ETV Bharat / crime

Two Teens Killed School Teacher : বৃদ্ধা শিক্ষিকাকে বেসবল ব্যাট দিয়ে পিটিয়ে খুন, অভিযুক্ত 2 কিশোর - Two Teens Killed School Teacher

স্কুলের বৃদ্ধা স্প্যানিশ শিক্ষিকাকে বেসবলের ব্যাট (Iowa Teens Kill Spanish Teacher) দিয়ে পিটিয়ে খুন করল লোয়ার 2 কিশোর ৷

iowa-teens-used-baseball-bat-to-kill-spanish-teacher
স্কুলের বৃদ্ধা শিক্ষিকাকে বেসবলের ব্যাট দিয়ে পিটিয়ে খুন 2 কিশোরের
author img

By

Published : Mar 23, 2022, 10:36 AM IST

দেস মোইনস (মার্কিন যুক্তরাষ্ট্র), 23 মার্চ : হাইস্কুলের স্প্যানিশ শিক্ষিকাকে বেসবলের ব্যাট দিয়ে পিটিয়ে মেরে ফেলল দুই কিশোর (Teens used baseball bat to Kill teacher) ৷ তাদের মধ্যে একজন আবার সোশ্যাল মিডিয়ায় গোটা হত্যাকাণ্ডের বর্ণনাও দিয়েছে ৷ সে বলেছে কীভাবে তারা ওই শিক্ষিকাকে অনুসরণ করে তাঁর উপর হামলা চালিয়েছে, তাঁকে খুন করেছে ও তাঁর দেহ লোপাট করেছে ৷ আদালতে পেশ করা নথিতে এমনটাই দাবি করেছে পুলিশ (Iowa Teens Kill Spanish Teacher) ৷ ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের ৷

এই মামলার শুনানিতে সংবাদমাধ্যমের প্রবেশাধিকারে বাধ সেধেছিলেন অভিযুক্তের আইনজীবী ৷ তবে তাঁর দাবি খারিজ করে দিয়েছে আদালত ৷ দুই অভিযুক্ত কিশোরের নাম জেরেমি গুডেল ও উইলার্ড মিলার ৷ দু'জনেরই বয়স 16 বছর ৷ তারা ফেয়ারফিল্ড হাইস্কুলের স্প্যানিশ শিক্ষিকা 66 বছরের নোহেমা গ্রেবারকে মেরে ফেলেছে বলে অভিযোগ ৷ তাঁর দেহ পাওয়া যায় গত 3 নভেম্বর ৷ ফেয়ারফিল্ডের পার্কে একটি লুকোনো ফাঁদের মধ্যে থেকে মিলেছে তাঁর দেহ ৷ তার আগের দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন ৷

আরও পড়ুন: Infant Body in Microwave : 2 মাসের শিশুকন্যা মাইক্রোওয়েভে ! হতবাক চিরাগ দিল্লি

একজন প্রত্যক্ষদর্শী গুডেলের স্ন্যাপচ্যাট মেসেজ পুলিশের হাতে তুলে দিয়েছেন, যেখানে এটা স্পষ্ট যে শিক্ষিকাকে খুন করে প্রমাণ লোপাটের ষড়যন্ত্র করেছিল ৷ সেই মেসেজেই উল্লেখ রয়েছে যে, শিক্ষিকাকে নজরদারিতে রেখে সুযোগ বুঝে তার উপর হামলা চালায় দুই ছাত্র ৷ গ্রেবারকে খুন করতে তারা বেসবল ব্যাট ব্যবহার করে ৷

অপরাধের গুরুত্ব বিচার করে অভিযুক্ত কিশোরদের সাবালক হিসেবেও বিচার করা হতে পারে ৷ যদি তাই হয়, তাহলে দীর্ঘদিন হাজতবাসের সাজা পেতে পারে তারা ৷ তবে জুভেনাইল কোর্টে বিচার হলে 18 বছরের নিচে বয়স বলেই মাত্র দু বছরেরও কম সময়ের মধ্যে তারা মুক্তি পেয়ে যাবে ৷

আরও পড়ুন: Prostitution Racket in Goa : গোয়ায় পতিতাচক্রের হদিস, টেলিভিশন অভিনেত্রী-সহ 3 মহিলা উদ্ধার

দেস মোইনস (মার্কিন যুক্তরাষ্ট্র), 23 মার্চ : হাইস্কুলের স্প্যানিশ শিক্ষিকাকে বেসবলের ব্যাট দিয়ে পিটিয়ে মেরে ফেলল দুই কিশোর (Teens used baseball bat to Kill teacher) ৷ তাদের মধ্যে একজন আবার সোশ্যাল মিডিয়ায় গোটা হত্যাকাণ্ডের বর্ণনাও দিয়েছে ৷ সে বলেছে কীভাবে তারা ওই শিক্ষিকাকে অনুসরণ করে তাঁর উপর হামলা চালিয়েছে, তাঁকে খুন করেছে ও তাঁর দেহ লোপাট করেছে ৷ আদালতে পেশ করা নথিতে এমনটাই দাবি করেছে পুলিশ (Iowa Teens Kill Spanish Teacher) ৷ ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের ৷

এই মামলার শুনানিতে সংবাদমাধ্যমের প্রবেশাধিকারে বাধ সেধেছিলেন অভিযুক্তের আইনজীবী ৷ তবে তাঁর দাবি খারিজ করে দিয়েছে আদালত ৷ দুই অভিযুক্ত কিশোরের নাম জেরেমি গুডেল ও উইলার্ড মিলার ৷ দু'জনেরই বয়স 16 বছর ৷ তারা ফেয়ারফিল্ড হাইস্কুলের স্প্যানিশ শিক্ষিকা 66 বছরের নোহেমা গ্রেবারকে মেরে ফেলেছে বলে অভিযোগ ৷ তাঁর দেহ পাওয়া যায় গত 3 নভেম্বর ৷ ফেয়ারফিল্ডের পার্কে একটি লুকোনো ফাঁদের মধ্যে থেকে মিলেছে তাঁর দেহ ৷ তার আগের দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন ৷

আরও পড়ুন: Infant Body in Microwave : 2 মাসের শিশুকন্যা মাইক্রোওয়েভে ! হতবাক চিরাগ দিল্লি

একজন প্রত্যক্ষদর্শী গুডেলের স্ন্যাপচ্যাট মেসেজ পুলিশের হাতে তুলে দিয়েছেন, যেখানে এটা স্পষ্ট যে শিক্ষিকাকে খুন করে প্রমাণ লোপাটের ষড়যন্ত্র করেছিল ৷ সেই মেসেজেই উল্লেখ রয়েছে যে, শিক্ষিকাকে নজরদারিতে রেখে সুযোগ বুঝে তার উপর হামলা চালায় দুই ছাত্র ৷ গ্রেবারকে খুন করতে তারা বেসবল ব্যাট ব্যবহার করে ৷

অপরাধের গুরুত্ব বিচার করে অভিযুক্ত কিশোরদের সাবালক হিসেবেও বিচার করা হতে পারে ৷ যদি তাই হয়, তাহলে দীর্ঘদিন হাজতবাসের সাজা পেতে পারে তারা ৷ তবে জুভেনাইল কোর্টে বিচার হলে 18 বছরের নিচে বয়স বলেই মাত্র দু বছরেরও কম সময়ের মধ্যে তারা মুক্তি পেয়ে যাবে ৷

আরও পড়ুন: Prostitution Racket in Goa : গোয়ায় পতিতাচক্রের হদিস, টেলিভিশন অভিনেত্রী-সহ 3 মহিলা উদ্ধার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.