বংশীহারী, 16 এপ্রিল : তাঁকে না জানিয়ে শেষ মুহূর্তে সভাস্থান পরিবর্তন করায় প্রশাসন থেকে জেলা নেতৃত্বের উপর ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে জেলা নেতৃত্বের উপর নিজের ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, "এরপর এরকম সভাস্থান পরিবর্তন হলে আমার জেলা নেতৃত্বরা একবার অন্তত জানাবেন। আপনারা আমাকে এটা না জানিয়ে ভুল করছেন।" পাশাপাশি প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেন, "প্রশাসন নিজের ইচ্ছে মত এমন প্রত্যন্ত এলাকায় সভাস্থান বদল করেছে।"
প্রসঙ্গত আজ দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের বুনিয়াদপুর নারায়ণপুরের হাইস্কুল মাঠ সংলগ্ন এলাকায় বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে সেই সভাস্থান বদল করা হয়। মঞ্চ বাঁধা হয় এক ধানজমিতে। ফলে দলীয় কর্মী সমর্থকদের সভাস্থানে আসতে সমস্যায় পড়তে হয়। অভিযোগ শেষ মুহূর্তে মমতা সভাস্থল পরিবর্তন করা হলেও তা দলনেত্রীকে জানানো হয়নি।
এদিকে আজকের সভায় মমতা ভোটারদের কাছে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে বলেন, "2016 সালে বিধানসভা নির্বাচনে আমাদের ভুল ত্রুটি ছিল। তাই আপনারা আমাদের ভোট দেননি। যাদের ভোট দিয়েছিলেন তারা কি কোন কাজ করেছে? সবই তো আমরা করেছি।"
তিনি আরও বলেন, "আমরা হেরে গেলও মানুষের সাথে থাকি। কারণ এটা আমাদের মনুষ্যত্ব। এটা আমাদের রাজনীতি করার আদর্শ। কিন্তু লোকসভায় আমাদের ভোট দেবেন। তার কারণ এখন বাংলা সালটা হচ্ছে 1426। আর বাংলার মানুষ চায় 42-এ 42। এটা বাংলার নির্বাচন নয় দিল্লির নির্বাচন। প্রধানমন্ত্রী তৈরি করার নির্বাচন। মোদিবাবুকে ক্ষমতাচ্যুত করতে হবে রাজনৈতিকভাবে।"
পাশাপাশি BJP-কে আক্রমণ করে তিনি বলেন, "বাংলা মে রসগোল্লা মিলেগা। উত্তর প্রদেশও 20-র বেশি সিট পাবে না। অন্ধ্রপ্রদেশেও জ়িরো পাবে। বিহারেও পাবে না। ভাষণ দিয়ে লাভ নেই। এবার আর BJP-র নম্বর আসবে না।"