পুরুলিয়া, 12 মে : মুখ ঢাকা। হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র । এই অবস্থায় দেখা গেল কমপক্ষে 20 জনকে । কিন্তু, কী কারণে জমায়েত ? জিজ্ঞাসা করায় তাদের স্পষ্ট উত্তর, "রঘুনাথপুরে ভোট করাতে যাচ্ছি ।" ভোটের দুপুরে সোশাল মিডিয়ায় এরকম একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে । জায়গাটি পুরুলিয়া বলে অনেকে দাবি করছিল । যদিও ভিডিয়োটি পুরুলিয়ার নয় বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার ।
আজ ষষ্ঠ দফায় ভোটগ্রহণ চলছে পুরুলিয়ায় । তবে, পুরুলিয়া থেকে সেভাবে সংঘর্ষের খবর মেলেনি । এর মাঝেই সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ছড়ায় । যেখানে দুষ্কৃতীদের বলতে শোনা যায়, "আমরা ভোট করাতে এসেছি । কোন দলের হয়ে এসেছি, তা বলাটা জরুরি নয় । " বিষয়টি নিয়ে রিপোর্ট তলব করে কমিশন ।
পরে পুরুলিয়ার পুলিশ সুপার জানান, একটি ভিডিয়ো বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছিল । সেটি পুরুলিয়ার সঙ্গে কোনওভাবে সম্পর্কিত নয় ।