ETV Bharat / elections

সর্বাধিক মার্জিনে জেতার বিষয়ে আত্মবিশ্বাসী সুদীপ - loksabha

8 বারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় 9 বারের রেকর্ড গড়ার বিষয়ে আত্মবিশ্বাসী। পাশাপাশি মার্জিন বাড়ানোর বিষয়েও আত্মবিশ্বাসী তিনি।

সুদীপ
author img

By

Published : Apr 16, 2019, 7:30 PM IST

কলকাতা, 16 এপ্রিল : এবার রেকর্ড মার্জিনে উত্তর কলকাতা কেন্দ্রে তৃণমূল জয়ী হবে বলে আত্মবিশ্বাসী তিনি। জানালেন উত্তর কলকাতা কেন্দ্রের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। আজ পোস্তার 22 নম্বর ওয়ার্ডে প্রচার কর্মসূচি চলাকালীন ETV ভারতকে তিনি বললেন, "আমার MLA, MP-র রাজনৈতিক জীবনে এবারের পার্থক্য সর্বাধিক হবে।"

উত্তর কলকাতা কেন্দ্রের হিন্দিভাষি অধ্যুষিত এলাকা বলে বিশেষ পরিচিত পোস্তার 22 নম্বর ওয়ার্ড। এই হিন্দিভাষী ভোটারদের মন জয় করতে আজ প্রচার কর্মসূচিতে বের হন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কয়েকশো কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে হুড খোলা জিপে চড়ে স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। তাঁর সঙ্গী ছিলেন তৃণমূল বিধায়ক স্মিতা বক্সি ও উত্তর কলকাতার কার্যকারী যুব তৃণমূল সভাপতি সৌম্য বক্সি।

হিন্দিভাষি মানুষের অভ্যর্থনা পেয়ে আপ্লুত সুদীপ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি 8 বারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় 9 বারের রেকর্ড গড়ার বিষয়ে আত্মবিশ্বাসী বলে জানান। সঙ্গে রয়েছে মার্জিন বাড়ানোর আত্মবিশ্বাসও। তিনি বলেন, "এবারে উত্তর কলকাতা কেন্দ্রে সর্বকালীন রেকর্ড মার্জিনে জিতব। সাংসদ ও বিধায়ক জীবনের এবারেই জয়ের পার্থক্য হবে সর্বাধিক।"

কলকাতা, 16 এপ্রিল : এবার রেকর্ড মার্জিনে উত্তর কলকাতা কেন্দ্রে তৃণমূল জয়ী হবে বলে আত্মবিশ্বাসী তিনি। জানালেন উত্তর কলকাতা কেন্দ্রের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। আজ পোস্তার 22 নম্বর ওয়ার্ডে প্রচার কর্মসূচি চলাকালীন ETV ভারতকে তিনি বললেন, "আমার MLA, MP-র রাজনৈতিক জীবনে এবারের পার্থক্য সর্বাধিক হবে।"

উত্তর কলকাতা কেন্দ্রের হিন্দিভাষি অধ্যুষিত এলাকা বলে বিশেষ পরিচিত পোস্তার 22 নম্বর ওয়ার্ড। এই হিন্দিভাষী ভোটারদের মন জয় করতে আজ প্রচার কর্মসূচিতে বের হন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কয়েকশো কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে হুড খোলা জিপে চড়ে স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। তাঁর সঙ্গী ছিলেন তৃণমূল বিধায়ক স্মিতা বক্সি ও উত্তর কলকাতার কার্যকারী যুব তৃণমূল সভাপতি সৌম্য বক্সি।

হিন্দিভাষি মানুষের অভ্যর্থনা পেয়ে আপ্লুত সুদীপ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি 8 বারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় 9 বারের রেকর্ড গড়ার বিষয়ে আত্মবিশ্বাসী বলে জানান। সঙ্গে রয়েছে মার্জিন বাড়ানোর আত্মবিশ্বাসও। তিনি বলেন, "এবারে উত্তর কলকাতা কেন্দ্রে সর্বকালীন রেকর্ড মার্জিনে জিতব। সাংসদ ও বিধায়ক জীবনের এবারেই জয়ের পার্থক্য হবে সর্বাধিক।"

খোলা লেভেল ক্রসিংয়ে লোকাল ট্রেন-ইঞ্জিন ভ্যান মুখোমুখি সংঘর্ষ, জখম ছয় বসিরহাটঃ খোলা লেভেল ক্রসিংয়ে লোকাল ট্রেন ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। জখম ছ'জন। আজ দুর্ঘটনাটি ঘটেছে বসিরহাটের চাঁপাপুকুর স্টেশন সংলগ্ন ৩৬ নম্বর রেলগেটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই রেলগেট প্রহরী নেই। খোলা ওই রেলগেটে আজ যাত্রীবোঝাই ইঞ্জিন ভ্যানের সঙ্গে লোকাল ট্রেনের সংঘর্ষ হয়। ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন ভ্যানটি পাশের নয়ানজুলিতে পড়ে যায়। তাতে ছ'জন জখম হন। আহতদের উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের তিন জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা রেলগেটের দাবিতে বিক্ষোভ দেখান। দুর্ঘটনার কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শিয়ালদা-হাসনাবাদ শাখায় প্রত্যেকটি স্টেশনে কয়েকটি অাপ ও ডাউন ট্রেন দাঁড়িয়ে পড়ে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.