শিলিগুড়ি, 10 মে: করোনা আবহে শিলিগুড়িতে মাত্র একটি শ্মশানে কোভিড ছাড়া অন্য কোনও কারণে মৃতদের শেষকৃত্য হচ্ছে ৷ ফলে সমস্যায় পড়েছেন মানুষ ৷ সেই সমস্যা দূর করতে এ বার তত্পর হল শিলিগুড়ি পুরসভা ৷
শিলিগুড়ি পুর এলাকার পাশাপাশি জলপাইগুড়ি জেলার একাংশকে নির্ভর করতে হয় শহরের শুধুমাত্র দুটি শ্মশানঘাটের উপর । শিলিগুড়ির প্রাণকেন্দ্রে অবস্থিত কিরণচন্দ্র শ্মশানঘাট এবং অপরটি শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির বৈতরণী শ্মশানঘাট । কিন্তু করোনা আবহের জেরে ফুলবাড়ির শ্মশানঘাটটিতে শুধুমাত্র করোনায় সংক্রমিত হয়ে মৃতদের শবদেহ দাহ করা হয় । যার ফলে অন্যান্য মৃতদেহ দাহ করার জন্য শুধুমাত্র কিরণচন্দ্র শ্মশানঘাটের উপরই নির্ভর করতে হচ্ছে সাধারণ মানুষকে । এর ফলে বেশকিছু সমস্যার মুখে পড়তে হচ্ছে মৃতদের পরিবারগুলিকে ।
সেই সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে শিলিগুড়ি পৌরনিগম । শিলিগুড়ি পৌরনিগমের তরফে পুর এলাকায় আরও একটি শ্মশানঘাট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে । সোমবার সকালে শ্মশানঘাট তৈরির জন্য বেশকিছু জমি পরিদর্শনে বের হন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব । প্রথমে ভক্তিনগর থানা সংলগ্ন এলাকায় মহানন্দা নদীর পাড়ে জমি পরিদর্শন করেন তিনি। পাশাপাশি পরিদর্শনে উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য রঞ্জন সরকার, অলক চক্রবর্তী, পুরনিগমের কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া ।
আরও পড়ুন: তিন কোটি ভ্যাকসিন চেয়ে 1 লাখ পেয়েছি, ফের কেন্দ্রকে তোপ মমতার
পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, "করোনার জন্য ফুলবাড়ি শ্মশান ঘাটে আপাতত শুধুমাত্র করোনা সংক্রমিতদের দেহ দাহ করার জন্য ব্যবহার করা হচ্ছে । এর ফলে কিরণচন্দ্র শ্মশানঘাটের উপর ব্যাপক চাপ পড়ছে । শহরে অন্তত আরও দুটো শ্মশানঘাটের প্রয়োজন রয়েছে । সেইমতো জমি পরিদর্শন করা হল শ্মশান ঘাট নির্মাণের পাশাপাশি পারিপার্শ্বিক পরিকাঠামোগত উন্নয়ন করা হবে ।"