ETV Bharat / elections

টিএমসি-র পাল্টা মোদির দাওয়াই ডিবিটি ! - জনসভা

‘টিএমসি’-র পাল্টা ‘ডিবিটি’ ৷ বৃহস্পতিবার পুরুলিয়ার ভাঙড়ার সভামঞ্চ থেকে নতুন দাওয়াই নরেন্দ্র মোদির ৷ তাঁর অভিযোগ, তৃণমূলের সরকার মানেই তোলাবাজি, সিন্ডিকেট আর দুর্নীতির সরকার ৷ এই সরকারের আমলে গরিব উপভোক্তা কোনও সরকারি সুবিধা বা আর্থিক অনুদান পেলেই আগে শাসকদলের নেতাদের পকেটে তার বখরা ট্রান্সফার করতে হয় ৷ এর মোকাবিলায় মোদির দাওয়াই ‘ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফার’ বা ‘ডিবিটি’ ৷

west bengal assembly election 2021_prime minister narendra modi introduce DBT or direct benefit transfer against TMC or transfer my commission at purulia rally
‘টিএমসি’-র পাল্টা মোদির দাওয়াই ‘ডিবিটি’ !
author img

By

Published : Mar 18, 2021, 2:03 PM IST

Updated : Mar 18, 2021, 2:49 PM IST

ভাঙড়া (পুরুলিয়া), 18 মার্চ : ‘টিএমসি’ মানে কী বলুন তো ? মানে জানতে চাইছি টিএমসি-র ‘ফুল ফর্ম’ কী ? ভাবছেন তো, এ আবার কেমন প্রশ্ন হল মশাই ? টিএমসি মানে তো তৃণমূল কংগ্রেস ৷ তবে বলি শুনুন, আমাদের প্রধানমন্ত্রী আর তাঁর দলের নেতা-মন্ত্রীদের ব্যাখ্য়ায় এই খাতা-কলমের ‘ফুল ফর্ম’ টেঁকে না ৷ তাঁদের ভাষায় টিএমসির-র অর্থ হল, ‘‘ট্রান্সফার মাই কমিশন’’ ৷ বৃহস্পতিবার স্বয়ং নরেন্দ্র মোদিও বলেছেন একথা ৷ পুরুলিয়ার জনসভা থেকে তাঁর তোপ, তৃণমূল মানেই তোলাবাজি, কাটমানি আর সিন্ডিকেটরাজ ৷ তৃণমূল জমানায় কোনও সরকারি প্রকল্পের রূপায়ণ মানেই শাসকদলের পকেটে ‘কমিশন ট্রান্সফার’ ৷ আর সেই কারণেই এমন সরকারের উৎপাটন অবশ্যম্ভাবী বলেই মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷

পাশাপাশি, এদিনের সভামঞ্চ থেকে টিএমসি-র মোকাবিলায় পাল্টা দাওয়াইও দিয়েছেন মোদি ৷ মোদির সেই দাওয়াই হল ‘ডিবিটি’ ৷ মানে ‘ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফার’ ৷ উপভোক্তার ব্যাঙ্ক অ্য়াকউন্টে আর্থিক সুবিধার সরাসরি স্থানান্তর মোদি জমানার অন্যতম বৈশিষ্ট্য ৷ বরাবরই এর পক্ষে সওয়াল করেছে তারা ৷ কৃষককে অনুদান দেওয়া হোক, বা রান্নার গ্য়াসের ভর্তুকি পাঠানো, পুরোটাই অনলাইনে ‘ডায়রেক্ট মানি ট্রান্সফার’ প্রক্রিয়ায় সারে মোদির সরকার ৷

এই প্রসঙ্গে, সরকারের নিজস্ব যুক্তিও রয়েছে ৷ তাদের দাবি, কাউকে ভায়া করে আর্থিক অনুদান দিতে গেলে মাঝখানে অনেক অবৈধ মধ্যসত্ত্বভোগীরা খাড়া হয়ে যায় ৷ তারাই উপভোক্তার প্রাপ্য় অর্থ আত্মসাৎ করে ৷ কিন্তু উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি টাকা পড়লে সেই ‘চুরি’তে অনেকটাই রাশ টানা যায় ৷

