ETV Bharat / elections

বিজেপি প্রার্থীর প্রচারে মালদা শহরে রোড-শো স্মৃতি ইরানির - assembly election 2021

মালদা শহরে রোড-শো করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ বিজেপির ইংরেজবাজারের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরির প্রচারে রোড-শো করেন তিনি ৷ তাতে সামিল হন দলের অসংখ্য সদস্য ও সমর্থক ৷

bengal election 2021_wb_mld_01_smiriti_irani_road_show_wb10016
বিজেপি প্রার্থীর প্রচারে মালদা শহরে রোড-শো স্মৃতি ইরানির
author img

By

Published : Apr 15, 2021, 7:55 PM IST

মালদা, 15 এপ্রিল : বিজেপির ইংরেজবাজারের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরির সমর্থনে মালদা শহরে রোড-শো করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি ৷ রোড-শো শেষে তিনি মালতিপুরের প্রার্থীর সমর্থনে জনসভা করার উদ্দেশ্যে রওনা দেন ৷

বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ কেন্দ্রীয় মন্ত্রীর চপার এসে পৌঁছয় মালদায় ৷ সেখান থেকে তিনি চলে যান মালদা শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড়ে ৷ সেখানে একটি পথসভা করেন তিনি ৷ পথসভার মঞ্চ থেকে জনসাধারণের উদ্দেশ্যে বেশ কিছুক্ষণ বক্তব্য রাখেন তিনি ৷ এরপর ফোয়ারা মোড় থেকে রোড শো শুরু করেন স্মৃতি ইরানি ৷ উপস্থিত ছিলেন ইংরেজবাজারের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী, জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল, যুব সভাপতি শুভঙ্কর চম্পটিয়া, সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া অম্লান ভাদুড়ি সহ অন্যরা ৷

মালদা শহরের ফোয়ারা মোড়ে পথসভা স্মৃতি ইরানির ৷

আরও পড়ুন : নববর্ষের প্রচারে এবার রবীন্দ্র নৃত্যে নজর কাড়লেন সায়নী

এদিন পথসভার মঞ্চ থেকে কড়া ভাষায় রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও তাঁর সরকারকে আক্রমণ করেন স্মৃতি ৷ চাল চুরি থেকে কিষাণ সম্মান নিধি, সব ইস্যুতে রাজ্য়ের তুলোধনা করেন কেন্দ্রীয় মন্ত্রী ৷

মালদা, 15 এপ্রিল : বিজেপির ইংরেজবাজারের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরির সমর্থনে মালদা শহরে রোড-শো করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি ৷ রোড-শো শেষে তিনি মালতিপুরের প্রার্থীর সমর্থনে জনসভা করার উদ্দেশ্যে রওনা দেন ৷

বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ কেন্দ্রীয় মন্ত্রীর চপার এসে পৌঁছয় মালদায় ৷ সেখান থেকে তিনি চলে যান মালদা শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড়ে ৷ সেখানে একটি পথসভা করেন তিনি ৷ পথসভার মঞ্চ থেকে জনসাধারণের উদ্দেশ্যে বেশ কিছুক্ষণ বক্তব্য রাখেন তিনি ৷ এরপর ফোয়ারা মোড় থেকে রোড শো শুরু করেন স্মৃতি ইরানি ৷ উপস্থিত ছিলেন ইংরেজবাজারের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী, জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল, যুব সভাপতি শুভঙ্কর চম্পটিয়া, সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া অম্লান ভাদুড়ি সহ অন্যরা ৷

মালদা শহরের ফোয়ারা মোড়ে পথসভা স্মৃতি ইরানির ৷

আরও পড়ুন : নববর্ষের প্রচারে এবার রবীন্দ্র নৃত্যে নজর কাড়লেন সায়নী

এদিন পথসভার মঞ্চ থেকে কড়া ভাষায় রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও তাঁর সরকারকে আক্রমণ করেন স্মৃতি ৷ চাল চুরি থেকে কিষাণ সম্মান নিধি, সব ইস্যুতে রাজ্য়ের তুলোধনা করেন কেন্দ্রীয় মন্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.