ETV Bharat / elections

খেজুরিতে দিলীপ ঘোষের গাড়িতে হামলা, অবরোধ BJP-র

আজ খেজুরিতে প্রচার করার সময় দিলীপ ঘোষের গাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ।

s
author img

By

Published : May 7, 2019, 8:46 PM IST

Updated : May 7, 2019, 9:39 PM IST

খেজুরি, 7 মে : দিলীপ ঘোষের গাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । আজ খেজুরিতে প্রচার করার সময় এই হামলা চালানো হয় । রোড শো শুরু হওয়ার আগেই খেজুরিতে দিলীপ ঘোষ ও অসমের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার কনভয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এমনকী ওই রোড শোয়ে যোগ দিতে আসা BJP প্রার্থী দেবাশিস সামন্ত সহ কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ । 20টির বেশি বাইক ও 4টি গাড়ি ভাঙচুর করার অভিযোগও উঠেছে । ঘটনায় 30জন BJP কর্মী জখম হয়েছেন । যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

আজ বিকেলে নন্দীগ্রামের রেয়াপাড়া থেকে দলীয় প্রার্থী সিদ্ধার্থ নস্করের সমর্থনে রোড শো শুরু করেন BJP নেতা-কর্মীরা । রোড শোয়ে দিলীপবাবু ছাড়াও হেমন্ত বিশ্বশর্মা ছিলেন । ওই রোড শো তেখালি ব্রিজে শেষ হয় । কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস সামন্তের সমর্থনে এই রোড শো খেজুরিতেও হওয়ার কথা ছিল । ওই রোড শোয়ে যোগ দিতে দেবাশিসবাবুকে নিয়ে BJP নেতা কর্মীরা খেজুরির কুঞ্জপুর হয়ে আসার সময় তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ । ঘটনায় BJP প্রার্থী সহ 12 জন জখম হয়। এরপর BJP কর্মীরা কুঞ্জপুরে অবস্থান-বিক্ষোভ শুরু করেন ।

খবর পেয়ে দিলীপবাবু ঘটনাস্থানে আসার সময় খেজুরির তেতুলতলা বাজারে তাঁর কনভয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ । ওই ঘটনাতে 18 জন জখম হন । দিলীপবাবু ও হেমন্তবাবুর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় । কোনওরকমে দিলীপবাবু কুঞ্জপুরে পৌঁছালে সেখানে তৃণমূলের নেতা-কর্মীরা তাঁদের ঘিরে রাখে বলে অভিযোগ । সন্ধ্যা সাড়ে সাতটার পর আরও পুলিশ গিয়ে দিলীপবাবু সহ BJP নেতা-কর্মীদের উদ্ধার করে ওই এলাকা থেকে বের করে আনে ।

BJP-র তমলুক জেলা সাধারণ সম্পাদক নীলাঞ্জন অধিকারী বলেন, "পুলিশের উপস্থিতিতে বিধায়ক রনজিৎ মণ্ডল পরিকল্পিতভাবে আমাদের রোড শোয়ে যোগ দিতে আসা প্রার্থী ও নেতা-কর্মীদের উপর হামলা চালায় । এরপর দিলীপবাবুর কনভয়ে হামলা চালানো হয় ।"

বিধায়ক রণজিৎ মণ্ডল বলেন, "কুঞ্জপুরে রাস্তার ধারে আমি গাড়ি রেখে কর্মীসভা করছিলাম । সন্ধ্যা সাড়ে 6টা নাগাদ জয় শ্রী রাম ধ্বনি দিতে দিতে BJP নেতা-কর্মীরা মিছিল করে আসার সময় আমার গাড়িতে ভাঙচুর চালায় । তখন স্থানীয় বাসিন্দা ও দলের কর্মীরা BJP প্রার্থী সহ নেতা-কর্মীদের আটকে রাখে । মারধর করা হয়নি । দিলীপ ঘোষের কনভয়ে হামলা চালানো হয়নি । ওরা শান্ত খেজুরিকে অশান্ত করতে এই ধরণের মিথ্যা অভিযোগ করছে ।"

খেজুরি, 7 মে : দিলীপ ঘোষের গাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । আজ খেজুরিতে প্রচার করার সময় এই হামলা চালানো হয় । রোড শো শুরু হওয়ার আগেই খেজুরিতে দিলীপ ঘোষ ও অসমের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার কনভয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এমনকী ওই রোড শোয়ে যোগ দিতে আসা BJP প্রার্থী দেবাশিস সামন্ত সহ কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ । 20টির বেশি বাইক ও 4টি গাড়ি ভাঙচুর করার অভিযোগও উঠেছে । ঘটনায় 30জন BJP কর্মী জখম হয়েছেন । যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

আজ বিকেলে নন্দীগ্রামের রেয়াপাড়া থেকে দলীয় প্রার্থী সিদ্ধার্থ নস্করের সমর্থনে রোড শো শুরু করেন BJP নেতা-কর্মীরা । রোড শোয়ে দিলীপবাবু ছাড়াও হেমন্ত বিশ্বশর্মা ছিলেন । ওই রোড শো তেখালি ব্রিজে শেষ হয় । কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস সামন্তের সমর্থনে এই রোড শো খেজুরিতেও হওয়ার কথা ছিল । ওই রোড শোয়ে যোগ দিতে দেবাশিসবাবুকে নিয়ে BJP নেতা কর্মীরা খেজুরির কুঞ্জপুর হয়ে আসার সময় তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ । ঘটনায় BJP প্রার্থী সহ 12 জন জখম হয়। এরপর BJP কর্মীরা কুঞ্জপুরে অবস্থান-বিক্ষোভ শুরু করেন ।

