ETV Bharat / entertainment

Celebs Diwali Wishes: অমিতাভ থেকে মাধুরী - সেলেবরা ভক্তদের বললেন 'হ্যাপি দিওয়ালি' - দীপাবলির শুভেচ্ছা

দীপাবলিপর আনন্দে গা ভাসিয়েছেন সেলিব্রিটিরা (Celebs Diwali Wishes)৷ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) থেকে শুরু করে মাধুরী দীক্ষিত নেনে, প্রিয়াঙ্কা চোপড়ারা (Priyanka Chopra) ভক্তদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন ৷

Amitabh Bachchan to Priyanka Chopra, Bollywood celebrities wish fans Happy Diwali
অমিতাভ থেকে মাধুরী - সেলেবরা ভক্তদের বললেন 'হ্যাপি দিওয়ালি'
author img

By

Published : Oct 24, 2022, 5:19 PM IST

মুম্বই, 24 অক্টোবর: দেশজুড়ে পালিত হচ্ছে দীপাবলি (Happy Diwali)৷ আলোর উৎসবে গা ভাসিয়েছেন সেলিব্রিটিরাও (Celebs Diwali Wishes)৷ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) থেকে শুরু করে মাধুরী দীক্ষিত নেনে, প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra), শ্রদ্ধা কাপুর, আর মাধবন, জাহ্নবী কাপুর-সহ বলিউডের সেলেবরা সোশ্যাল মিডিয়ায় ভক্তদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন (Bollywood celebrities Diwali wishes)৷

একনজরে দেখে নেব দীপাবলির শুভেচ্ছা বার্তায় কী কী পোস্ট করলেন তাঁরা...

বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন টুইটারে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "এই বছরটি আপনাদের জন্য স্বাস্থ্য, সুখ এবং প্রচুর ভালোবাসা নিয়ে আসুক । আপনাদের সকলকে নিরাপদ ও আনন্দময় দীপাবলির শুভেচ্ছা জানাই ৷"

  • T 4448 - This Diwali, celebrate with your loved ones and spread happiness with an exotic range of healthy festive gift packs from Omara Dates.

    May this year bring you health, happiness, and love in abundance. Wishing you all a safe & joyous Diwali.

    Paid partnership #OmaraDates pic.twitter.com/bnh2V1crE3

    — Amitabh Bachchan (@SrBachchan) October 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'ফ্যামিলি ম্যান' স্টার মনোজ বাজপেয়ি লিখেছেন, "এই শুভ দিনটি আপনার সমস্ত দুঃখ দূর করে আপনার জীবনকে সুখে পূর্ণ করুক । সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা। "

অভিনেত্রী জাহ্নবী কাপুর তাঁর মোহময়ী কয়েকটি ছবি পোস্ট করে ভক্তদের শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন ৷

আরও পড়ুন: গ্ল্যামারের জগত ছেড়ে অন্যভাবে দীপাবলি পালন যশরতের!

অভিনেত্রী শ্রদ্ধা কাপুর একেবারে এথনিক সাজে নিজের ছবি পোস্ট করে লিখেছেন, "দীপাবলি বছরে তিন বার কেন হয় না ? শুভ দীপাবলি !!"

অভিনেতা আর মাধবন রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমানের একটি ছবি পোস্ট করে লিখেছেন, "আপনাদের প্রত্যেককে একটি খুব সুখী এবং দুর্দান্ত দীপাবলি এবং একটি দুর্দান্ত উত্সবের মরশুমের শুভেচ্ছা জানাই । ঈশ্বর আপনাদের সকলকে তাঁর ভালবাসা, তাঁর আশীর্বাদ এবং শান্তি ও সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করুন ৷"

  • Wish each and every one of you a very HAPPY AND WONDERFUL DIWALI and a magnificent Festival season ahead. May God bless all of you with his love, best of his blessing and peace and prosperity. ❤️❤️❤️🙏🙏 pic.twitter.com/uT9VjsqScW

    — Ranganathan Madhavan (@ActorMadhavan) October 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিদেশ বিভুঁইয়ে থেকে প্রিয়াঙ্কা চোপড়া সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "শুভ দীপাবলি সবাইকে ! সবার জন্য শান্তি, আলো এবং প্রচুর ভালোবাসা কামনা করছি ৷"

Amitabh Bachchan to Priyanka Chopra, Bollywood celebrities wish fans Happy Diwali
শুভেচ্ছা জানালেন প্রিয়াঙ্কা

