ETV Bharat / crime

কিশোরীকে গণধর্ষণ করে খুনের পর তার বাবা ও বোনঝিকেও হত্যা, গ্রেপ্তার 6 - গণধর্ষণ

29 জানুয়ারি সন্ধ্যায় ওই কিশোরী সহ তাঁর বাবা এবং ওই শিশু বাড়ি না ফেরায় পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েন ৷ তাঁরা লেমরু পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন ৷ পুলিশ তদন্তে নেমে সন্তরাম মাঝওয়ারের বিরুদ্ধে কিছু সূত্র পায় ৷ এরপরেই তাকে ডেকে জেরা করা হলে, সে ধর্ষণ ও খুনের কথা স্বীকার করে ৷

chhattisgarh-six-held-for-raping-killing-minor-and-her-two-kin
কিশোরীকে গণধর্ষণ করে খুনের পর তার বাবা ও বোনঝিকেও হত্যা, গ্রেপ্তার 6
author img

By

Published : Feb 4, 2021, 6:15 PM IST

কোরবা (ছত্তিশগড়), 4 ফেব্রুয়ারি : ছত্তিশগড়ে বছর 16-র এক কিশোরীকে গণধর্ষণের পর খুনের অভিযোগ ৷ ঘটনায় 6 অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ ৷ বুধবার ছত্তিশগড় পুলিশের তরফে জানান হয়েছে, কোরবা জেলার ওই কিশোরীকে ধর্ষণের পর পাথর দিয়ে থেঁতলে তাঁকে খুন করা হয়েছে ৷ এমনকি ওই কিশোরীর বাবা এবং ওই ব্যক্তির 4 বছরের নাতনিকে খুন করে অভিযুক্তরা ৷

গত 29 জানুয়ারি এই ঘটনাটি ঘটেছে ৷ তবে, ঘটনাটি পুলিশের নজরে আসে গত মঙ্গলবার ৷ এরপরেই পুলিশ তদন্তে নেমে 6 জনকে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ এমনটাই জানিয়েছেন কোরবার পুলিশ সুপার অভিষেক মিনা ৷ গ্রেপ্তার হওয়া 6 অভিযুক্ত সন্তরাম মাঝওয়ার বয়স 45, আব্দুল জাব্বার বয় 29, অনীল কুমার সারথি বয়স 20, প্রদেশি রাম পানিকা বয়স 35, আনন্দ পাম পানিকা বয়স 25 এবং উমাশঙ্কর যাদব 21 বছর ৷ এরা সবাই সাতরেঙ্গা গ্রামের বাসিন্দা ৷

আরও পড়ুন : নাবালিকাকে গণধর্ষণের পর খুন, কেটে নেওয়া হল যকৃত সহ একাধিক অঙ্গ

29 জানুয়ারি সন্ধ্যায় ওই কিশোরী সহ তাঁর বাবা এবং ওই শিশু বাড়ি না ফেরায় পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েন ৷ তাঁরা লেমরু পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন ৷ পুলিশ তদন্তে নেমে সন্তরাম মাঝওয়ারের বিরুদ্ধে কিছু সূত্র পায় ৷ এরপরেই তাকে ডেকে জেরা করা হলে, সে ধর্ষণ ও খুনের কথা স্বীকার করে ৷ পুলিশ জানতে পেরেছে সন্তরাম মাঝওয়ার নিহত ওই ব্যক্তি এবং তাঁর মেয়ে ও নাতনিকে তাঁদের গ্রামে বাইকে করে ছাড়তে গিয়েছিলেন ৷ পথের মাঝে কোরাই গ্রামে বাইক থামিয়ে মাঝওয়ার মদ্য়পান করে ৷ এরপরেই বাকি অভিযুক্তদের সঙ্গে এই অপরাধে সামিল হয় ৷ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি খুনের ধারা 302, গণধর্ষণ 376(2)জি, তফসিলি সুরক্ষা আইন এবং পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে ৷

কোরবা (ছত্তিশগড়), 4 ফেব্রুয়ারি : ছত্তিশগড়ে বছর 16-র এক কিশোরীকে গণধর্ষণের পর খুনের অভিযোগ ৷ ঘটনায় 6 অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ ৷ বুধবার ছত্তিশগড় পুলিশের তরফে জানান হয়েছে, কোরবা জেলার ওই কিশোরীকে ধর্ষণের পর পাথর দিয়ে থেঁতলে তাঁকে খুন করা হয়েছে ৷ এমনকি ওই কিশোরীর বাবা এবং ওই ব্যক্তির 4 বছরের নাতনিকে খুন করে অভিযুক্তরা ৷

গত 29 জানুয়ারি এই ঘটনাটি ঘটেছে ৷ তবে, ঘটনাটি পুলিশের নজরে আসে গত মঙ্গলবার ৷ এরপরেই পুলিশ তদন্তে নেমে 6 জনকে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ এমনটাই জানিয়েছেন কোরবার পুলিশ সুপার অভিষেক মিনা ৷ গ্রেপ্তার হওয়া 6 অভিযুক্ত সন্তরাম মাঝওয়ার বয়স 45, আব্দুল জাব্বার বয় 29, অনীল কুমার সারথি বয়স 20, প্রদেশি রাম পানিকা বয়স 35, আনন্দ পাম পানিকা বয়স 25 এবং উমাশঙ্কর যাদব 21 বছর ৷ এরা সবাই সাতরেঙ্গা গ্রামের বাসিন্দা ৷

আরও পড়ুন : নাবালিকাকে গণধর্ষণের পর খুন, কেটে নেওয়া হল যকৃত সহ একাধিক অঙ্গ

29 জানুয়ারি সন্ধ্যায় ওই কিশোরী সহ তাঁর বাবা এবং ওই শিশু বাড়ি না ফেরায় পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েন ৷ তাঁরা লেমরু পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন ৷ পুলিশ তদন্তে নেমে সন্তরাম মাঝওয়ারের বিরুদ্ধে কিছু সূত্র পায় ৷ এরপরেই তাকে ডেকে জেরা করা হলে, সে ধর্ষণ ও খুনের কথা স্বীকার করে ৷ পুলিশ জানতে পেরেছে সন্তরাম মাঝওয়ার নিহত ওই ব্যক্তি এবং তাঁর মেয়ে ও নাতনিকে তাঁদের গ্রামে বাইকে করে ছাড়তে গিয়েছিলেন ৷ পথের মাঝে কোরাই গ্রামে বাইক থামিয়ে মাঝওয়ার মদ্য়পান করে ৷ এরপরেই বাকি অভিযুক্তদের সঙ্গে এই অপরাধে সামিল হয় ৷ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি খুনের ধারা 302, গণধর্ষণ 376(2)জি, তফসিলি সুরক্ষা আইন এবং পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.