ETV Bharat / city

শিলিগুড়ি পুরনিগম এলাকায় প্রচারে অশোক-ওমপ্রকাশ

শঙ্কর দুর্গে প্রচারে বেরোলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য । পালটা অশোকের লালগড়ে সাইকেল নিয়ে নির্বাচনী প্রচার সারলেন তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্র ।

শিলিগুড়ি পুরনিগম এলাকায় প্রচারে অশোক-ওমপ্রকাশ
শিলিগুড়ি পুরনিগম এলাকায় প্রচারে অশোক-ওমপ্রকাশ
author img

By

Published : Mar 18, 2021, 9:16 PM IST

Updated : Mar 18, 2021, 10:36 PM IST

শিলিগুড়ি, ১৮ মার্চ : শঙ্কর দুর্গে প্রচারে বেরোলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য । পালটা অশোকের লালগড়ে সাইকেল নিয়ে নির্বাচনী প্রচার সারলেন তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্র ।

নির্বাচনে শিলিগুড়ি বিধানসভার 33 টি ওয়ার্ড শিলিগুড়ি পৌরনিগমের অধীনে রয়েছে । আর নিজেদের দখলে থাকা দলীয় ওয়ার্ডের পাশাপাশি বিরোধীদের ওয়ার্ডের ভোট টানতে মরিয়া প্রত্যেক রাজনৈতিক দল । সেই লক্ষ্যেই বৃহস্পতিবার সকালে প্রচারে নামতে দেখা গেল সংযুক্ত মোর্চার প্রার্থী অশোক ভট্টাচার্য এবং তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্রকে ।

শিলিগুড়ি পুরনিগম এলাকায় প্রচারে অশোক-ওমপ্রকাশ

এদিন সকালে একসময়ের ছায়াসঙ্গী শঙ্কর ঘোষের 24 নম্বর ওয়ার্ডে প্রচারে নামেন অশোক ভট্টাচার্য । সঙ্গে ছিলেন সিপিএমের জেলা সম্পাদক জীবেশ সরকার । ওই ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন অশোক ভট্টাচার্য । প্রচারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "বদ রক্ত ছিল । বেরিয়ে গেছে । কোনও অসুবিধা নেই । শঙ্করের ওয়ার্ডেই প্রচার করছি । খুব ভালো সাড়া পাচ্ছি ।"

আরও পড়ুন : মোদি-শাহ বুঝেছে বাংলায় বিজেপি 50টাও পেরোবে না, কটাক্ষ কল্যাণের

অন্যদিকে, এদিন সকালে সাইকেল নিয়ে প্রচারে নামেন তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্র । 29 নম্বর ওয়ার্ডে সাইকেল চালিয়ে তৃণমূলকে বিধানসভা নির্বাচনে ভোটদানের আবেদন জানান তিনি ৷ 29 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেন বাম প্রার্থী অশোক ভট্টাচার্য । ফলে বিরোধীদের ওয়ার্ডে প্রচার নিয়ে দিনভর সরগরম শিলিগুড়ির রাজনীতি । প্রচারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওম প্রকাশ মিশ্র জানান, রাজ্য সরকার যেভাবে সাধারণ মানুষের জন্য কাজ করেছে তাতে 100 শতাংশ জেতার বিষয়ে আশাবাদী তিনি ।

শিলিগুড়ি, ১৮ মার্চ : শঙ্কর দুর্গে প্রচারে বেরোলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য । পালটা অশোকের লালগড়ে সাইকেল নিয়ে নির্বাচনী প্রচার সারলেন তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্র ।

নির্বাচনে শিলিগুড়ি বিধানসভার 33 টি ওয়ার্ড শিলিগুড়ি পৌরনিগমের অধীনে রয়েছে । আর নিজেদের দখলে থাকা দলীয় ওয়ার্ডের পাশাপাশি বিরোধীদের ওয়ার্ডের ভোট টানতে মরিয়া প্রত্যেক রাজনৈতিক দল । সেই লক্ষ্যেই বৃহস্পতিবার সকালে প্রচারে নামতে দেখা গেল সংযুক্ত মোর্চার প্রার্থী অশোক ভট্টাচার্য এবং তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্রকে ।

শিলিগুড়ি পুরনিগম এলাকায় প্রচারে অশোক-ওমপ্রকাশ

এদিন সকালে একসময়ের ছায়াসঙ্গী শঙ্কর ঘোষের 24 নম্বর ওয়ার্ডে প্রচারে নামেন অশোক ভট্টাচার্য । সঙ্গে ছিলেন সিপিএমের জেলা সম্পাদক জীবেশ সরকার । ওই ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন অশোক ভট্টাচার্য । প্রচারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "বদ রক্ত ছিল । বেরিয়ে গেছে । কোনও অসুবিধা নেই । শঙ্করের ওয়ার্ডেই প্রচার করছি । খুব ভালো সাড়া পাচ্ছি ।"

আরও পড়ুন : মোদি-শাহ বুঝেছে বাংলায় বিজেপি 50টাও পেরোবে না, কটাক্ষ কল্যাণের

অন্যদিকে, এদিন সকালে সাইকেল নিয়ে প্রচারে নামেন তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্র । 29 নম্বর ওয়ার্ডে সাইকেল চালিয়ে তৃণমূলকে বিধানসভা নির্বাচনে ভোটদানের আবেদন জানান তিনি ৷ 29 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেন বাম প্রার্থী অশোক ভট্টাচার্য । ফলে বিরোধীদের ওয়ার্ডে প্রচার নিয়ে দিনভর সরগরম শিলিগুড়ির রাজনীতি । প্রচারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওম প্রকাশ মিশ্র জানান, রাজ্য সরকার যেভাবে সাধারণ মানুষের জন্য কাজ করেছে তাতে 100 শতাংশ জেতার বিষয়ে আশাবাদী তিনি ।

Last Updated : Mar 18, 2021, 10:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.