ETV Bharat / elections

বিনয়কে ভোট দিতে ভয় দেখানো হচ্ছে, ভিডিও বার্তায় গুরুং - election

বিনয় তামাংকে ভোট দেওয়ার জন্য ভয় দেখানো হচ্ছে। হুমকির রাজনীতি চলছে পাহাড়ে। এক ভিডিয়ো বার্তায় এই অভিযোগ করেন মোর্চার বিমল গুরুং।

বিমল গুরুং
author img

By

Published : May 8, 2019, 3:18 PM IST

দার্জিলিং, 8 মে : বিধানসভার উপনির্বাচনে দার্জিলিং কেন্দ্রে তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী বিনয় তামাংকে ভোট দেওয়ার জন্য ভয় দেখানো হচ্ছে মানুষকে । হুমকির রাজনীতি চলছে। শিক্ষক থেকে শুরু করে চুক্তিভিত্তিক এবং অস্থায়ী সরকারি কর্মীদের বদলির হুমকি দেওয়া হচ্ছে ।

মঙ্গলবার রাতে এক ভিডিয়োর মাধ্যমে এই অভিযোগ করেন মোর্চার বিমল গুরুং। তাঁর অভিযোগ, বিনয়ের পক্ষে ভোট কিনতে পাহাড়ে টাকা ছড়ানো হচ্ছে । ভয় দেখানো হচ্ছে । পুলিশকে ব্যবহার করা হচ্ছে । তিনি বলেন, "টাকা দিলে নিয়ে নিন । কিন্তু টাকার বিনিময়ে ভোট দেবেন না ।" বাংলার স্বৈরতান্ত্রিক, স্বার্থপর রাজনীতির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন জানান তিনি । BJP-র প্রতীকে প্রার্থী হওয়া নিরজ জিম্বার সমর্থনে এর আগেও অডিয়ো-ভিডিয়ো বার্তা দিয়েছেন বিমল গুরুং।

অন্যদিকে অনীত থাপাও বিনয় তামাংয়ের সমালোচনা করেন । বলেন, "রাজ্যের স্বৈরতান্ত্রিক ও প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে ২২ মাস ধরে পাহাড় ছাড়া হয়েও লড়াই চালিয়ে যাচ্ছি । সময়ের প্রতীক্ষায় রয়েছি । "

দার্জিলিং, 8 মে : বিধানসভার উপনির্বাচনে দার্জিলিং কেন্দ্রে তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী বিনয় তামাংকে ভোট দেওয়ার জন্য ভয় দেখানো হচ্ছে মানুষকে । হুমকির রাজনীতি চলছে। শিক্ষক থেকে শুরু করে চুক্তিভিত্তিক এবং অস্থায়ী সরকারি কর্মীদের বদলির হুমকি দেওয়া হচ্ছে ।

মঙ্গলবার রাতে এক ভিডিয়োর মাধ্যমে এই অভিযোগ করেন মোর্চার বিমল গুরুং। তাঁর অভিযোগ, বিনয়ের পক্ষে ভোট কিনতে পাহাড়ে টাকা ছড়ানো হচ্ছে । ভয় দেখানো হচ্ছে । পুলিশকে ব্যবহার করা হচ্ছে । তিনি বলেন, "টাকা দিলে নিয়ে নিন । কিন্তু টাকার বিনিময়ে ভোট দেবেন না ।" বাংলার স্বৈরতান্ত্রিক, স্বার্থপর রাজনীতির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন জানান তিনি । BJP-র প্রতীকে প্রার্থী হওয়া নিরজ জিম্বার সমর্থনে এর আগেও অডিয়ো-ভিডিয়ো বার্তা দিয়েছেন বিমল গুরুং।

অন্যদিকে অনীত থাপাও বিনয় তামাংয়ের সমালোচনা করেন । বলেন, "রাজ্যের স্বৈরতান্ত্রিক ও প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে ২২ মাস ধরে পাহাড় ছাড়া হয়েও লড়াই চালিয়ে যাচ্ছি । সময়ের প্রতীক্ষায় রয়েছি । "

Intro:বিনয়কে ভোট দিতে ভয় দেখানো হচ্ছে ভিডিও বার্তায় গুরুঙ

দার্জিলিং, ০৭ মে : বিধানসভার উপ নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী বিনয় তামাঙকে ভোট দিতে ভয় দেখানো pহচ্ছে । হুমকীর রাজনীতি চলছে। শিক্ষক থেকে শুরু করে চুক্তিভিত্তিক এবং অস্থায়ী সরকারি কর্মীদের বদলির হুমকী দেওয়া হচ্ছে ।Body:মঙ্গলবার রাতে এক নয়া ভিডিওর মাধ্যমে এই অভিযোগ করেন মোর্চার বিমল গুরুঙ। বিনয়ের পক্ষে ভোট কিনতে পাহাড়ে টাকা ছড়ানো হচ্ছে । ভয় দেখানো হচ্ছে । পুলিশকে ব্যবহার করা হচ্ছে । এই অভিযোগ করে গুরুঙ বলেন, টাকা দিলে নিয়ে নিন । কিন্তু টাকার বিনিময়ে ভোট দেবেন না । বাংলার স্বৈরতান্ত্রিক, স্বার্থপর রাজনীতির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন জানান তিনি । বিজেপির প্রতীকে প্রার্থী হওয়া নিরোজ জিম্বার সমর্থনে এর আগেও অডিও-ভিডিও বার্তা দিয়েছেন বিমল গুরুঙ। অনিত থাপা ও বিনয় তামাঙকে তোপ দেগেছেন । এদিন বলেন, রাজ্যের স্বৈরতান্ত্রিক ও প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে ২২ মাস ধরে পাহাড় ছাড়া হয়েও লরাই চালিয়ে যাচ্ছেন তিনি । সময়ের প্রতিক্ষায় রয়েছেন । এদিকে উপ নির্বাচনে বিনয় তামাঙ, নিরোজ জিম্বা, অমর লামা, স্বরাজ থাপারা জোরদার প্রচার চালিয়ে যাছেন। Conclusion:এদিন বিজেপি-জিএনএলএফ-বিমলপন্থি প্রার্থী নিরোজ জিম্বার সমর্থনে এদিন বাইক মিছিল হয় পাহাড়ে । এই মিছিলে অংশ নেন সুবাস ঘিসিঙ পূত্র তথা জিএনএলএফ সভাপতি মন ঘিসিঙ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.