ETV Bharat / entertainment

Alia Ranveer New Film : করণের ছবিতে এ কোন রণবীরের বাহুবন্ধনে আলিয়া ? - Alia Ranveer New Film

করণ জোহরের নতুন ছবি 'রকি অর রানি কি প্রেম কাহানি'-র শ্যুটিংয়ে ব্যাস্ত আলিয়া ৷ সেই সূত্র এবার রণবীর সিং-এর সঙ্গে জুটি বাঁধছেন তিনি (Alia Bhatt And Ranveer Singh New Film Rocky Aur Rani Ki Prem Kahani) ৷

Alia Ranveer New Film
করণের সঙ্গে এ কোন রণবীরের বাহু বন্ধনে আলিয়া
author img

By

Published : Apr 25, 2022, 1:02 PM IST

হায়দরাবাদ, 25 এপ্রিল : বিয়ের পর সুযোগ হয়নি মধুচন্দ্রিমারও ৷ ব্য়স্ত সময়সূচি পালন করতে তার আগেই কাজে ফিরতে হয়েছে রণলিয়া জুটিকে ৷ একদিকে যেমন রণবীর কাপুর এখন হিমাচলপ্রদেশে রাশ্মিকা মান্দানার সঙ্গে তাঁর নতুন ছবি 'অ্যানিম্য়াল'-এর শ্যুটিংয়ে, তেমনই ব্যাস্ত আলিয়া ভাটও ৷

এবার তাঁকে দেখা গেল অভিনেতা রণবীর সিং-এর বাহুবন্ধনে ৷ ছবিতে ফ্রেম শেয়ার করেছেন করণ জোহরও ৷ আসলে তাঁরই নতুন ছবি 'রকি অর রানি কি প্রেম কাহানি'-র শ্যুটিংয়ে ব্যাস্ত আলিয়া ৷ আপাতত টিম রয়েছে জয়সালমিরে ৷ বিয়ের দুই দিন আগেও মুম্বইয়ে এই ছবির শ্যুটিংয়েই ব্যস্ত ছিলেন অভিনেত্রী ৷ জয়সালমিরে আলিয়ার নতুন ছবির শ্যুটিং পার্টনার রণবীর সিং (Alia Bhatt And Ranveer Singh New Film Rocky Aur Rani Ki Prem Kahani)৷

এদিন এই ছবি নিয়ে নিজের কথা একটি সুন্দর কবিতার মাধ্যমে ছন্দে ছন্দে শেয়ার করে করণ লেখেন, "সো মাচ জোশ অর জজবাতি জওয়ানি /প্রীতম কি ধামাকেদার ধুন ভি হ্যায় সুনানি,/গরম ধরম কা সোহাগ তো দেখো / বাস হামারি ফেবরিট জয়াজি কি তাসবীর মাত খিঁচো!/আব উকি বেসুমার তারিফ করনি হ্যায় লাজমি,/ দ্য ওয়ান অ্যান্ড ওনলি শাবানা আজমি!/ অর ফির গুচ্চি মে লিপ্টা রণবীর অ্যাজ রকি,/ইশক কে ঘোড়ে পে সওয়ার লাইক অ্যান আশিক জকি!/বক্স অফিস কি মহারানি হামারি আলিয়া রানি,/কেয়া ফির বনেগি দুলহানিয়া ইন দিস কাহানি?/ইন সবকা করে আপ ইন্তেজার,/ ওই আর কামিং সুন টু উইন ইয়োর ইশক ওয়ালা পেয়ার ৷"

আরও পড়ুন : 35-এ পা দিলেন 'মেলোডি কিং', ফিরে দেখা অরিজিৎ সিং-এর কিছু টুকরো ঝলক

হিন্দি ইংরাজি মেশানো এই কবিতায় করণ জোহর পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কারা কারা থাকছেনে তাঁর এই নতুন ছবিতে ৷ একদিকে যেমন আলিয়া ভাট এবং রণবীর সিং জুটি বাঁধতে চলেছেন এই ছবিতে, তেমনই অন্যদিকে থাকছেন শাবানা আজমির মত বর্ষীয়ান অভিনেত্রীও ৷ আর প্রীতমের কাঁধে থাকছে সঙ্গীতের দায়িত্ব ৷

হায়দরাবাদ, 25 এপ্রিল : বিয়ের পর সুযোগ হয়নি মধুচন্দ্রিমারও ৷ ব্য়স্ত সময়সূচি পালন করতে তার আগেই কাজে ফিরতে হয়েছে রণলিয়া জুটিকে ৷ একদিকে যেমন রণবীর কাপুর এখন হিমাচলপ্রদেশে রাশ্মিকা মান্দানার সঙ্গে তাঁর নতুন ছবি 'অ্যানিম্য়াল'-এর শ্যুটিংয়ে, তেমনই ব্যাস্ত আলিয়া ভাটও ৷

এবার তাঁকে দেখা গেল অভিনেতা রণবীর সিং-এর বাহুবন্ধনে ৷ ছবিতে ফ্রেম শেয়ার করেছেন করণ জোহরও ৷ আসলে তাঁরই নতুন ছবি 'রকি অর রানি কি প্রেম কাহানি'-র শ্যুটিংয়ে ব্যাস্ত আলিয়া ৷ আপাতত টিম রয়েছে জয়সালমিরে ৷ বিয়ের দুই দিন আগেও মুম্বইয়ে এই ছবির শ্যুটিংয়েই ব্যস্ত ছিলেন অভিনেত্রী ৷ জয়সালমিরে আলিয়ার নতুন ছবির শ্যুটিং পার্টনার রণবীর সিং (Alia Bhatt And Ranveer Singh New Film Rocky Aur Rani Ki Prem Kahani)৷

এদিন এই ছবি নিয়ে নিজের কথা একটি সুন্দর কবিতার মাধ্যমে ছন্দে ছন্দে শেয়ার করে করণ লেখেন, "সো মাচ জোশ অর জজবাতি জওয়ানি /প্রীতম কি ধামাকেদার ধুন ভি হ্যায় সুনানি,/গরম ধরম কা সোহাগ তো দেখো / বাস হামারি ফেবরিট জয়াজি কি তাসবীর মাত খিঁচো!/আব উকি বেসুমার তারিফ করনি হ্যায় লাজমি,/ দ্য ওয়ান অ্যান্ড ওনলি শাবানা আজমি!/ অর ফির গুচ্চি মে লিপ্টা রণবীর অ্যাজ রকি,/ইশক কে ঘোড়ে পে সওয়ার লাইক অ্যান আশিক জকি!/বক্স অফিস কি মহারানি হামারি আলিয়া রানি,/কেয়া ফির বনেগি দুলহানিয়া ইন দিস কাহানি?/ইন সবকা করে আপ ইন্তেজার,/ ওই আর কামিং সুন টু উইন ইয়োর ইশক ওয়ালা পেয়ার ৷"

আরও পড়ুন : 35-এ পা দিলেন 'মেলোডি কিং', ফিরে দেখা অরিজিৎ সিং-এর কিছু টুকরো ঝলক

হিন্দি ইংরাজি মেশানো এই কবিতায় করণ জোহর পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কারা কারা থাকছেনে তাঁর এই নতুন ছবিতে ৷ একদিকে যেমন আলিয়া ভাট এবং রণবীর সিং জুটি বাঁধতে চলেছেন এই ছবিতে, তেমনই অন্যদিকে থাকছেন শাবানা আজমির মত বর্ষীয়ান অভিনেত্রীও ৷ আর প্রীতমের কাঁধে থাকছে সঙ্গীতের দায়িত্ব ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.