মোদির দাওয়াই ‘ডিবিটি’

আরও পড়ুন : বঙ্গবন্ধু প্রত্য়েক ভারতীয়ের নায়ক, মুজিবুরের জন্মশতবর্ষে শ্রদ্ধার্ঘ্য মোদির

তবে এই ব্যবস্থাও যে সম্পূর্ণ নিরাপদ তা বলা যায় না ৷ কারণ, উপভোক্তার ব্য়াঙ্ক অ্য়াকাউন্টে সরকারি প্রকল্পের টাকা ঢোকার পরও এলাকার নেতারা ধমকে, চমকে তা কেড়ে নিয়েছে, এ রাজ্যে এমন অভিযোগ ভুরি ভুরি ৷ আর এখান থেকেই আরও পোক্ত হয়েছে কাটমানি, তোলাবাজি, লুঠতরাজের তত্ত্ব ৷

বাংলায় ভোটপ্রচারে এসে ঠিক এই ইস্য়ুগুলিকেই হাতিয়ার করেছেন মোদি ৷ এদিন পুরুলিয়ার ভাঙড়ায় নবকুঞ্জের মাঠে নির্বাচনী জনসভা করেন তিনি ৷ সভাস্থলে উপস্থিত জনতার সামনে তৃণমূলের বিরুদ্ধে কাটমানি, তোলাবাজি আর সিন্ডিকেট রাজ কায়েমের অভিযোগ তোলেন মোদি ৷ বলেন, টিএমসি মানে আদতে ‘ট্রান্সফার মাই অ্য়াকাউন্ট’ ৷ অর্থাৎ আমজনতা তার প্রাপ্য় কোনও সরকারি যোজনার টাকা পেলেই আগে তা শাসকদলের নেতা, কর্মীদের অ্য়াকাউন্টে বা পকেটে ট্রান্সফার করতে হয় ৷ কিন্তু 2 মে-র পর বিজেপির সরকার গঠিত হলে এই অরাজকতা বন্ধ হবে বলেই আশ্বাস মোদির ৷ কারণ, তখন শুধু ‘ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফার’ হবে ৷ সরকারি অনুদান আর উপভোক্তার মাঝে তৃতীয় কোনও পক্ষের উপস্থিতি থাকবে না বলেই প্রতিশ্রুতি মোদির ৷

ভাঙড়া (পুরুলিয়া), 18 মার্চ : ‘টিএমসি’ মানে কী বলুন তো ? মানে জানতে চাইছি টিএমসি-র ‘ফুল ফর্ম’ কী ? ভাবছেন তো, এ আবার কেমন প্রশ্ন হল মশাই ? টিএমসি মানে তো তৃণমূল কংগ্রেস ৷ তবে বলি শুনুন, আমাদের প্রধানমন্ত্রী আর তাঁর দলের নেতা-মন্ত্রীদের ব্যাখ্য়ায় এই খাতা-কলমের ‘ফুল ফর্ম’ টেঁকে না ৷ তাঁদের ভাষায় টিএমসির-র অর্থ হল, ‘‘ট্রান্সফার মাই কমিশন’’ ৷ বৃহস্পতিবার স্বয়ং নরেন্দ্র মোদিও বলেছেন একথা ৷ পুরুলিয়ার জনসভা থেকে তাঁর তোপ, তৃণমূল মানেই তোলাবাজি, কাটমানি আর সিন্ডিকেটরাজ ৷ তৃণমূল জমানায় কোনও সরকারি প্রকল্পের রূপায়ণ মানেই শাসকদলের পকেটে ‘কমিশন ট্রান্সফার’ ৷ আর সেই কারণেই এমন সরকারের উৎপাটন অবশ্যম্ভাবী বলেই মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷

