ETV Bharat / elections

ভোটের আগে তপনে BJP কর্মীদের উপর হামলা, অভিযুক্ত TMC - miscreants

তপনে BJP কর্মী সমর্থকদের উপর হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

আহত কর্মী
author img

By

Published : Apr 22, 2019, 9:20 PM IST

Updated : Apr 22, 2019, 11:38 PM IST

তপন, 22 এপ্রিল : BJP কর্মী সমর্থকদের উপর হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি তপনের উত্তর বজ্রাপুকুর এলাকার। অভিযোগ আজ দুপুরেই 10-12 জন দুষ্কৃতী লাঠিসোঁটা নিয়ে অন্তেষ রাজবংশী নামে এক BJP কর্মীর বাড়িতে হামলা চালায়। এই ঘটনায় BJP-র বুথ সভাপতিসহ মোট চারজন আহত হয়েছেন। আহতদের তপন গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়। তাদের মধ্যে পতিত রাজবংশী(৫৫) নামে একজনের অবস্থা গুরুতর। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় তপন থানার পুলিশ। আসে BJP-র জেলা নেতৃত্ব।

ভিডিয়োয় শুনুন পতিত রাজবংশীর বক্তব্য

অভিযোগ, আজ দুপুরে কয়েকজন দুষ্কৃতী লাঠিসোঁটা নিয়ে অন্তেষ রাজবংশী নামে এক BJP কর্মীর বাড়িতে হামলা চালায়। সেইসময় বাড়িতে ছিলেন না অন্তেষ। তাঁর বাড়ি ভাঙচুর করে দুষ্কৃতীরা। পরে তিন BJP কর্মী পতিত রাজবংশী, প্রসেনজিৎ রাজবংশী(৩৫) ও চন্দন বর্মণের(৩৪) উপর হামলা চালায় দুষ্কৃতীরা। আহতদের তপন গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়। আহতদের মধ্যে পতিত রাজবংশীর(৫৫) অবস্থা গুরুতর। তাঁর মাথায় ১০টি সেলাই পড়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয়। এদিকে স্থানীয়রা দুষ্কৃতীদের মধ্যে দু'জনকে ধরে ফেলে। পরে তাদের মারধর করে পুলিশের হতে তুলে দেওয়া হয়।

এই বিষয়ে, ব্লক কমিটির সদস্য বিপ্লব চক্রবর্তী বলেন, গতরাত থেকে ৪১/১৪৮ নম্বর বুথের সভাপতি অন্তেষ রাজবংশীকে ভয় দেখানো হচ্ছে। আজ দুপুরে তৃণমূলের দুষ্কৃতীরা বুথ সভাপতি সহ BJP কর্মীদের বাড়ি ভাঙচুর করে। রামদা দিয়ে কোপ মারে পতিত রাজবংশীকে। সে বর্তমানে তপনে ভরতি আছে। অন্যদিকে, তপনের বিধায়ক তথা তৃণমূল নেতা বাচ্চু হাঁসদা ঘটনার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, এমন কোনও তাঁর ঘটনা জানা নেই। পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। তাই পুলিশ সুয়োমোটো মামলা রুজু করছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

তপন, 22 এপ্রিল : BJP কর্মী সমর্থকদের উপর হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি তপনের উত্তর বজ্রাপুকুর এলাকার। অভিযোগ আজ দুপুরেই 10-12 জন দুষ্কৃতী লাঠিসোঁটা নিয়ে অন্তেষ রাজবংশী নামে এক BJP কর্মীর বাড়িতে হামলা চালায়। এই ঘটনায় BJP-র বুথ সভাপতিসহ মোট চারজন আহত হয়েছেন। আহতদের তপন গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়। তাদের মধ্যে পতিত রাজবংশী(৫৫) নামে একজনের অবস্থা গুরুতর। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় তপন থানার পুলিশ। আসে BJP-র জেলা নেতৃত্ব।

ভিডিয়োয় শুনুন পতিত রাজবংশীর বক্তব্য

অভিযোগ, আজ দুপুরে কয়েকজন দুষ্কৃতী লাঠিসোঁটা নিয়ে অন্তেষ রাজবংশী নামে এক BJP কর্মীর বাড়িতে হামলা চালায়। সেইসময় বাড়িতে ছিলেন না অন্তেষ। তাঁর বাড়ি ভাঙচুর করে দুষ্কৃতীরা। পরে তিন BJP কর্মী পতিত রাজবংশী, প্রসেনজিৎ রাজবংশী(৩৫) ও চন্দন বর্মণের(৩৪) উপর হামলা চালায় দুষ্কৃতীরা। আহতদের তপন গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়। আহতদের মধ্যে পতিত রাজবংশীর(৫৫) অবস্থা গুরুতর। তাঁর মাথায় ১০টি সেলাই পড়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয়। এদিকে স্থানীয়রা দুষ্কৃতীদের মধ্যে দু'জনকে ধরে ফেলে। পরে তাদের মারধর করে পুলিশের হতে তুলে দেওয়া হয়।

এই বিষয়ে, ব্লক কমিটির সদস্য বিপ্লব চক্রবর্তী বলেন, গতরাত থেকে ৪১/১৪৮ নম্বর বুথের সভাপতি অন্তেষ রাজবংশীকে ভয় দেখানো হচ্ছে। আজ দুপুরে তৃণমূলের দুষ্কৃতীরা বুথ সভাপতি সহ BJP কর্মীদের বাড়ি ভাঙচুর করে। রামদা দিয়ে কোপ মারে পতিত রাজবংশীকে। সে বর্তমানে তপনে ভরতি আছে। অন্যদিকে, তপনের বিধায়ক তথা তৃণমূল নেতা বাচ্চু হাঁসদা ঘটনার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, এমন কোনও তাঁর ঘটনা জানা নেই। পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। তাই পুলিশ সুয়োমোটো মামলা রুজু করছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

sample description
Last Updated : Apr 22, 2019, 11:38 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.