয়ারিতে প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনার বিরুদ্ধে লস অ্যাঞ্জেলস আদালতে অভিযোগ করেন ব্র্যাড পিট ৷ তাঁর অভিযোগ ছিল 2008 সালে ফ্রান্সে তাঁরা দু'জনের যৌথ মালিকানায় একটি আঙুর বাগান কেনেন ৷ কথা ছিল পরস্পরের অনুমতি ছাড়া কেউই নিজের অংশ বিক্রি করতে পারবেন না ৷ কিন্তু সেই চুক্তি লঙ্ঘন করেন অ্যাঞ্জেলিনা ৷ 2021 সালের সেপ্টেম্বর মাসে নিজের সত্ত্বটুকু তিনি একটি পানীয় প্রস্তুতকারক সংস্থার কাছে বেচে দেন ৷ আর তাই তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেন ব্র্যাড ৷

জোলি অবশ্য় দাবি করেছেন তাঁদের মধ্যে এই ধরনের কোনও চুক্তিই কখনও হয়নি ৷ যাই হোক, এবার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে পালটা মামলা দায়ের করেন জোলি ৷ তিনি তাঁর অভিযোগ পত্রে 2016 সালের একটি ঘটনার কথা সামনে এনেছেন ৷ তিনি বলেন, "পিট তাঁর এক সন্তানের শ্বাসরোধ করার চেষ্টা করেন এবং অন্যজনের মুখে আঘাত করেন (Angelina accuses Brad of hitting their children)৷" শুধু তাই নয়, যে বিমান সফরে এই ঘটনা ঘটেছিল সেখানে চুলের মুঠি ধরে অসম্মানজনক আচরণ করা হয় জোলির সঙ্গেও ৷

আরও পড়ুন: মনোজ বাজপেয়ী থেকে তাপসী পান্নু... রিআলির বিয়ের আসরে চাঁদের হাট

তিনি এও অভিযোগ করেছেন, তাঁর দুই সন্তানের একজন তাঁর পক্ষ নিয়ে কথা বলার চেষ্টা করলে ব্র্যাড আরও রেগে যান ৷ জোলি তাঁকে সামলাতে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরার চেষ্টা করেছিলেন ঠিকই ৷ তবে তাঁকে ছিটকে ফেলে দিয়ে এগিয়ে যান ব্র্য়াড ৷ ফলে কোমরে এবং হাতে চোট পান এই তারকা ৷ এখন দু তরফের এই অভিযোগের পর মামলা কোনদিকে গড়ায় সেটাই দেখার ৷ এক সময় তারকা জুটি হিসাবে মুখে মুখে নাম ফিরত ব্রাঞ্জেলিনার ৷ আর এখন দু'পক্ষ উঠে পড়ে লেগেছেন অভিযোগের তীর হাতে ৷

লস অ্যান্জেলস, 5 অক্টোবর: হলিউড তারকা ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলির আইনি লড়াই দ্রুত যে মিটমাট হবে না, সে আশঙ্কা আগেই ছিল ৷ ফরাসি ওয়াইনারি নিয়ে আদালতে দায়ের করা মামলায় এবার নয়া অভিযোগ করলেন অ্যাঞ্জেলিনা ৷ মঙ্গলবার তাঁর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে অসম্মানজনক আচরণ এবং সন্তানদের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন এই তারকা ৷ তিনি এও দাবি করেছেন, ব্র্যাড তাঁর সন্তানের শ্বাসরোধ করারও চেষ্টা করেছেন(Angelina Jolie accuses Brad Pitt) ৷

গত ফেব্রুয়ারিতে প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনার বিরুদ্ধে লস অ্যাঞ্জেলস আদালতে অভিযোগ করেন ব্র্যাড পিট ৷ তাঁর অভিযোগ ছিল 2008 সালে ফ্রান্সে তাঁরা দু'জনের যৌথ মালিকানায় একটি আঙুর বাগান কেনেন ৷ কথা ছিল পরস্পরের অনুমতি ছাড়া কেউই নিজের অংশ বিক্রি করতে পারবেন না ৷ কিন্তু সেই চুক্তি লঙ্ঘন করেন অ্যাঞ্জেলিনা ৷ 2021 সালের সেপ্টেম্বর মাসে নিজের সত্ত্বটুকু তিনি একটি পানীয় প্রস্তুতকারক সংস্থার কাছে বেচে দেন ৷ আর তাই তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেন ব্র্যাড ৷

জোলি অবশ্য় দাবি করেছেন তাঁদের মধ্যে এই ধরনের কোনও চুক্তিই কখনও হয়নি ৷ যাই হোক, এবার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে পালটা মামলা দায়ের করেন জোলি ৷ তিনি তাঁর অভিযোগ পত্রে 2016 সালের একটি ঘটনার কথা সামনে এনেছেন ৷ তিনি বলেন, "পিট তাঁর এক সন্তানের শ্বাসরোধ করার চেষ্টা করেন এবং অন্যজনের মুখে আঘাত করেন (Angelina accuses Brad of hitting their children)৷" শুধু তাই নয়, যে বিমান সফরে এই ঘটনা ঘটেছিল সেখানে চুলের মুঠি ধরে অসম্মানজনক আচরণ করা হয় জোলির সঙ্গেও ৷

আরও পড়ুন: মনোজ বাজপেয়ী থেকে তাপসী পান্নু... রিআলির বিয়ের আসরে চাঁদের হাট

তিনি এও অভিযোগ করেছেন, তাঁর দুই সন্তানের একজন তাঁর পক্ষ নিয়ে কথা বলার চেষ্টা করলে ব্র্যাড আরও রেগে যান ৷ জোলি তাঁকে সামলাতে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরার চেষ্টা করেছিলেন ঠিকই ৷ তবে তাঁকে ছিটকে ফেলে দিয়ে এগিয়ে যান ব্র্য়াড ৷ ফলে কোমরে এবং হাতে চোট পান এই তারকা ৷ এখন দু তরফের এই অভিযোগের পর মামলা কোনদিকে গড়ায় সেটাই দেখার ৷ এক সময় তারকা জুটি হিসাবে মুখে মুখে নাম ফিরত ব্রাঞ্জেলিনার ৷ আর এখন দু'পক্ষ উঠে পড়ে লেগেছেন অভিযোগের তীর হাতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.