ETV Bharat / elections

সভায় মমতার সামনেই চেয়ার ছোড়াছুড়ি কর্মীদের - raiganj

চোপড়ার জনসভায় বসার জায়গা পাননি কর্মীরা। মমতার সামনেই কর্মীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়।

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Apr 10, 2019, 4:10 PM IST

চোপড়া, 10 এপ্রিল : চোপড়ার জনসভায় বসার জায়গা পাননি কর্মীরা। এনিয়ে প্রথমে বচসা ও পরে কর্মীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। সেই সময় সভামঞ্চে ভাষণ দিচ্ছিলেন খোদ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নজরে আসতেই তিনি বলেন, "চেয়ারগুলি সরিয়ে নিন। ছবি তোলার কিছু নেই, এই যে ক্যামেরাম্যান ভাই। কিছু নেই ছবি তোলার। কিছু হবে না। লোকে জায়গা পাচ্ছে না দাঁড়াবার।"

আজ চোপড়ায় দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী অমর সিং রাইয়ের সমর্থনে সভা করেন মমতা। সভায় কিছুটা দেরিতে পৌঁছন তিনি। পরে তৃণমূল নেত্রী বলেন, "আমাদের আসলে রাস্তাটা ভুলে হয়ে গেছিল। আসার কথা 22 মিনিটে। প্রায় 55 মিনিট আমাদের জায়গা খুঁজতে হয়েছে। ফলে আসতে একটু দেরি হয়ে গেছে।"

সভা থেকে নরেন্দ্র মোদিকে একাধিক বিষয়ে আক্রমণ করেন মমতা। পাশাপাশি, কংগ্রেস ও CPI(M)-কেও একহাত নেন। বলেন, "কংগ্রেস, CPI(M)-র সঙ্গে লড়াই করে না BJP। ওদের সাহায্য করে।" পাশাপাশি, কংগ্রেস নেতা অধীর চৌধুরি ও অভিজিৎ মুখোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। বলেন, "বহরমপুরের কংগ্রেস নেতা ও জঙ্গিপুরে প্রণব মুখোপাধ্যায়ের ছেলেকে সাহায্য করছে RSS।"

চোপড়া, 10 এপ্রিল : চোপড়ার জনসভায় বসার জায়গা পাননি কর্মীরা। এনিয়ে প্রথমে বচসা ও পরে কর্মীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। সেই সময় সভামঞ্চে ভাষণ দিচ্ছিলেন খোদ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নজরে আসতেই তিনি বলেন, "চেয়ারগুলি সরিয়ে নিন। ছবি তোলার কিছু নেই, এই যে ক্যামেরাম্যান ভাই। কিছু নেই ছবি তোলার। কিছু হবে না। লোকে জায়গা পাচ্ছে না দাঁড়াবার।"

আজ চোপড়ায় দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী অমর সিং রাইয়ের সমর্থনে সভা করেন মমতা। সভায় কিছুটা দেরিতে পৌঁছন তিনি। পরে তৃণমূল নেত্রী বলেন, "আমাদের আসলে রাস্তাটা ভুলে হয়ে গেছিল। আসার কথা 22 মিনিটে। প্রায় 55 মিনিট আমাদের জায়গা খুঁজতে হয়েছে। ফলে আসতে একটু দেরি হয়ে গেছে।"

সভা থেকে নরেন্দ্র মোদিকে একাধিক বিষয়ে আক্রমণ করেন মমতা। পাশাপাশি, কংগ্রেস ও CPI(M)-কেও একহাত নেন। বলেন, "কংগ্রেস, CPI(M)-র সঙ্গে লড়াই করে না BJP। ওদের সাহায্য করে।" পাশাপাশি, কংগ্রেস নেতা অধীর চৌধুরি ও অভিজিৎ মুখোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। বলেন, "বহরমপুরের কংগ্রেস নেতা ও জঙ্গিপুরে প্রণব মুখোপাধ্যায়ের ছেলেকে সাহায্য করছে RSS।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.