জলপাইগুড়ি, 8 এপ্রিল : পাচারের আগে উদ্ধার বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ৷ বৃহস্পতিবার জলপাইগুড়ি-শিলিগুড়িগামী 31 নং জাতীয় সড়কে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ নেশার ট্যাবলেট উদ্ধার করেছে এসটিএফ (STF Sized Yaba Tablets)। পাচারের অভিযোগে দু’জনকে গ্রেফতার করে ৷
আরও পড়ুন: yaba tablet trafficking: মালদায় পুলিশের ফাঁদে 5 পাচারকারী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কয়েক কোটির ইয়াবা
গোপন সূত্রে খবর পেয়ে এদিন জলপাইগুড়ি-শিলিগুড়িগামী 31 নং জাতীয় সড়কের গোশালা মোড়ের কাছে এসটিএফ-এর আধিকারিকরা একটি ট্রাকে অভিযান চালান ৷ কোতোয়ালি থানার পুলিশও উপস্থিত ছিল সেখানে ৷ ওই ট্রাকের গোপন চেম্বারে তল্লাশি করে ইয়াবা ট্যাবলেটের প্যাকেট পাওয়া যায়। সেখানে প্রায় 68 হাজার ইয়াবা ট্যাবলেট ছিল ৷ বাজেয়াপ্ত হওয়া ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় 50 লক্ষ টাকা ৷
প্রথমিকভাবে এসটিএফ আধিকারিকদের অনুমান, এই বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উত্তর-পূর্ব ভারত থেকে কলকাতায় পাচার হচ্ছিল ৷ পাচারের কাজে ব্যবহৃত ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে ।