কলকাতা, 29 এপ্রিল : বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী ঢুকে ভোটারদের প্রভাবিত করছে । এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনে চিঠি দিল তৃণমূল কংগ্রেস । তাদের অভিযোগ, আসানসোল, বীরভূম, বহরমপুরের ভোট চলাকালীন কেন্দ্রীয় বাহিনী একাধিক বুথের ভিতরে প্রবেশ করেছে । এছাড়াও BJP প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে বুথের ভিতর ঢুকে প্রিজ়াইডিং অফিসার ও পোলিং অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে । চিঠিতে সেই বিষয়েও অভিযোগ করা হয়েছে ।
তৃণমূলের এই চিঠিটিতে লেখা, BJP নেতাদের নির্দেশেই কেন্দ্রীয় বাহিনী কাজ করছে । এই বিষয়ে একাধিক অভিযোগ জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । চতুর্থ দফাতেও কেন্দ্রীয় বাহিনী ভোটারদের উপর একটা আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা করছে । এবং ভোটারদের BJP-কে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছে । এই বুথগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, আসানসোলের কাশীডাঙার 199 নম্বর বুথ, শান্তিনিকেতনের 141 নম্বর বুথ ।
চিঠিতে নির্বাচন কমিশনকে এই বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে । সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার আর্জি জানানো হয়েছে ।