খবর পেয়ে দিলীপবাবু ঘটনাস্থানে আসার সময় খেজুরির তেতুলতলা বাজারে তাঁর কনভয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ । ওই ঘটনাতে 18 জন জখম হন । দিলীপবাবু ও হেমন্তবাবুর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় । কোনওরকমে দিলীপবাবু কুঞ্জপুরে পৌঁছালে সেখানে তৃণমূলের নেতা-কর্মীরা তাঁদের ঘিরে রাখে বলে অভিযোগ । সন্ধ্যা সাড়ে সাতটার পর আরও পুলিশ গিয়ে দিলীপবাবু সহ BJP নেতা-কর্মীদের উদ্ধার করে ওই এলাকা থেকে বের করে আনে ।

BJP-র তমলুক জেলা সাধারণ সম্পাদক নীলাঞ্জন অধিকারী বলেন, "পুলিশের উপস্থিতিতে বিধায়ক রনজিৎ মণ্ডল পরিকল্পিতভাবে আমাদের রোড শোয়ে যোগ দিতে আসা প্রার্থী ও নেতা-কর্মীদের উপর হামলা চালায় । এরপর দিলীপবাবুর কনভয়ে হামলা চালানো হয় ।"

বিধায়ক রণজিৎ মণ্ডল বলেন, "কুঞ্জপুরে রাস্তার ধারে আমি গাড়ি রেখে কর্মীসভা করছিলাম । সন্ধ্যা সাড়ে 6টা নাগাদ জয় শ্রী রাম ধ্বনি দিতে দিতে BJP নেতা-কর্মীরা মিছিল করে আসার সময় আমার গাড়িতে ভাঙচুর চালায় । তখন স্থানীয় বাসিন্দা ও দলের কর্মীরা BJP প্রার্থী সহ নেতা-কর্মীদের আটকে রাখে । মারধর করা হয়নি । দিলীপ ঘোষের কনভয়ে হামলা চালানো হয়নি । ওরা শান্ত খেজুরিকে অশান্ত করতে এই ধরণের মিথ্যা অভিযোগ করছে ।"

রাজু বিশ্বাস,বারাসত:-দলীয় সভায় হামলা ও নেতা-কর্মীদের মারধরের ঘটনায় ২৪ ঘন্টা কেটে গেলেও এখনও কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ফলে,পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজ সন্ধ্যায় বারাসতের ব্যস্ততম ডাকবাংলা মোড়ে অবরোধ করে বিজেপি। দলের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এই অবরোধের নেতৃত্ব দেন বিজেপির জেলা যুব মোর্চার সাধারন সম্পাদক রাজেশ শর্মা। প্রায় আধঘন্টা এই অবরোধ চলে। অবরোধের জেরে গুরুত্বপূর্ণ যশোর রোডে যানচলাচল কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। তীব্র দহনে নাকাল হতে হয় অফিত ফেরত যাত্রীদের। অবরোধ চলাকালীন পুলিশ ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান‌ও ওঠে। অবরোধের খবর পেয়ে বারাসত থানার পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে। তাঁরা অবরোধকারীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন। কিন্তু,অবরোধকারীরা পুলিশকে পরিষ্কার জানিয়ে দেয়, যতক্ষণ না হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস মিলছে, ততক্ষণ অবরোধ চালিয়ে যাওয়া হবে।এরপর, দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয়। এবিষয়ে বিজেপির বারাসত জেলার যুব মোর্চার সাধারন সম্পাদক রাজেশ শর্মা বলেন, গতকাল রাতে বারাসতের অশ্বিনী পল্লীতে দলের পথসভা চলাকালীন যেভাবে তৃনমূল কাউন্সিলর সমীর তালুকদারের নেতৃত্বে হামলা চালানো হয়েছে তা নিন্দার কোন‌ও ভাষা নেই।হামলায় দলের কয়েকজন গুরুতর জখম হন। এখনও দলের জেলা সম্পাদক বরুনেন্দু জোয়ারদার বারাসত হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সিটি স্ক্যান হয়েছে।অন‍্য একটি দলের পথসভা চলাকালীন কিভাবে শাসকদলের লোকজন চড়াও হয়,আর পুলিশ‌ই বা কি করছিল,তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই বিজেপি নেতা। তাঁর কথায়,এরপর যদি দলের কোন‌ও নেতা-কর্মীর ওপর হামলার ঘটনা ঘটে, তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য বারাসত থানা ঘেরাও করে শহর অচল করে দেব।আমরা গতকালের ঘটনায় রাতে‌ই বারাসত থানায় তৃনমূল কাউন্সিলর সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম। কিন্তু, এখনও কাউকেই গ্রেপ্তার করা হয়নি। আমরা চাই, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা হোক। পুলিশ আমাদের সেই আশ্বাস দিয়েছে।
Last Updated : May 7, 2019, 9:39 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.