শিলিগুড়ি, ১৯ ফেব্রুয়ারি : উত্তরবঙ্গ মেডিকেল কলেজে অস্থায়ী কর্মচারীদের কর্মবিরতির জেরে বন্ধ হয়ে গেল হাসপাতালের সার্বিক পরিষেবা। আজ সকাল ৯টা নাগাদ হাসপাতালের আউটডোর খোলার কথা ছিল। তাই প্রায় কয়েক হাজার মানুষ টিকিট কাউন্টারের লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু, ১০টার সময়ও আউটডোরের টিকিট কাউন্টার না খোলায় রোগীদের ক্ষোভ চরমে ওঠে। অবশেষে নিরাপত্তারক্ষীদের মাধ্যমে কয়েকজন রোগীকে টিকিট দেওয়া হয়। আন্দোলনকারী অস্থায়ী কর্মীদের অভিযোগ, তাদের দীর্ঘদিন ধরে সামান্য টাকায় বেশি কাজ করানো হচ্ছে। কাজ অনুয়ায়ী বেতন দেওয়ার দাবি জানায় তারা।
এপ্রসঙ্গে এক অস্থায়ী কর্মী বলে, "আমাদের নিয়োগকারী এজেন্সি বা সুপার কাজের পরিমাণ এবং তার বেতন সম্পর্কে জানাচ্ছেন না। সামান্য টাকা দিয়ে অতিরিক্ত কাজ করানো চলবে না। তাই আজ আমরা হাজিরা খাতায় সই করেও কাজ করিনি। বাইরে রয়েছি। এর ফলে রোগীদের নানা পরিষেবা ব্যাহত হচ্ছে। তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।"
হাসপাতাল সুপার কৌশিক সমাদ্দার বলেন, "বিনা নোটিশে আচমকা এই স্ট্রাইক করা হচ্ছে। নানা পরিষেবা ব্যাহত হচ্ছে। আমরা দেখছি কী করা যায়।"