ETV Bharat / durga-puja

Bengal Civic Polls Result 2022: ঝালদায় সমানে সমানে কংগ্রেস-তৃণমূল, নির্দলদের হাতে বোর্ড গড়ার চাবিকাঠি - ঝালদায় সমানে সমানে কংগ্রেস তৃণমূল

ঝালদায় পৌর বোর্ড গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ৷ জয়ী নির্দল প্রার্থীরা ঘাসফুলে যাবেন নাকি ‘হাত’ ধরবেন (Bengal Civic Polls Result 2022) ?

Jhalda Congress Victory Celebration
ঝালদায় কংগ্রেসের বিজয়োৎসব
author img

By

Published : Mar 2, 2022, 11:20 AM IST

Updated : Mar 2, 2022, 11:49 AM IST

ঝালদা, 2 মার্চ : ত্রিশঙ্কু ঝালদা পৌরসভা। 12টি আসনের এই পৌরসভায় 5টিতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস ৷ 5 টিতে জয়ী হয়েছে কংগ্রেস এবং দু'টিতে জয়ী নির্দল প্রার্থী । এখানে খাতা খুলতে পারেনি বিজেপি । এই অবস্থায় প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, নির্দল প্রার্থীদের নিয়ে দু'টি শিবিরই টানাটানি করবে (Jhalda Municipality Board in uncertainty in Purulia) ।

বরাবরই কংগ্রেস নেতা নেপাল মাহাতোর গড় বলে পরিচিত পুরুলিয়ার ঝালদা । যদিও 2021-এর বিধানসভা নির্বাচনে পুরুলিয়ার এই বাঘমুণ্ডি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যান নেপাল মাহাতো । তারপরও তৃণমূলের ভরা বাজারে ঝালদা পৌর এলাকাতে কংগ্রেসের এই ফলাফল কর্মীদের মনোবল চাঙ্গা করার মতো ।

আরও পড়ুন : Bengal Civic Polls Result 2022: বারাসতে স্ট্রং রুমের তালা ভাঙতে শাবল, কারচুপির অভিযোগ বিজেপির

এই বিষয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো বলেন, "আমরা আরেকটু ভাল ফলাফল আশা করেছিলাম ৷ ভেবেছিলাম কংগ্রেস একক বোর্ড গঠন করবে ৷ যাই হোক, বিগত বিধানসভা নির্বাচনের থেকে অনেকটাই উন্নতি হয়েছে ।" তাঁর দাবি, নির্দল প্রার্থীরা আমাদের সমর্থনে রয়েছেন ৷ তাই তিনি আত্মবিশ্বাসী কংগ্রেসই বোর্ড গঠন করব । এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়াকে ফোন করা হলেও ফোন ধরেননি তিনি ।

ঝালদা, 2 মার্চ : ত্রিশঙ্কু ঝালদা পৌরসভা। 12টি আসনের এই পৌরসভায় 5টিতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস ৷ 5 টিতে জয়ী হয়েছে কংগ্রেস এবং দু'টিতে জয়ী নির্দল প্রার্থী । এখানে খাতা খুলতে পারেনি বিজেপি । এই অবস্থায় প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, নির্দল প্রার্থীদের নিয়ে দু'টি শিবিরই টানাটানি করবে (Jhalda Municipality Board in uncertainty in Purulia) ।

বরাবরই কংগ্রেস নেতা নেপাল মাহাতোর গড় বলে পরিচিত পুরুলিয়ার ঝালদা । যদিও 2021-এর বিধানসভা নির্বাচনে পুরুলিয়ার এই বাঘমুণ্ডি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যান নেপাল মাহাতো । তারপরও তৃণমূলের ভরা বাজারে ঝালদা পৌর এলাকাতে কংগ্রেসের এই ফলাফল কর্মীদের মনোবল চাঙ্গা করার মতো ।

আরও পড়ুন : Bengal Civic Polls Result 2022: বারাসতে স্ট্রং রুমের তালা ভাঙতে শাবল, কারচুপির অভিযোগ বিজেপির

এই বিষয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো বলেন, "আমরা আরেকটু ভাল ফলাফল আশা করেছিলাম ৷ ভেবেছিলাম কংগ্রেস একক বোর্ড গঠন করবে ৷ যাই হোক, বিগত বিধানসভা নির্বাচনের থেকে অনেকটাই উন্নতি হয়েছে ।" তাঁর দাবি, নির্দল প্রার্থীরা আমাদের সমর্থনে রয়েছেন ৷ তাই তিনি আত্মবিশ্বাসী কংগ্রেসই বোর্ড গঠন করব । এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়াকে ফোন করা হলেও ফোন ধরেননি তিনি ।

Last Updated : Mar 2, 2022, 11:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.