মালদা, 3 মার্চ : তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার প্রায় দেড় মাস পর মালদায় ফিরলেন রতুয়ার দাপুটে নেতা শেখ ইয়াসিন ৷ এতদিন কলকাতাতেই ছিলেন ৷ ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই এবার ময়দানে নামার প্রস্তুতি তাঁর ৷ তৃণমূলে থাকাকালীন রতুয়ায় তৃণমূলের দাপটের পিছনে তাঁরই বড় হাত ছিল ৷ আর মালদায় ফিরেই তাঁর হুঙ্কার, ‘‘আমি ময়দানে নেমে গেছি, এবার দেখি কীভাবে সংখ্যালঘু ভোট বিজেপি না পায় ৷’’ একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি আসাউদ্দিন ওয়াইসির মিম বা আব্বাস সিদ্দিকীর আইএসএফ মালদায় কিছুই করতে পারবে না ৷
মালদা জেলার একটা বড় ভোটই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ৷ আর সেই ভোটকে হাতে রাখতে মরিয়া শাসক দল তৃণমূল ৷ কিন্তু, বিধানসভা নির্বাচনে সেই ভোটে ভাগ বসাতেই উঠে পড়ে লেগেছে মিম থেকে সম্প্রতি আসরে নামা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ৷ এবার সেই তালিকায় যোগ দিল বিজেপি ৷ মালদার রাজনীতিতে দাপুটে নেতা বলে পরিচিত শেখ ইয়াসিনকে সেই কাজের জন্য বেছে নিয়েছে গেরুয়া শিবির ৷ গত 17 জানুয়ারি কলকাতায় দাঁড়িয়ে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন শেখ ইয়াসিন ৷ সঙ্গে ছিল রতুয়া 1নং পঞ্চায়েত সমিতির 30 জন সদস্য ৷এমনকি এই তালিকায় ছিলেন মালদার মালতিপুর বিধানসভা কেন্দ্রের দাপুটে নেতা ইমদাদুল হক ৷
আজ গুয়াহাটিগামী আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কলকাতা থেকে মালদায় পৌঁছান শেখ ইয়াসিন ৷ আর সেই সঙ্গেই তাঁর ঘোষণা, এবার মালদার মুসলিম ভোট বিজেপির ঘরে নিয়ে যাওয়ার দায়িত্ব তাঁর ৷ সেই সঙ্গে আসাউদ্দিন ওয়াইসির মিম এবং আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন শেখ ইয়াসিন ৷ তাঁর দাবি আব্বাস সিদ্দিকী বা তাঁর দল মালদায় কিছু করতে পারবে না ৷ কিন্তু, তিনি যখন ময়দানে নেমেছেন তখন মালদার সংখ্যালঘু ভোট বিজেপির ঘরেই যাবে ৷ আর সেই সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন শেখ ইয়াসিন ৷ তাঁর কথায়, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ নেই ৷ তিনি বিজেপিতে গিয়েছেন জেলার নেতৃত্বের কয়েকজন নেতার কারণে ৷ যারা তাঁকে কাজ করতে দিচ্ছিলেন না বলে, অভিযোগ করেন শেখ ইয়াসিন ৷
আরও পড়ুন : বাংলায় রাম-দ্রোহীদের জায়গা দেবেন না মোদির 'সিদ্ধ-পুরুষ' যোগী
তবে, শেখ ইয়াসিন ও তাঁর অনুগামীরা বিজেপিতে যোগ দিলেও, তাঁর স্ত্রী মালদার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পায়েল খাতুন এখনও তৃণমূলেই রয়েছেন ৷ স্ত্রীর তৃণমূলে থাকা নিয়ে ইয়াসিন বলেন, ‘‘আমার স্ত্রী বিজেপিতে আসবেন, না কি তিনি তৃণমূলেই থাকবেন, তা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত ৷’’ প্রসঙ্গত, শেখ ইয়াসিন বিজেপিতে যোগ দেওয়ার পর স্বাভাবিকভাবেই মালদায় আরও দুর্বল হয়ে পড়ল শাসক দলের সংগঠন ৷ একেতেই লোকসভা ভোটে এই জেলায় তৃণমূলের ভরাডুবি হয়েছে ৷ মালদা উত্তর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে লোকসভায় হারতে হয়েছিল মৌসম নূরকে ৷ অন্যদিকে, মালদা দক্ষিণেও কংগ্রেসের আবু হামেম খান চৌধুরীর কাছে হারে তৃণমূলের প্রার্থী ৷ সব মিলিয়ে এই জেলায় শাসক দল আরও দুর্বল হয়ে পড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল ৷
আরও পড়ুন : 92টি আসনে লড়বে কংগ্রেস, মালদা-মুর্শিদাবাদ ছাড়তে নারাজ অধীর