ETV Bharat / city

Murder at Siliguri : শিলিগুড়িতে খুন নিরাপত্তারক্ষী, অভিযুক্ত রিক্সাচালক - শিলিগুড়িতে খুন

নিরাপত্তারক্ষীকে খুন করে পালাল রিক্সাচালক (Murder at Siliguri) ৷ সিসিটিভির ফুটেজে ধরা পড়ল আগাগোড়া ঘটনা ৷ মাঝরাতে ঠিক কী ঘটেছিল শিলিগুড়ি পৌরনিগমের 39 নম্বর ওয়ার্ডে ?

siliguri
শিলিগুড়িতে খুন
author img

By

Published : Apr 28, 2022, 12:00 PM IST

শিলিগুড়ি, 28 এপ্রিল : পেটে ছুরি ঢুকিয়ে খুনের অভিযোগ বহুতলের নিরাপত্তারক্ষীকে (Security Guard Murder in Siliguri Accused One Rickshaw Puller)। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি শহরে । ঘটনায় অভিযোগের তির এক রিক্সা চালকের বিরুদ্ধে ৷ বুধবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌরনিগমের 39 নম্বর ওয়ার্ডের হায়দারপাড়ার হিমাচল সরণিতে । মৃত নিরাপত্তারক্ষীর নাম বিনয় কুমার । বাড়ি বিহারে ।


সিসিটিভির ফুটেজে খুনের ঘটনাটি ধরা পড়েছে । সেখানে দেখা গিয়েছে, রিক্সা নিয়ে বহুতলের সামনে আসে এক ব্যক্তি । তাকে দেখেই নিরাপত্তারক্ষী বাটাম নিয়ে বাড়ি থেকে বের হন ৷ নিরাপত্তারক্ষী সামনে যেতেই কিছু বোঝার আগে পেটে চাকু ঢুকিয়ে দেয় ওই রিক্সাচালক । এরপর সে রিক্সা নিয়ে চলে যায় । কোনওরকমে বাড়ির ভিতর ঢোকেন নিরাপত্তারক্ষী । সেখানেই কাতরাতে কাতরাতে মৃত্যু হয় তাঁর ।

শিলিগুড়িতে নিরাপত্তারক্ষী খুনে স্থানীয় বাসিন্দার বক্তব্য

ঘণ্টাখানেক পর বাড়িরই এক ভাড়াটিয়া তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন । সেই চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ । পৌঁছান এসিপি শুভেন্দ্র কুমার । সিসি ক্যামেরার ফুটেজ দেখে এক রিক্সাচালককেও নিয়ে আসা হয় । কিন্তু পরে তাঁকে ছেড়ে দেওয়া হয় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন : Siliguri Theft : নেশাড়ু তস্কর ! চুরি করতে এসে গৃহস্থের মদ খেয়ে পালাল চোর

শিলিগুড়ি, 28 এপ্রিল : পেটে ছুরি ঢুকিয়ে খুনের অভিযোগ বহুতলের নিরাপত্তারক্ষীকে (Security Guard Murder in Siliguri Accused One Rickshaw Puller)। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি শহরে । ঘটনায় অভিযোগের তির এক রিক্সা চালকের বিরুদ্ধে ৷ বুধবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌরনিগমের 39 নম্বর ওয়ার্ডের হায়দারপাড়ার হিমাচল সরণিতে । মৃত নিরাপত্তারক্ষীর নাম বিনয় কুমার । বাড়ি বিহারে ।


সিসিটিভির ফুটেজে খুনের ঘটনাটি ধরা পড়েছে । সেখানে দেখা গিয়েছে, রিক্সা নিয়ে বহুতলের সামনে আসে এক ব্যক্তি । তাকে দেখেই নিরাপত্তারক্ষী বাটাম নিয়ে বাড়ি থেকে বের হন ৷ নিরাপত্তারক্ষী সামনে যেতেই কিছু বোঝার আগে পেটে চাকু ঢুকিয়ে দেয় ওই রিক্সাচালক । এরপর সে রিক্সা নিয়ে চলে যায় । কোনওরকমে বাড়ির ভিতর ঢোকেন নিরাপত্তারক্ষী । সেখানেই কাতরাতে কাতরাতে মৃত্যু হয় তাঁর ।

শিলিগুড়িতে নিরাপত্তারক্ষী খুনে স্থানীয় বাসিন্দার বক্তব্য

ঘণ্টাখানেক পর বাড়িরই এক ভাড়াটিয়া তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন । সেই চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ । পৌঁছান এসিপি শুভেন্দ্র কুমার । সিসি ক্যামেরার ফুটেজ দেখে এক রিক্সাচালককেও নিয়ে আসা হয় । কিন্তু পরে তাঁকে ছেড়ে দেওয়া হয় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন : Siliguri Theft : নেশাড়ু তস্কর ! চুরি করতে এসে গৃহস্থের মদ খেয়ে পালাল চোর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.