পাশাপাশি, এদিনের সভামঞ্চ থেকে টিএমসি-র মোকাবিলায় পাল্টা দাওয়াইও দিয়েছেন মোদি ৷ মোদির সেই দাওয়াই হল ‘ডিবিটি’ ৷ মানে ‘ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফার’ ৷ উপভোক্তার ব্যাঙ্ক অ্য়াকউন্টে আর্থিক সুবিধার সরাসরি স্থানান্তর মোদি জমানার অন্যতম বৈশিষ্ট্য ৷ বরাবরই এর পক্ষে সওয়াল করেছে তারা ৷ কৃষককে অনুদান দেওয়া হোক, বা রান্নার গ্য়াসের ভর্তুকি পাঠানো, পুরোটাই অনলাইনে ‘ডায়রেক্ট মানি ট্রান্সফার’ প্রক্রিয়ায় সারে মোদির সরকার ৷

এই প্রসঙ্গে, সরকারের নিজস্ব যুক্তিও রয়েছে ৷ তাদের দাবি, কাউকে ভায়া করে আর্থিক অনুদান দিতে গেলে মাঝখানে অনেক অবৈধ মধ্যসত্ত্বভোগীরা খাড়া হয়ে যায় ৷ তারাই উপভোক্তার প্রাপ্য় অর্থ আত্মসাৎ করে ৷ কিন্তু উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি টাকা পড়লে সেই ‘চুরি’তে অনেকটাই রাশ টানা যায় ৷

মোদির দাওয়াই ‘ডিবিটি’

আরও পড়ুন : বঙ্গবন্ধু প্রত্য়েক ভারতীয়ের নায়ক, মুজিবুরের জন্মশতবর্ষে শ্রদ্ধার্ঘ্য মোদির

তবে এই ব্যবস্থাও যে সম্পূর্ণ নিরাপদ তা বলা যায় না ৷ কারণ, উপভোক্তার ব্য়াঙ্ক অ্য়াকাউন্টে সরকারি প্রকল্পের টাকা ঢোকার পরও এলাকার নেতারা ধমকে, চমকে তা কেড়ে নিয়েছে, এ রাজ্যে এমন অভিযোগ ভুরি ভুরি ৷ আর এখান থেকেই আরও পোক্ত হয়েছে কাটমানি, তোলাবাজি, লুঠতরাজের তত্ত্ব ৷

বাংলায় ভোটপ্রচারে এসে ঠিক এই ইস্য়ুগুলিকেই হাতিয়ার করেছেন মোদি ৷ এদিন পুরুলিয়ার ভাঙড়ায় নবকুঞ্জের মাঠে নির্বাচনী জনসভা করেন তিনি ৷ সভাস্থলে উপস্থিত জনতার সামনে তৃণমূলের বিরুদ্ধে কাটমানি, তোলাবাজি আর সিন্ডিকেট রাজ কায়েমের অভিযোগ তোলেন মোদি ৷ বলেন, টিএমসি মানে আদতে ‘ট্রান্সফার মাই অ্য়াকাউন্ট’ ৷ অর্থাৎ আমজনতা তার প্রাপ্য় কোনও সরকারি যোজনার টাকা পেলেই আগে তা শাসকদলের নেতা, কর্মীদের অ্য়াকাউন্টে বা পকেটে ট্রান্সফার করতে হয় ৷ কিন্তু 2 মে-র পর বিজেপির সরকার গঠিত হলে এই অরাজকতা বন্ধ হবে বলেই আশ্বাস মোদির ৷ কারণ, তখন শুধু ‘ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফার’ হবে ৷ সরকারি অনুদান আর উপভোক্তার মাঝে তৃতীয় কোনও পক্ষের উপস্থিতি থাকবে না বলেই প্রতিশ্রুতি মোদির ৷

Last Updated : Mar 18, 2021, 2:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.