কলকাতা, 16 এপ্রিল : এবার রেকর্ড মার্জিনে উত্তর কলকাতা কেন্দ্রে তৃণমূল জয়ী হবে বলে আত্মবিশ্বাসী তিনি। জানালেন উত্তর কলকাতা কেন্দ্রের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। আজ পোস্তার 22 নম্বর ওয়ার্ডে প্রচার কর্মসূচি চলাকালীন ETV ভারতকে তিনি বললেন, "আমার MLA, MP-র রাজনৈতিক জীবনে এবারের পার্থক্য সর্বাধিক হবে।"
উত্তর কলকাতা কেন্দ্রের হিন্দিভাষি অধ্যুষিত এলাকা বলে বিশেষ পরিচিত পোস্তার 22 নম্বর ওয়ার্ড। এই হিন্দিভাষী ভোটারদের মন জয় করতে আজ প্রচার কর্মসূচিতে বের হন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কয়েকশো কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে হুড খোলা জিপে চড়ে স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। তাঁর সঙ্গী ছিলেন তৃণমূল বিধায়ক স্মিতা বক্সি ও উত্তর কলকাতার কার্যকারী যুব তৃণমূল সভাপতি সৌম্য বক্সি।
হিন্দিভাষি মানুষের অভ্যর্থনা পেয়ে আপ্লুত সুদীপ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি 8 বারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় 9 বারের রেকর্ড গড়ার বিষয়ে আত্মবিশ্বাসী বলে জানান। সঙ্গে রয়েছে মার্জিন বাড়ানোর আত্মবিশ্বাসও। তিনি বলেন, "এবারে উত্তর কলকাতা কেন্দ্রে সর্বকালীন রেকর্ড মার্জিনে জিতব। সাংসদ ও বিধায়ক জীবনের এবারেই জয়ের পার্থক্য হবে সর্বাধিক।"