ETV Bharat / city

প্যাঙ্গোলিনের আঁশ সহ গ্রেপ্তার 1 পাচারকারী - নেপাল

বুধবার রাতে শিলিগুড়ির মাটিগাড়ার বালাসন সেতুর কাছে, বৈকন্ঠপুর ফরেস্ট ডিভিশনের সারুগাড়া রেঞ্জের বনকর্মীরা ফাঁদ পাতে ৷ সেখানে ছয় পাচারকারী প্য়াঙ্গোলিনের আঁশ নিয়ে জড়ো হয় ৷ তখনই বন দপ্তরের কর্মীরা তাদের ঘিরে ফেলে ৷ তবে, বনকর্মীদের দেখে সেখান থেকে পালাতে শুরু করে সবাই ৷ বাকিরা পালাতে সক্ষম হলেও সুজন দাস নামে এক পাচারকারী বনকর্মীদের হাতে ধরা পড়ে ৷

rengers of forest department arrested a person with pangolin scul
প্যাঙ্গোলিনের আঁশ সহ গ্রেপ্তার 1 পাচারকারী
author img

By

Published : Jan 21, 2021, 4:59 PM IST

শিলিগুড়ি, 21 জানুয়ারি : বন্যপ্রাণীর শরীরের অংশ পাচারের পরিকল্পনা ভেস্তে দিল বনদপ্তর। নেপালে পাচারের আগেই প্যাঙ্গোলিনের আঁশ সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল বৈকন্ঠপুর ফরেস্ট ডিভিশনের সারুগাড়া রেঞ্জের বনকর্মীরা ৷ শিলিগুড়ির মাটিগাড়ার বালাসন সেতুর কাছ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ৷ তবে, পাচারকারী দলের বাকি 5 সদস্য় পলাতক ৷

গোপন সূত্রে খবর পেয়ে, বুধবার রাতে শিলিগুড়ির মাটিগাড়ার বালাসন সেতুর কাছে, বৈকন্ঠপুর ফরেস্ট ডিভিশনের সারুগাড়া রেঞ্জের বনকর্মীরা ফাঁদ পাতে ৷ সেখানে ছয় পাচারকারী প্য়াঙ্গোলিনের আঁশ নিয়ে জড়ো হয় ৷ তখনই বন দপ্তরের কর্মীরা তাদের ঘিরে ফেলে ৷ তবে, বনকর্মীদের দেখে সেখান থেকে পালাতে শুরু করে সবাই ৷ বাকিরা পালাতে সক্ষম হলেও সুজন দাস নামে এক পাচারকারী বনকর্মীদের হাতে ধরা পড়ে ৷ তার কাছ থেকে একটি ব্য়াগের মধ্য়ে প্য়াঙ্গোলিনের আঁশ উদ্ধার করা হয়েছে ৷ পাচারকারী দলের বাকিদের ধরতে সুজন দাসকে জেরা শুরু করেছে বন দপ্তরের রেঞ্জার্সরা ৷ সূত্রের খবর, প্য়াঙ্গোলিনের ওই আঁশ নেপাল হয়ে, চিনে পাচারের পরিকল্পনা ছিল অভিযুক্তদের ৷ চিনে প্য়াঙ্গোলিনের আঁশ থেকে ত্বকের ওষুধ তৈরি হয় ৷ সেই কারণেই ভারত থেকে প্য়াঙ্গোলিনের আঁশ স্মাগলিংয়ের মাধ্য়মে চিনে নিয়ে যাওয়া হয় ৷

আরও পড়ুন : শিলিগুড়িতে 5 লাখ টাকার চোরাই কাঠ সহ গ্রেপ্তার 4

গ্রেপ্তার হওয়া সুজন দাস আলিপুরদুয়ার পাতালখাওয়ার বাসিন্দা ৷ আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন ৷

শিলিগুড়ি, 21 জানুয়ারি : বন্যপ্রাণীর শরীরের অংশ পাচারের পরিকল্পনা ভেস্তে দিল বনদপ্তর। নেপালে পাচারের আগেই প্যাঙ্গোলিনের আঁশ সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল বৈকন্ঠপুর ফরেস্ট ডিভিশনের সারুগাড়া রেঞ্জের বনকর্মীরা ৷ শিলিগুড়ির মাটিগাড়ার বালাসন সেতুর কাছ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ৷ তবে, পাচারকারী দলের বাকি 5 সদস্য় পলাতক ৷

গোপন সূত্রে খবর পেয়ে, বুধবার রাতে শিলিগুড়ির মাটিগাড়ার বালাসন সেতুর কাছে, বৈকন্ঠপুর ফরেস্ট ডিভিশনের সারুগাড়া রেঞ্জের বনকর্মীরা ফাঁদ পাতে ৷ সেখানে ছয় পাচারকারী প্য়াঙ্গোলিনের আঁশ নিয়ে জড়ো হয় ৷ তখনই বন দপ্তরের কর্মীরা তাদের ঘিরে ফেলে ৷ তবে, বনকর্মীদের দেখে সেখান থেকে পালাতে শুরু করে সবাই ৷ বাকিরা পালাতে সক্ষম হলেও সুজন দাস নামে এক পাচারকারী বনকর্মীদের হাতে ধরা পড়ে ৷ তার কাছ থেকে একটি ব্য়াগের মধ্য়ে প্য়াঙ্গোলিনের আঁশ উদ্ধার করা হয়েছে ৷ পাচারকারী দলের বাকিদের ধরতে সুজন দাসকে জেরা শুরু করেছে বন দপ্তরের রেঞ্জার্সরা ৷ সূত্রের খবর, প্য়াঙ্গোলিনের ওই আঁশ নেপাল হয়ে, চিনে পাচারের পরিকল্পনা ছিল অভিযুক্তদের ৷ চিনে প্য়াঙ্গোলিনের আঁশ থেকে ত্বকের ওষুধ তৈরি হয় ৷ সেই কারণেই ভারত থেকে প্য়াঙ্গোলিনের আঁশ স্মাগলিংয়ের মাধ্য়মে চিনে নিয়ে যাওয়া হয় ৷

আরও পড়ুন : শিলিগুড়িতে 5 লাখ টাকার চোরাই কাঠ সহ গ্রেপ্তার 4

গ্রেপ্তার হওয়া সুজন দাস আলিপুরদুয়ার পাতালখাওয়ার বাসিন্দা ৷ আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.