ETV Bharat / city

ফাঁসিদেওয়ায় চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসে আগুন, মৃত ২ - fire in train

আপ চণ্ডীগড়-ডিব্রুগর এক্সপ্রেসে আগুন, ঘটনাস্থানে দমকলের 4টি ইঞ্জিন।

চণ্ডীগড়-ডিব্রুগর এক্সপ্রেসে আগুন
author img

By

Published : Mar 22, 2019, 12:59 PM IST

Updated : Mar 22, 2019, 3:31 PM IST

শিলিগুড়ি, 22 মার্চ : শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের চটেরহাট স্টেশন সংলগ্ন এলাকায় চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসে আগুন। ঘটনাস্থানে পৌঁছায় দমকলের 4টি ইঞ্জিন। আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ দেওয়ায় মৃত্যু হয়েছে দুই যাত্রীর।

train fire
ঘটনাস্থানের ছবি

আজ সকালে আপ চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস চটেরহাট স্টেশন ছাড়তেই তাতে ধোঁয়া দেখা যায়। ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগে বলে জানা যায়। আগুন ছড়ায় একটি বগিতেও। এরপরই মাঝপথে ট্রেন দাঁড় করিয়ে ঝাঁপ দেন চালক। প্রাণে বাঁচতে ট্রেন থেকে ঝাঁপ দেয় কয়েকজন যাত্রীরাও। তাদের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে।

ভিডিয়োয় শুনুন দমকল কর্মীর বক্তব্য

এরপরই NJP থেকে রওনা দেয় রিলিফ ট্রেন। রওনা দেন ADRM-ও।

train fire
ট্রেনটির ইঞ্জিনে ও একটি বগিতে আগুন লাগে

শিলিগুড়ি, 22 মার্চ : শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের চটেরহাট স্টেশন সংলগ্ন এলাকায় চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসে আগুন। ঘটনাস্থানে পৌঁছায় দমকলের 4টি ইঞ্জিন। আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ দেওয়ায় মৃত্যু হয়েছে দুই যাত্রীর।

train fire
ঘটনাস্থানের ছবি

আজ সকালে আপ চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস চটেরহাট স্টেশন ছাড়তেই তাতে ধোঁয়া দেখা যায়। ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগে বলে জানা যায়। আগুন ছড়ায় একটি বগিতেও। এরপরই মাঝপথে ট্রেন দাঁড় করিয়ে ঝাঁপ দেন চালক। প্রাণে বাঁচতে ট্রেন থেকে ঝাঁপ দেয় কয়েকজন যাত্রীরাও। তাদের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে।

ভিডিয়োয় শুনুন দমকল কর্মীর বক্তব্য

এরপরই NJP থেকে রওনা দেয় রিলিফ ট্রেন। রওনা দেন ADRM-ও।

train fire
ট্রেনটির ইঞ্জিনে ও একটি বগিতে আগুন লাগে
Intro:রংয়ের উৎসব মুছে দিল রাজনৈতিক ভেদাভেদ শিলিগুড়িতে বসুন্ধরায় রং খেলায় মাতলেন তৃণমূল প্রার্থী অমর সিং রাই এবং কংগ্রেস প্রার্থী শংকর মালাকার আবির রাঙিয়ে দিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব এবং শিলিগুড়ি মেয়র অশোক ভট্টাচার্য কেউ আজ সকাল থেকেই রং খেলায় সামিল হয়েছেন নেতা-মন্ত্রীরা রাজনৈতিক প্রচার এর পাশাপাশি চলছে দোলের শুভেচ্ছা বিনিময় তারই ফাঁকে ঢাকা পড়ে একটি উৎসব সেখানেই পরস্পরকে শুভেচ্ছা জানিয়ে আবীর খেলায় মাতে নেতা-মন্ত্রীরা তারা সকলেই জানান রাজনৈতিক ভেদাভেদ নয় ভোট প্রচার নয় একে অপরকে শুভেচ্ছা জানিয়েছে আগামী নির্বাচনে জয় লাভের জন্য


Body:।


Conclusion:
Last Updated : Mar 22, 2019, 3:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.