ETV Bharat / elections

2021 বিধানসভা নির্বাচনে বাড়ছে পর্যবেক্ষকের সংখ্যা

বিধানসভা নির্বাচনে পর্যবেক্ষকের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ৷ সেই মতো প্রতিটি জেলা প্রশাসনকে পর্যবেক্ষকদের থাকার জন্য সরকারি অতিথিশালা ভাড়া করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ পাশাপাশি কোরোনা আবহে সুরক্ষাবিধি নিয়েও একাধিক নির্দেশিকা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন ৷

west-bengal-assembly-election-2021-number-of-observers-to-be-increased-this-election
2021 বিধানসভা নির্বাচনে বাড়ছে পর্যবেক্ষকের সংখ্যা
author img

By

Published : Feb 11, 2021, 4:20 PM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গে 2021 বিধানসভা নির্বাচনে বাড়ানো হচ্ছে পর্যবেক্ষকের সংখ্যা। 2016 বিধানসভা নির্বাচনে যত সংখ্যক পর্যবেক্ষক ছিলেন, সেই তুলনায় এবারে আরও বেশি পর্যবেক্ষক মোতায়েন করা হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

2016-র বিধানসভা নির্বাচনে 170 জন সাধারণ পর্যবেক্ষক ছিল ৷ পুলিশ পর্যবেক্ষক ছিল 32 এবং খরচ সংক্রান্ত পর্যবেক্ষক ছিল 73 জন। এই বছর সেই সংখ্যা অনেকটাই বাড়ানো হচ্ছে ৷ ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে পর্যবেক্ষকদের থাকার জন্য ব্যবস্থা করতে জেলা প্রশাসনের কাছে নির্দেশ পাঠানো হয়েছে। সেই মতো সরকারি অতিথিশালা ভাড়া করার কাজ চলছে।

কোরোনাকালে সব বুথই এবার গ্রাউন্ড লেভেলে করা হবে। তবে বেশ কয়েকটি জেলায় অস্থায়ী বুথ করা হচ্ছে। এই বুথগুলির দৈর্ঘ্য হবে 20 বর্গমিটার। প্রবেশ ও বাহিরের পথ আলাদা করতে নির্দেশ দেওয়া হয়েছে। এবার ভোট দেওয়ার সময় ভোটারদের হাতে গ্লাভস পরে ভোট দিতে হবে। আগামীকাল সমস্ত জেলাশাসকদের সঙ্গে এ নিয়ে ভিডিয়ো কনফারেন্স করবে কমিশন।

প্রার্থীরা আগে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় সঙ্গে আরও চারটি গাড়ি থাকত । তবে এবার যেখানে মনোনয়নপত্র জমা দেওয়া হবে, তার থেকে 100 মিটারের মধ্যে মাত্র দু’টি গাড়ি প্রবেশ করতে পারবে। একই ভাবে আগে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে মোট চারজন প্রবেশ করতে পারতেন। তবে এবার দু’জনের বেশি থাকতে পারবেন না প্রার্থীর সঙ্গে ।

আরও পড়ুন : রাজ্য নির্বাচন কমিশনে যোগ দিলেন 3 আধিকারিক

অন্যদিকে, রাজনৈতিক দলগুলিকে আর্থিক অনুদান দেওয়ার ক্ষেত্রেও নিয়মের কড়াকড়ি করা হয়েছে ৷ এবছর কেউ যদি কোনও রাজনৈতিক দলকে অনুদান দিতে চায় তাহলে 10 হাজার টাকা নগদে দিতে পারবে। তার বেশি হলে চেক অথবা ড্রাফট কিংবা অনলাইনে দিতে হবে।

কলকাতা, 11 ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গে 2021 বিধানসভা নির্বাচনে বাড়ানো হচ্ছে পর্যবেক্ষকের সংখ্যা। 2016 বিধানসভা নির্বাচনে যত সংখ্যক পর্যবেক্ষক ছিলেন, সেই তুলনায় এবারে আরও বেশি পর্যবেক্ষক মোতায়েন করা হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

2016-র বিধানসভা নির্বাচনে 170 জন সাধারণ পর্যবেক্ষক ছিল ৷ পুলিশ পর্যবেক্ষক ছিল 32 এবং খরচ সংক্রান্ত পর্যবেক্ষক ছিল 73 জন। এই বছর সেই সংখ্যা অনেকটাই বাড়ানো হচ্ছে ৷ ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে পর্যবেক্ষকদের থাকার জন্য ব্যবস্থা করতে জেলা প্রশাসনের কাছে নির্দেশ পাঠানো হয়েছে। সেই মতো সরকারি অতিথিশালা ভাড়া করার কাজ চলছে।

কোরোনাকালে সব বুথই এবার গ্রাউন্ড লেভেলে করা হবে। তবে বেশ কয়েকটি জেলায় অস্থায়ী বুথ করা হচ্ছে। এই বুথগুলির দৈর্ঘ্য হবে 20 বর্গমিটার। প্রবেশ ও বাহিরের পথ আলাদা করতে নির্দেশ দেওয়া হয়েছে। এবার ভোট দেওয়ার সময় ভোটারদের হাতে গ্লাভস পরে ভোট দিতে হবে। আগামীকাল সমস্ত জেলাশাসকদের সঙ্গে এ নিয়ে ভিডিয়ো কনফারেন্স করবে কমিশন।

প্রার্থীরা আগে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় সঙ্গে আরও চারটি গাড়ি থাকত । তবে এবার যেখানে মনোনয়নপত্র জমা দেওয়া হবে, তার থেকে 100 মিটারের মধ্যে মাত্র দু’টি গাড়ি প্রবেশ করতে পারবে। একই ভাবে আগে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে মোট চারজন প্রবেশ করতে পারতেন। তবে এবার দু’জনের বেশি থাকতে পারবেন না প্রার্থীর সঙ্গে ।

আরও পড়ুন : রাজ্য নির্বাচন কমিশনে যোগ দিলেন 3 আধিকারিক

অন্যদিকে, রাজনৈতিক দলগুলিকে আর্থিক অনুদান দেওয়ার ক্ষেত্রেও নিয়মের কড়াকড়ি করা হয়েছে ৷ এবছর কেউ যদি কোনও রাজনৈতিক দলকে অনুদান দিতে চায় তাহলে 10 হাজার টাকা নগদে দিতে পারবে। তার বেশি হলে চেক অথবা ড্রাফট কিংবা অনলাইনে দিতে হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.