ETV Bharat / entertainment

Akshay Kumar New Movie: 'ভারত' নাম বিতর্কের মাঝেই ছবির নামবদল অক্ষয়ের, কেন্দ্রের পক্ষেই কি সায় খিলাড়ির? - অক্ষয় কুমার

Akshay Kumar Changed His New Film Name: গতকালই বিগ বি 'ভারত' নামকেই সমর্থন করেছেন ৷ এবার অক্ষয় কুমারও কি সেই পথে হাঁটলেন? আগামিকাল তাঁর ছবির টিজার লঞ্চ ৷ আর আজ ছবির পোস্টার লঞ্চ করে জানিয়ে দিলেন পরিবর্তিত নাম ৷ বিতর্কের মধ্যে অক্ষয় কুমার তার নতুন ছবির নাম পরিবর্তন করেছেন ৷ আগে ছবির নাম ছিল দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ ৷ বদলে ছবির নাম করা হয়েছে মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 8:07 PM IST

Updated : Sep 6, 2023, 8:48 PM IST

মুম্বই, 6 সেপ্টেম্বর: 2022 সালের নভেম্বর মাসেই শোনা গিয়েছিল, বাংলার রানিগঞ্জে কয়লাখনিতে 1889 সালে ঘটে যাওয়া এক ভয়ানক দুর্ঘটনা অবলম্বনে সিনেমা করছেন অক্ষয় কুমার। সেই সিনেমার নাম গোড়ায় 'ক্যাপসুল গিল' রাখা হলেও পরে পরিবর্তন করে 'দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ' রাখা হয়। তবে এবার 'ইন্ডিয়া' বনাম 'ভারত' দেশের নাম নিয়ে তরজার মধ্যেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন অক্ষয় কুমার। আবারও ছবির নাম বদল করলেন 'খিলাড়ি' ৷ নয়া ছবির নাম বদলে তিনি রাখলেন 'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ' ৷ আর নয়া ছবির নামবদলের ফলে দেশের নতুন নাম বিতর্কে অক্ষয় যে কেন্দ্রের পক্ষে, সেই সম্ভাবনাই জোরালো হল ৷

মঙ্গলবার থেকে দেশের নাম বিতর্কে তোলপাড় রাজ্য-রাজনীতি ৷ গতকালই অমিতাভ বচ্চন 'ভারত মাতা কি জয়' বলে টুইট করেছিলেন ৷ আর এবার অক্ষয় কুমার ৷ ছবির নামে থাকা 'ইন্ডিয়া' শব্দটি বদলে 'ভারত' করে দিলেন অক্ষয় কুমার। বলিউড খিলাড়ি সিনেমার নতুন নামকরণের পোস্টার শেয়ার করতেই নেটপাড়ার ধারণা, কেন্দ্রের এই প্রস্তাবকে সমর্থন করতেই হয়তো অক্ষয় কুমারের এমন সিদ্ধান্ত। বুধবার 'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ' ছবির পোস্টার সামনে এনে টুইটে তিনি লিখলেন, "ভারতের প্রকৃত হিরোদের কথা জানুন। আগামিকাল মুক্তি পেতে চলেছে ছবির টিজার ৷ আগামী 6 অক্টোবর মুক্তি পাবে অক্ষয়ের এই ছবি।

ছবিটি পরিচালনা করেছেন 'রুস্তম'-খ্যাত টিনু সুরেশ দেশাই। অক্ষয় এবং পরিণীতির জুটি ছাড়াও, ছবিটিতে একাধিক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন ৷ যার মধ্যে রয়েছে কুমুদ মিশ্র, পবন মালহোত্রা, রবি কিষাণ, বরুণ বাদোলা, দিব্যেন্দু ভট্টাচার্য, রাজেশ শর্মা, বীরেন্দ্র সাক্সেনা, শিশির শর্মা, অনন্ত মহাদেবন, জামিল খান, সুধীর পাণ্ডে, বচন পাচেরা, মুকেশ ভাট এবং ওমকার দাস মানিকপুরী। বাসু ভাগনানি, জ্যাকি ভাগনানি, দীপশিখা দেশমুখ এবং অজয় কপুর দ্বারা প্রযোজিত এই সিনেমাটি 6 অক্টোবর, 2023-এ বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ৷

