মুম্বই, 5 ডিসেম্বর: মারাঠি ছবির দুনিয়ায় এবার পা রাখতে চলেছেন বলিউডের খিলাড়ি কুমার অক্ষয় ৷ তাঁর এই নতুন ছবির নাম 'বেদাত মারাঠা বীর দৌড়লে সাত' ৷ মঙ্গলবার শুরু হল ছবির শুটিং ৷ সম্প্রতি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, এমএনএস সভাপতি রাজ ঠাকরে এবং অক্ষয় কুমারের উপস্থিতিতে মহেশ মঞ্জরেকর এই ছবির ঘোষণা করেন ৷ এর আগেই অক্ষয় জানিয়েছিলেন, এমএনএস সভাপতি রাজ ঠাকরে তাঁকে জোর দিয়ে শিবাজী চরিত্রে অভিনয় করতে বলেছিলেন ৷ সেই কথাই এবার রাখতে চলেছেন তিনি ৷ মঙ্গলবার নিজেই শুটিং শুরুর খবর সকলকে জানিয়েছেন অক্ষয়(Akshay Kumar Marathi Movie ) ৷
তিনি ইনস্টা পোস্টে লেখেন, 'আজ আমি মারাঠি ছবি 'বেদাত মারাঠা বীর দৌড়লে সাত'-এর শুটিং শুরু করছি(Akshay New Film Shooting) ৷ আমি সৌভাগ্যবান যে এই ছবিতে আমি ছত্রপতি শিবাজী মহারাজজীর চরিত্রে অভিনয় করতে পারছি ৷' তিনি এও জানান তিনি শিবাজীর জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে তাঁর যথাসাধ্য চেষ্টা করবেন এই চরিত্রটিকে ফুটিয়ে তোলার ৷ প্রসঙ্গত, নিজের ঘরানা কিছুটা বদল করে জীবনমূলক ছবির জগতে কিছুদিন আগেই পা রেখেছেন অক্ষয় ৷ এর আগে সম্রাট পৃথ্বীরাজ চৌহানের চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন অক্ষয় ৷ যদিও তাঁর সেই প্রয়াস দর্শকরা খুব ভালোভাবে গ্রহণ করেননি ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এ বছর এখনও পর্যন্ত তাঁর একটি ছবিও বক্স অফিসে তেমন সাফল্য পায়নি ৷ 'বচ্চন পাণ্ডে', 'সম্রাট পৃথ্বীরাজ' বা 'রামসেতু' অক্ষয়ের সমস্ত ছবিই এবছর মুখ থুবড়ে পড়েছে ৷ এমনকী সহজ সাধাসিধে গল্পে বোনা 'রক্ষা বন্ধন'-ও অক্ষয় ডুবন্ত তরীকে তীরে ফেরাতে পারেনি ৷ এখন তাই কী ভরসা হতে চলেছেন শিবাজী? সে উত্তর দেবে সময়ই ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে ট্রফি উন্মোচনের জন্য দীপিকাকে বাছল ফিফা
অক্ষয় কুমার ছাড়াও, 'বিগ বস মারাঠি' খ্যাত জয় দুধনে, উৎকর্ষ শিন্ডে এবং বিশালকেও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে । একই সঙ্গে মহেশ মঞ্জরেকরের ছেলে সত্য মঞ্জরেকরকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই ছবিতে ৷ ছবির গল্প গড়ে উঠেছে সাতজন মারাঠি মহাবীরকে কেন্দ্র করে ৷ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী বছর দীপাবলিতে।