ETV Bharat / elections

হরিরামপুরে ভোট দিতে গিয়ে স্ট্রোকে মৃত্যু

হরিরামপুরের আলতাদিঘিতে ভোট দিতে গিয়ে স্ট্রোক হয়ে মৃত্যু হল এক ব্যক্তির ।

author img

By

Published : Apr 23, 2019, 3:32 PM IST

Updated : Apr 23, 2019, 9:27 PM IST

হরিরামপুর, 23 এপ্রিল : হরিরামপুরের আলতাদিঘিতে ভোট দিতে গিয়ে স্ট্রোক হয়ে মৃত্যু হল এক ব্যক্তির । মৃতের নাম পানসরি সোরেন(48) ।

পানসরির বাড়ি হরিরামপুরের বৈরাট্টায় ।

হরিরামপুর, 23 এপ্রিল : হরিরামপুরের আলতাদিঘিতে ভোট দিতে গিয়ে স্ট্রোক হয়ে মৃত্যু হল এক ব্যক্তির । মৃতের নাম পানসরি সোরেন(48) ।

পানসরির বাড়ি হরিরামপুরের বৈরাট্টায় ।

Intro:গাড়িতে সাধারণ মানুষ তুলতে বাঁধা দেওয়ায় ভোট কর্মীকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, বালুরঘাট কলেজে ডিসিআরসি সেন্টারের সামনে ধর্না ভোট কর্মীর।।
বালুরঘাট, ২২ এপ্রিল: নির্বাচনের সরকারি গাড়িতে সাধারণ মানুষ তোলাকে কেন্দ্র করে এক ভোট কর্মী ও পুলিশ কর্মীর মধ্যে বচসা। ঘটনায় জয়ন্ত সরকার নামে এক ভোট কর্মীকে মারধর করা ও গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এর পরই ডিসিআরসি সেন্টার বালুরঘাট কলেজে ধর্নায় বসে ওই ভোট কর্মী। ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ ও কেন্দ্রীয় বাহিনীর দাবি জানান তিনি। পাশাপাশি অন্যান্যও ভোট কর্মীরা একই দাবি তোলেন।
জানা গেছে, এদিন গঙ্গারামপুর থেকে ভোট কর্মীদের নিয়ে একটি বাস বালুরঘাটে আসছিল। রাস্তায় বাসটি থামিয়ে বাসের চালক ও কন্ডাক্টার সাধারণ যাত্রী ওঠান। সেই ঘটনার প্রতিবাদ জানান, গঙ্গারামপুরের বাসিন্দা ভোট কর্মী জয়ন্ত সরকার। সরকারি গাড়িতে সাধারণ মানুষ তোলাকে কেন্দ্র করে বচসা শুরু হয়। অভিযোগ, এরপরেই ওই ভোট কর্মীকে গাড়ির চালক, কন্ডাক্টরা মারধোর করে। বালুরঘাটের পার্কিংয়ে এসে তিনি সেখানকার এক পুলিশ কর্মীকে জানান। কিন্তু সেখানেও পদক্ষেপ নেওয়া তো দূরের কথা ভোট কর্মী জয়ন্তবাবুকে মারধর করা হয় বলে অভিযোগ। সেখান থেকে তিনি বালুরঘাট কলেজ সেন্টারে এসে ধর্নায় বসেন। কেন্দ্রীয় বাহিনী না এলে ভোট কেন্দ্রে যাবেন না বলে। অন্য ভোট কর্মীদের জানাতেই শুরু হয় বিক্ষোভ। এমনকি জয়ন্তবাবু কলেজেই ধর্নায় বসে। পরে অবশ্য ঊর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে ধর্না তুলে নেন তিনি। এদিকে অন্যান্য ভোট কর্মীরা প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছেন,
এবিষয়ে আন্দোলনকারী ভোট কর্মী জয়ন্ত সরকার জানান, ডিসিআরসির নির্দিষ্ট বাসেই তারা গঙ্গারামপুর থেকে বালুরঘাটে আসছিলেন। আসার পথে দেখেন সেই গাড়িতে সাধারণ মানুষদের তুলছেন চালক ও খালাসি। এনিয়ে বচসা শুরু হয়। এবং তাকে মারধর করা হয়। এনিয়ে পুলিশের কাছে সাহায্য চাইলে তার কথা তো শোনেই না উলটে তাকা মারধর করে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এনিয়ে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানাতে আসেন সেখানেও তাদের কথা শোনা হয়নি। বলা হয় আপনারা লিখিত ভাবে জমা দেন এবং আপনাদের উপর বিশেষ নজর রাখা হবে।

অন্য দিকে নিখিল সরকার, গৌতম মণ্ডল বলেন, তারা নিরপত্তাহীনতায় ভুগছেন রাজ্য পুলিশকে নিয়ে। তাই তারা কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট কেন্দ্রে যাবেন না। এই ব্যাপারে তারা সেক্টর অফিসারকেও জানিয়েছেন।Body:BalurghatConclusion:Balurghat
Last Updated : Apr 23, 2019, 9:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.