আরও পড়ুন: 'ভারত মাতা কি জয়', দেশের নাম-বিতর্কে ঘুরপথে সরকার পক্ষকে সমর্থন অমিতাভের

মুম্বই, 6 সেপ্টেম্বর: 2022 সালের নভেম্বর মাসেই শোনা গিয়েছিল, বাংলার রানিগঞ্জে কয়লাখনিতে 1889 সালে ঘটে যাওয়া এক ভয়ানক দুর্ঘটনা অবলম্বনে সিনেমা করছেন অক্ষয় কুমার। সেই সিনেমার নাম গোড়ায় 'ক্যাপসুল গিল' রাখা হলেও পরে পরিবর্তন করে 'দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ' রাখা হয়। তবে এবার 'ইন্ডিয়া' বনাম 'ভারত' দেশের নাম নিয়ে তরজার মধ্যেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন অক্ষয় কুমার। আবারও ছবির নাম বদল করলেন 'খিলাড়ি' ৷ নয়া ছবির নাম বদলে তিনি রাখলেন 'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ' ৷ আর নয়া ছবির নামবদলের ফলে দেশের নতুন নাম বিতর্কে অক্ষয় যে কেন্দ্রের পক্ষে, সেই সম্ভাবনাই জোরালো হল ৷

মঙ্গলবার থেকে দেশের নাম বিতর্কে তোলপাড় রাজ্য-রাজনীতি ৷ গতকালই অমিতাভ বচ্চন 'ভারত মাতা কি জয়' বলে টুইট করেছিলেন ৷ আর এবার অক্ষয় কুমার ৷ ছবির নামে থাকা 'ইন্ডিয়া' শব্দটি বদলে 'ভারত' করে দিলেন অক্ষয় কুমার। বলিউড খিলাড়ি সিনেমার নতুন নামকরণের পোস্টার শেয়ার করতেই নেটপাড়ার ধারণা, কেন্দ্রের এই প্রস্তাবকে সমর্থন করতেই হয়তো অক্ষয় কুমারের এমন সিদ্ধান্ত। বুধবার 'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ' ছবির পোস্টার সামনে এনে টুইটে তিনি লিখলেন, "ভারতের প্রকৃত হিরোদের কথা জানুন। আগামিকাল মুক্তি পেতে চলেছে ছবির টিজার ৷ আগামী 6 অক্টোবর মুক্তি পাবে অক্ষয়ের এই ছবি।

ছবিটি পরিচালনা করেছেন 'রুস্তম'-খ্যাত টিনু সুরেশ দেশাই। অক্ষয় এবং পরিণীতির জুটি ছাড়াও, ছবিটিতে একাধিক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন ৷ যার মধ্যে রয়েছে কুমুদ মিশ্র, পবন মালহোত্রা, রবি কিষাণ, বরুণ বাদোলা, দিব্যেন্দু ভট্টাচার্য, রাজেশ শর্মা, বীরেন্দ্র সাক্সেনা, শিশির শর্মা, অনন্ত মহাদেবন, জামিল খান, সুধীর পাণ্ডে, বচন পাচেরা, মুকেশ ভাট এবং ওমকার দাস মানিকপুরী। বাসু ভাগনানি, জ্যাকি ভাগনানি, দীপশিখা দেশমুখ এবং অজয় কপুর দ্বারা প্রযোজিত এই সিনেমাটি 6 অক্টোবর, 2023-এ বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ৷

আরও পড়ুন: 'ভারত মাতা কি জয়', দেশের নাম-বিতর্কে ঘুরপথে সরকার পক্ষকে সমর্থন অমিতাভের

Last Updated : Sep 6, 2023, 8:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.