ETV Bharat / city

কোরোনায় আক্রান্ত শিলিগুড়ির পুলিশ কমিশনার - শিলিগুড়ি

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক ACP-র পর এবার কোরোনায় আক্রান্ত সেখানকার পুলিশ কমিশনার অর্থব ত্রিপুরারি ৷ বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছে ৷

ছবি
ছবি
author img

By

Published : Aug 9, 2020, 1:42 PM IST

শিলিগুড়ি, 9 অগাস্ট : কোরোনায় আক্রান্ত শিলিগুড়ির পুলিশ কমিশনার অর্থব ত্রিপুরারি ৷ পুলিশ কমিশনারেটে এক ACP-র পর এবার কোরোনায় সংক্রমিত তিনি ৷ গতরাতে তাঁর রিপোর্ট পজ়েটিভ আসে ৷

কয়েকদিন আগেই কোরোনায় আক্রান্ত হন ACP স্বপন সরকার ৷ বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন ৷

পুলিশ কমিশনার জানান, " আমিও হোম আইসোলেশনে আছি । তবে আমার কোনও উপসর্গ নেই । বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছি ।" তিনি বলেন, " শিলিগুড়িতে নানা পরিষেবা দিতে হচ্ছে । আক্রান্ত হতে পারি জেনেই আমরা কাজ করছি । আশা করছি, দ্রুত সুস্থ হয়ে ফের কাজে যোগ দেব ।"

অন্যদিকে, শিলিগুড়ির হিমাঞ্চল বিহারের বাসিন্দা উত্তরবঙ্গ সশস্ত্র পুলিশের IG-ও কোরোনায় আক্রান্ত । হোম আইসোলেশনে রয়েছেন । তিনিও আপাতত সুস্থ। দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য জানান, "পুলিশ কমিশনার কোরোনায় সংক্রমিত হয়েছেন । আমরা কিছু নির্দেশিকা দিয়েছি । বর্তমানে তিনি সুস্থ রয়েছেন । তাঁর কোনও উপসর্গ নেই । আমরা ওঁর স্বাস্থ্য পরীক্ষা করছি ।"

শিলিগুড়ি, 9 অগাস্ট : কোরোনায় আক্রান্ত শিলিগুড়ির পুলিশ কমিশনার অর্থব ত্রিপুরারি ৷ পুলিশ কমিশনারেটে এক ACP-র পর এবার কোরোনায় সংক্রমিত তিনি ৷ গতরাতে তাঁর রিপোর্ট পজ়েটিভ আসে ৷

কয়েকদিন আগেই কোরোনায় আক্রান্ত হন ACP স্বপন সরকার ৷ বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন ৷

পুলিশ কমিশনার জানান, " আমিও হোম আইসোলেশনে আছি । তবে আমার কোনও উপসর্গ নেই । বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছি ।" তিনি বলেন, " শিলিগুড়িতে নানা পরিষেবা দিতে হচ্ছে । আক্রান্ত হতে পারি জেনেই আমরা কাজ করছি । আশা করছি, দ্রুত সুস্থ হয়ে ফের কাজে যোগ দেব ।"

অন্যদিকে, শিলিগুড়ির হিমাঞ্চল বিহারের বাসিন্দা উত্তরবঙ্গ সশস্ত্র পুলিশের IG-ও কোরোনায় আক্রান্ত । হোম আইসোলেশনে রয়েছেন । তিনিও আপাতত সুস্থ। দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য জানান, "পুলিশ কমিশনার কোরোনায় সংক্রমিত হয়েছেন । আমরা কিছু নির্দেশিকা দিয়েছি । বর্তমানে তিনি সুস্থ রয়েছেন । তাঁর কোনও উপসর্গ নেই । আমরা ওঁর স্বাস্থ্য পরীক্ষা করছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.