ETV Bharat / city

কোভিড আবহে ভোগান্তি, শিলিগুড়িতে নয়া শ্মশানঘাট তৈরিতে উদ্যোগী গৌতম

শিলিগুড়িতে একটি শ্মশানেই চলছে কোভিডবিহীন মৃতদের শেষকৃত্য ৷ এই সমস্যা সমাধানে নতুন শ্মশানঘাট তৈরির উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পৌরসভা ৷

new crematorium to be situated at siliguri, goutam deb visits locality
কোভিড আবহে ভোগান্তি, শিলিগুড়িতে নয়া শ্মশানঘাট তৈরিতে উদ্যোগী গৌতম
author img

By

Published : May 10, 2021, 3:50 PM IST

শিলিগুড়ি, 10 মে: করোনা আবহে শিলিগুড়িতে মাত্র একটি শ্মশানে কোভিড ছাড়া অন্য কোনও কারণে মৃতদের শেষকৃত্য হচ্ছে ৷ ফলে সমস্যায় পড়েছেন মানুষ ৷ সেই সমস্যা দূর করতে এ বার তত্পর হল শিলিগুড়ি পুরসভা ৷

শিলিগুড়ি পুর এলাকার পাশাপাশি জলপাইগুড়ি জেলার একাংশকে নির্ভর করতে হয় শহরের শুধুমাত্র দুটি শ্মশানঘাটের উপর । শিলিগুড়ির প্রাণকেন্দ্রে অবস্থিত কিরণচন্দ্র শ্মশানঘাট এবং অপরটি শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির বৈতরণী শ্মশানঘাট । কিন্তু করোনা আবহের জেরে ফুলবাড়ির শ্মশানঘাটটিতে শুধুমাত্র করোনায় সংক্রমিত হয়ে মৃতদের শবদেহ দাহ করা হয় । যার ফলে অন্যান্য মৃতদেহ দাহ করার জন্য শুধুমাত্র কিরণচন্দ্র শ্মশানঘাটের উপরই নির্ভর করতে হচ্ছে সাধারণ মানুষকে । এর ফলে বেশকিছু সমস্যার মুখে পড়তে হচ্ছে মৃতদের পরিবারগুলিকে ।

সেই সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে শিলিগুড়ি পৌরনিগম । শিলিগুড়ি পৌরনিগমের তরফে পুর এলাকায় আরও একটি শ্মশানঘাট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে । সোমবার সকালে শ্মশানঘাট তৈরির জন্য বেশকিছু জমি পরিদর্শনে বের হন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব । প্রথমে ভক্তিনগর থানা সংলগ্ন এলাকায় মহানন্দা নদীর পাড়ে জমি পরিদর্শন করেন তিনি। পাশাপাশি পরিদর্শনে উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য রঞ্জন সরকার, অলক চক্রবর্তী, পুরনিগমের কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া ।

আরও পড়ুন: তিন কোটি ভ্যাকসিন চেয়ে 1 লাখ পেয়েছি, ফের কেন্দ্রকে তোপ মমতার

এলাকা পরিদর্শনে গৌতম দেব

পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, "করোনার জন্য ফুলবাড়ি শ্মশান ঘাটে আপাতত শুধুমাত্র করোনা সংক্রমিতদের দেহ দাহ করার জন্য ব্যবহার করা হচ্ছে । এর ফলে কিরণচন্দ্র শ্মশানঘাটের উপর ব্যাপক চাপ পড়ছে । শহরে অন্তত আরও দুটো শ্মশানঘাটের প্রয়োজন রয়েছে । সেইমতো জমি পরিদর্শন করা হল শ্মশান ঘাট নির্মাণের পাশাপাশি পারিপার্শ্বিক পরিকাঠামোগত উন্নয়ন করা হবে ।"

শিলিগুড়ি, 10 মে: করোনা আবহে শিলিগুড়িতে মাত্র একটি শ্মশানে কোভিড ছাড়া অন্য কোনও কারণে মৃতদের শেষকৃত্য হচ্ছে ৷ ফলে সমস্যায় পড়েছেন মানুষ ৷ সেই সমস্যা দূর করতে এ বার তত্পর হল শিলিগুড়ি পুরসভা ৷

শিলিগুড়ি পুর এলাকার পাশাপাশি জলপাইগুড়ি জেলার একাংশকে নির্ভর করতে হয় শহরের শুধুমাত্র দুটি শ্মশানঘাটের উপর । শিলিগুড়ির প্রাণকেন্দ্রে অবস্থিত কিরণচন্দ্র শ্মশানঘাট এবং অপরটি শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির বৈতরণী শ্মশানঘাট । কিন্তু করোনা আবহের জেরে ফুলবাড়ির শ্মশানঘাটটিতে শুধুমাত্র করোনায় সংক্রমিত হয়ে মৃতদের শবদেহ দাহ করা হয় । যার ফলে অন্যান্য মৃতদেহ দাহ করার জন্য শুধুমাত্র কিরণচন্দ্র শ্মশানঘাটের উপরই নির্ভর করতে হচ্ছে সাধারণ মানুষকে । এর ফলে বেশকিছু সমস্যার মুখে পড়তে হচ্ছে মৃতদের পরিবারগুলিকে ।

সেই সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে শিলিগুড়ি পৌরনিগম । শিলিগুড়ি পৌরনিগমের তরফে পুর এলাকায় আরও একটি শ্মশানঘাট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে । সোমবার সকালে শ্মশানঘাট তৈরির জন্য বেশকিছু জমি পরিদর্শনে বের হন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব । প্রথমে ভক্তিনগর থানা সংলগ্ন এলাকায় মহানন্দা নদীর পাড়ে জমি পরিদর্শন করেন তিনি। পাশাপাশি পরিদর্শনে উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য রঞ্জন সরকার, অলক চক্রবর্তী, পুরনিগমের কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া ।

আরও পড়ুন: তিন কোটি ভ্যাকসিন চেয়ে 1 লাখ পেয়েছি, ফের কেন্দ্রকে তোপ মমতার

এলাকা পরিদর্শনে গৌতম দেব

পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, "করোনার জন্য ফুলবাড়ি শ্মশান ঘাটে আপাতত শুধুমাত্র করোনা সংক্রমিতদের দেহ দাহ করার জন্য ব্যবহার করা হচ্ছে । এর ফলে কিরণচন্দ্র শ্মশানঘাটের উপর ব্যাপক চাপ পড়ছে । শহরে অন্তত আরও দুটো শ্মশানঘাটের প্রয়োজন রয়েছে । সেইমতো জমি পরিদর্শন করা হল শ্মশান ঘাট নির্মাণের পাশাপাশি পারিপার্শ্বিক পরিকাঠামোগত উন্নয়ন করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.