কলকাতা, 14 এপ্রিল : অতিরিক্ত বাহিনী আসতে চলেছে দ্বিতীয় দফার নির্বাচনের জন্য। নির্বাচন কমিশন সূত্রে এই খবর মিলেছে। বিশ্বস্ত সূত্রে খবর, 134 কম্পানির পর আরও 60 কম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে রাজ্যে। সেই ক্ষেত্রে বাহিনীর সংখ্যা বেড়ে দাঁড়াবে 194 কম্পানি। বাহিনীর সংখ্যা বাড়াতে 76 শতাংশ বুথে মোতায়েন করা যাবে কেন্দ্রীয় বাহিনী। আসলে চিকেন নেককে বাড়তি গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। সেই কারণেই প্রথমে বাড়তি বাহিনী না পাওয়ার কথা জানালেও, সূত্রের খবর শেষ পর্যন্ত অতিরিক্ত 60 কম্পানি বাহিনীর অনুমোদন দিল কমিশন।
কী এই 'চিকেন নেক' ? ভারতের মানচিত্রের দিকে তাকালে ধরা পড়বে খুব সংকীর্ণ একটি অংশ ; যার এক দিকে নেপাল অন্যদিকে বাংলাদেশ। এই সংকীর্ণ অংশ অনেকটা মুরগির ঘাড়ের মত দেখতে। শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া, চোপড়া ও ইসলামপুরের কিছুটা অংশ নিয়ে এই চিকেন নেক। সংকীর্ণ এই অংশের দুই প্রান্তে দুটি দেশ থাকায় এই এলাকার বেশির ভাগ বুথকেই ক্রিটিকাল হিসেবে গণ্য করছে কমিশন। এমনিতেই পাহারের বেশিরভাগ বুথ ক্রিটিকাল। সবকটি ক্রিটিকাল বুথেই কেন্দ্রীয় বাহিনী রেখে নির্বাচন করতে চায় কমিশন। রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের নজরে আগে থেকেই বিষয়টি ছিল। আর তাই গতকাল সংবেদনশীল ওই এলাকার জন্য অতিরিক্ত বাহিনী চেয়ে কমিশনের কাছে অনুরোধ করেছিলেন তিনি। বিষয়টির গুরুত্ব বুঝে নির্বাচন কমিশন বাড়তি বাহিনীর অনুমোদন দিয়েছে বলে খবর।
12 তারিখ জানানো হয়, মোট 134 কম্পানি বাহিনী মোতায়েন হচ্ছে দ্বিতীয় দফায়। এর মধ্যে থাকবে 31 কম্পানি CRPF, 67 কম্পানি BSF, 11 কম্পানি মেঘালয় পুলিশ, 10 কম্পানি SSB, 5 কম্পানি নাগাল্যান্ড পুলিশ, 8 কম্পানি সিকিম পুলিশ, 2 কম্পানি ত্রিপুরা পুলিশ। প্রথম দফার নির্বাচনে 83 কম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল। আরও 53 কম্পানি বাহিনী আনার কথা ছিল রাজ্যে। 2 কম্পানি এখনও রাখা হচ্ছে কোচবিহারে। তবে সূত্রের খবর ছিল, এই 134 কম্পানি বাহিনীতে সব বুথ কভার হচ্ছে না। সেক্ষেত্রে দার্জিলিঙে আগে থেকেই মোতায়েন থাকা 3 কম্পানি CRPF-কে কাজে লাগানো যায় কি না, তা খতিয়ে দেখছিল কমিশন। অবশ্য অতিরিক্ত 60 কম্পানি বাহিনী এলে সেই সমস্য মিটবে বলে আসা।