ETV Bharat / city

মন্ত্রী হিসেবে নয়, মেয়র পদের কার্যকাল আমার সেরা ইনিংস, বললেন অশোক ভট্টাচার্য - মন্ত্রী হিসেবে নয়, মেয়র পদের কার্যকাল আমার সেরা ইনিংস, বললেন অশোক ভট্টাচার্য

আগামীকাল প্রশাসক বোর্ডের দায়িত্ব নেবেন তিনি । তার আগে আজ বামফ্রন্ট নেতৃত্বকে গত 5 বছর সফলভাবে পৌরনিগম চালানোর জেরে অভিনন্দন জানান ।

Not as a minister, my tenure as mayor is my best innings during work, said Ashok Bhattacharya in siliguri
মন্ত্রী হিসেবে নয়, মেয়র পদের কার্যকাল আমার সেরা ইনিংস, বললেন অশোক ভট্টাচার্য
author img

By

Published : May 17, 2020, 11:34 PM IST

শিলিগুড়ি, 17 মে : আমার কাছে সেরা ইনিংস মন্ত্রী থাকার সময়কাল নয় ৷ গত 5 বছরের মেয়র হিসেবে সম্পন্ন করা সময়টা । আজ একথাই বললেন বিদায়ি পৌরবোর্ডের মেয়র অশোক ভট্টাচার্য ।

দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, " মন্ত্রী থাকাকালীন মাথার উপরে ছিলেন জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য । কিন্তু এখানে মেয়র হিসেবে কাজ করাকালীন মাথার ওপর জ্যোতিবাবু বা বুদ্ধবাবুরা নেই । তাই নিজের চিন্তাতেই এগোতে হচ্ছে । পাশে আছে বামফ্রন্ট ও শরিক দলের নেতৃত্ব । রাজ্যে ক্ষমতাবান দলের বিরুদ্ধে লড়তে হচ্ছে আমায় । লড়াই করতে গিয়ে যে জয় পাচ্ছি তা উপভোগও করছি । "

আগামীকাল প্রশাসক বোর্ডের দায়িত্ব নেবেন তিনি । তার আগে আজ বামফ্রন্টের নেতৃত্বকে গত 5 বছর সফলভাবে পৌরনিগম চালানোর জেরে অভিনন্দন জানান তিনি । অশোকবাবু বলেন, " লড়তে হচ্ছে । লড়াই করেই এগোচ্ছি । মাথা নত করিনি । করবও না । যে আক্রমণই আসুক । আমাদের লড়াই থামবে না । " গত 5 বছরে পৌরনিগম চালানোর অভিজ্ঞতা নিয়ে একটি পুস্তিকাও প্রকাশ করেন তিনি । তিনি বলেন, " এটি আমার অভিজ্ঞতার দলিল । শিলিগুড়ির মানুষ আমার পাশে থেকেছে । আমি কৃতজ্ঞতা জানাচ্ছি । গোটা রাজ্যে রাজনৈতিক যে ধারা, তা উলটে দিয়েছে শিলিগুড়ি । এখানে বারংবার হেরেছে শাসক তৃণমূল । আগামীদিনেও এই লড়াই চালিয়ে যাব আমরা । বামফ্রন্টকে সঙ্গে নিয়ে লড়াই করব তৃণমূলের বিরুদ্ধে । লড়াই হবে BJP - র সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধেও । "

শিলিগুড়ি, 17 মে : আমার কাছে সেরা ইনিংস মন্ত্রী থাকার সময়কাল নয় ৷ গত 5 বছরের মেয়র হিসেবে সম্পন্ন করা সময়টা । আজ একথাই বললেন বিদায়ি পৌরবোর্ডের মেয়র অশোক ভট্টাচার্য ।

দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, " মন্ত্রী থাকাকালীন মাথার উপরে ছিলেন জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য । কিন্তু এখানে মেয়র হিসেবে কাজ করাকালীন মাথার ওপর জ্যোতিবাবু বা বুদ্ধবাবুরা নেই । তাই নিজের চিন্তাতেই এগোতে হচ্ছে । পাশে আছে বামফ্রন্ট ও শরিক দলের নেতৃত্ব । রাজ্যে ক্ষমতাবান দলের বিরুদ্ধে লড়তে হচ্ছে আমায় । লড়াই করতে গিয়ে যে জয় পাচ্ছি তা উপভোগও করছি । "

আগামীকাল প্রশাসক বোর্ডের দায়িত্ব নেবেন তিনি । তার আগে আজ বামফ্রন্টের নেতৃত্বকে গত 5 বছর সফলভাবে পৌরনিগম চালানোর জেরে অভিনন্দন জানান তিনি । অশোকবাবু বলেন, " লড়তে হচ্ছে । লড়াই করেই এগোচ্ছি । মাথা নত করিনি । করবও না । যে আক্রমণই আসুক । আমাদের লড়াই থামবে না । " গত 5 বছরে পৌরনিগম চালানোর অভিজ্ঞতা নিয়ে একটি পুস্তিকাও প্রকাশ করেন তিনি । তিনি বলেন, " এটি আমার অভিজ্ঞতার দলিল । শিলিগুড়ির মানুষ আমার পাশে থেকেছে । আমি কৃতজ্ঞতা জানাচ্ছি । গোটা রাজ্যে রাজনৈতিক যে ধারা, তা উলটে দিয়েছে শিলিগুড়ি । এখানে বারংবার হেরেছে শাসক তৃণমূল । আগামীদিনেও এই লড়াই চালিয়ে যাব আমরা । বামফ্রন্টকে সঙ্গে নিয়ে লড়াই করব তৃণমূলের বিরুদ্ধে । লড়াই হবে BJP - র সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধেও । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.