মাধুরী দীক্ষিত নেনে তাঁর দীপাবলি সেলিব্রেশনের একটি ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "আলোর এই উত্সবের সঙ্গে, আপনি যেন সত্যিকারের আনন্দ, সমৃদ্ধি এবং ভালোবাসা খুঁজে পান । আপনি এবং আপনার প্রিয়জনদের একটি খুব শুভ দীপাবলির শুভেচ্ছা ৷"

আরআরআর অভিনেতা জুনিয়ার এনটিআর-ও ভক্তদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন ৷

মুম্বই, 24 অক্টোবর: দেশজুড়ে পালিত হচ্ছে দীপাবলি (Happy Diwali)৷ আলোর উৎসবে গা ভাসিয়েছেন সেলিব্রিটিরাও (Celebs Diwali Wishes)৷ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) থেকে শুরু করে মাধুরী দীক্ষিত নেনে, প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra), শ্রদ্ধা কাপুর, আর মাধবন, জাহ্নবী কাপুর-সহ বলিউডের সেলেবরা সোশ্যাল মিডিয়ায় ভক্তদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন (Bollywood celebrities Diwali wishes)৷

একনজরে দেখে নেব দীপাবলির শুভেচ্ছা বার্তায় কী কী পোস্ট করলেন তাঁরা...

বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন টুইটারে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "এই বছরটি আপনাদের জন্য স্বাস্থ্য, সুখ এবং প্রচুর ভালোবাসা নিয়ে আসুক । আপনাদের সকলকে নিরাপদ ও আনন্দময় দীপাবলির শুভেচ্ছা জানাই ৷"

  • T 4448 - This Diwali, celebrate with your loved ones and spread happiness with an exotic range of healthy festive gift packs from Omara Dates.

    May this year bring you health, happiness, and love in abundance. Wishing you all a safe & joyous Diwali.

    Paid partnership #OmaraDates pic.twitter.com/bnh2V1crE3

    — Amitabh Bachchan (@SrBachchan) October 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'ফ্যামিলি ম্যান' স্টার মনোজ বাজপেয়ি লিখেছেন, "এই শুভ দিনটি আপনার সমস্ত দুঃখ দূর করে আপনার জীবনকে সুখে পূর্ণ করুক । সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা। "

অভিনেত্রী জাহ্নবী কাপুর তাঁর মোহময়ী কয়েকটি ছবি পোস্ট করে ভক্তদের শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন ৷

আরও পড়ুন: গ্ল্যামারের জগত ছেড়ে অন্যভাবে দীপাবলি পালন যশরতের!

অভিনেত্রী শ্রদ্ধা কাপুর একেবারে এথনিক সাজে নিজের ছবি পোস্ট করে লিখেছেন, "দীপাবলি বছরে তিন বার কেন হয় না ? শুভ দীপাবলি !!"

অভিনেতা আর মাধবন রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমানের একটি ছবি পোস্ট করে লিখেছেন, "আপনাদের প্রত্যেককে একটি খুব সুখী এবং দুর্দান্ত দীপাবলি এবং একটি দুর্দান্ত উত্সবের মরশুমের শুভেচ্ছা জানাই । ঈশ্বর আপনাদের সকলকে তাঁর ভালবাসা, তাঁর আশীর্বাদ এবং শান্তি ও সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করুন ৷"

  • Wish each and every one of you a very HAPPY AND WONDERFUL DIWALI and a magnificent Festival season ahead. May God bless all of you with his love, best of his blessing and peace and prosperity. ❤️❤️❤️🙏🙏 pic.twitter.com/uT9VjsqScW

    — Ranganathan Madhavan (@ActorMadhavan) October 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিদেশ বিভুঁইয়ে থেকে প্রিয়াঙ্কা চোপড়া সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "শুভ দীপাবলি সবাইকে ! সবার জন্য শান্তি, আলো এবং প্রচুর ভালোবাসা কামনা করছি ৷"

Amitabh Bachchan to Priyanka Chopra, Bollywood celebrities wish fans Happy Diwali
শুভেচ্ছা জানালেন প্রিয়াঙ্কা

মাধুরী দীক্ষিত নেনে তাঁর দীপাবলি সেলিব্রেশনের একটি ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "আলোর এই উত্সবের সঙ্গে, আপনি যেন সত্যিকারের আনন্দ, সমৃদ্ধি এবং ভালোবাসা খুঁজে পান । আপনি এবং আপনার প্রিয়জনদের একটি খুব শুভ দীপাবলির শুভেচ্ছা ৷"

আরআরআর অভিনেতা জুনিয়ার এনটিআর-ও ভক্তদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.