গাইঘাটা, 18 মার্চ : বিজেপির মণ্ডল সভাপতির উপর হামলার অভিযোগে দুই তৃণমূল কর্মীকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন বিজেপি কর্মীরা। বুধবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার বকচারা এলাকায় ৷ বিজেপি সূত্রে খবর, তাদের চাঁদপাড়া পশ্চিমের মণ্ডল সভাপতি বিশ্বজিৎ ঘোষকে খুনের চেষ্টা করা হয়েছিল ৷ অভিযুক্ত সুদেব কুণ্ডু ও অভিজিৎ বণিককে গ্রেফতার করেছে পুলিশ ৷
বিশ্বজিতের দাবি, বুধবার রাতে রাস্তার পাশেই দাঁড়িয়ে ছিলেন তিনি ৷ সেই সময় একটি বাইকে করে আসা দু’জন তৃণমূল কর্মী তাঁকে লোহার রড দিয়ে আঘাত করতে গেলে তিনি সরে যান ৷ এরপর তাঁকে লক্ষ্য করে পাথর ও কংক্রিটের বল ছোড়া হয় ৷ তখনই টাল সামলাতে না পেরে বাইক নিয়ে পড়ে যান দুই হামলাকারী ৷ স্থানীয় বিজেপি কর্মীরা তাঁদের ধরে ফেলেন ৷ পরে দু’জনকেই পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ গাইঘাটা থানায় দায়ের হয় অভিযোগ ৷
আরও পড়ুন : কর্মী বৈঠক চলাকালীন আইএসএফ প্রার্থীর উপর হামলা, গ্রেফতার তিন তৃণমূল সমর্থক
বিজেপির চাঁদপাড়া পশ্চিমের মণ্ডল সভাপতির বিশ্বজিৎ ঘোষের দাবি, এলাকায় জমি হারিয়েই এমন হামলা চালাচ্ছে তৃণমূল ৷ যা মানতে নারাজ শাসকশিবির ৷ তাদের পাল্টা অভিযোগ, বিজেপিই এলাকায় অশান্তি ছড়াচ্ছে ৷ অন্যদিকে, ধৃতদের পরিবারের সদস্যদের দাবি, তাঁদের ছেলেদের থানায় মারধর করা হয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে ৷