কলকাতা, 2 মে : একুশের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হতেই বিজয় উৎসবে মেতেছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ৷ যা দেখে অত্যন্ত ক্ষুব্ধ নির্বাচন কমিশন ৷ কোভিড পরিস্থিতিতে এমন আচরণ কখনই কাম্য নয় বলে সাফ জানিয়েছে তারা ৷ পরিস্থিতি জানিয়ে কমিশনের তরফে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলির প্রধানদের উদ্দেশ্যে চিঠি পাঠানো হয়েছে ৷
চিঠিতে কমিশন স্পষ্ট জানিয়েছে, কোভিড পরিস্থিতিতে নির্দিষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও প্রতিনিধিরা তা মানছেন না ৷ যার জন্য সরাসরি সেই সব রাজনৈতিক দলের প্রধানদেরই দায়ী করেছে নির্বাচন কমিশন ৷
এই প্রসঙ্গে তাদের পাঠানো 27 ও 28 এপ্রিলের দু’টি চিঠির কথাও উল্লেখ করেছে কমিশন ৷ যেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল, অতিমারির সময় কোনও ভাবেই ভোটে জিতে বিজয় মিছিল বা জমায়েত করা যাবে না ৷ কিন্তু এদিন সেই নির্দেশ অমান্য করে সংশ্লিষ্ট রাজ্যগুলির বিভিন্ন জায়গায় বিজয় উৎসব পালন করা হয় ৷ অবিলম্বে এই ধরনের যে কোনও আয়োজন বন্ধ করার নির্দেশ দিয়েছে কমিশন ৷
বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও নেত্রীদের উদ্দেশ্যে কমিশনের বার্তা, অবিলম্বে তাঁরা যেন দলীয় কর্মী ও সদস্যদের যাবতীয় বিজয় উৎসব বন্ধ করার কড়া নির্দেশ দেন ৷ কোভিড আবহে যা একান্ত জরুরি ৷
আরও পড়ুন : এলাকায় বিজয় উৎসব হলে ওসিকে সাসপেন্ডের নির্দেশ কমিশনের
প্রসঙ্গত, এদিনই সংশ্লিষ্ট চারটি রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলের মুখ্যসচিবদের চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন ৷ সেখানেও সাফ জানানো হয়েছিল, কোথাও যদি কোভিড বিধি লঙ্ঘন করে কোনও দল বিজয় মিছিল করে, তাহলে সেখানকার থানার ওসিকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হবে ৷ আইনানুগ পদক্ষেপ করা হবে সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধেও ৷