ETV Bharat / city

Human Skeleton Recovered আবর্জনার মধ্যে বস্তাবন্দি নরকঙ্কাল, চাঞ্চল্য নকশালবাড়িতে - শিলিগুড়ির খবর

নরকঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য শিলিগুড়ির নকশালবাড়ি বাজারে(Human Skeleton Recovered)৷ খবর পেয়ে সেগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় নকশালবাড়ি থানার পুলিশ ৷

Etv Bharat
নকশালবাড়িতে উদ্ধার হওয়া নরকঙ্কাল
author img

By

Published : Aug 20, 2022, 6:34 PM IST

নকশালবাড়ি, 20 অগস্ট: আবর্জনার স্তূপ থেকে উদ্ধার বস্তাবন্দি নরকঙ্কাল(Skeleton Recovered)। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি বাজারে(Siliguri News)। নরকঙ্কাল উদ্ধার হতেই গোটা বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে ।

জানা গিয়েছে, এদিন আবর্জনার স্তূপের কাছে স্থানীয় এক বাসিন্দা শৌচকার্য করতে যায় । সেই সময় স্তূপের পাশে একটি মুখবন্ধ বস্তা পড়ে থাকতে দেখে আশেপাশের ব্যবসায়ীদের ডাকাডাকি করেন । এরপর স্থানীয়রা মিলে বস্তা খুলতেই বেড়িয়ে আসে নরকঙ্কাল । বিষয়টি দেখা মাত্র খবর দেওয়া হয় পুলিশে । এরপর নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়(Human Skeleton Recovered at Naxalbari)৷

শিলিগুড়ির নকশালবাড়িতে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার নরকঙ্কাল

আরও পড়ুন : মেয়ের বিয়ে উপলক্ষে বাড়ি পরিষ্কার করতে শিলিগুড়িতে উদ্ধার মানুষের হাড়

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাথার খুলি, পা, মেরুদণ্ড, হাত-সহ মানবদেহের বেশ কিছু অঙ্গের কঙ্কাল । কঙ্কালগুলিতে ইংরেজিতে বেশ কিছু শব্দ লেখা রয়েছে । এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডল বলেন, "সকালে এক ব্যক্তি বস্তাবন্দি অবস্থায় ওই কঙ্কালগুলি দেখতে পায় ৷ বাজারের মাঝে ওই কঙ্কাল উদ্ধার হওয়ায় স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছে ।"

দার্জিলিং জেলা পুলিশের ডিএসপি (গ্রামীণ) অচিন্ত্য গুপ্ত বলেন, "কঙ্কালগুলি উদ্ধার করা হয়েছে । সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । কীভাবে কোথা থেকে এল এই নরকঙ্কাল সব তদন্ত করে দেখা হচ্ছে ।"
আরও পড়ুন : জামুড়িয়ায় উদ্ধার বস্তাবন্দি নরকঙ্কাল, চাঞ্চল্য এলাকায়

নকশালবাড়ি, 20 অগস্ট: আবর্জনার স্তূপ থেকে উদ্ধার বস্তাবন্দি নরকঙ্কাল(Skeleton Recovered)। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি বাজারে(Siliguri News)। নরকঙ্কাল উদ্ধার হতেই গোটা বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে ।

জানা গিয়েছে, এদিন আবর্জনার স্তূপের কাছে স্থানীয় এক বাসিন্দা শৌচকার্য করতে যায় । সেই সময় স্তূপের পাশে একটি মুখবন্ধ বস্তা পড়ে থাকতে দেখে আশেপাশের ব্যবসায়ীদের ডাকাডাকি করেন । এরপর স্থানীয়রা মিলে বস্তা খুলতেই বেড়িয়ে আসে নরকঙ্কাল । বিষয়টি দেখা মাত্র খবর দেওয়া হয় পুলিশে । এরপর নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়(Human Skeleton Recovered at Naxalbari)৷

শিলিগুড়ির নকশালবাড়িতে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার নরকঙ্কাল

আরও পড়ুন : মেয়ের বিয়ে উপলক্ষে বাড়ি পরিষ্কার করতে শিলিগুড়িতে উদ্ধার মানুষের হাড়

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাথার খুলি, পা, মেরুদণ্ড, হাত-সহ মানবদেহের বেশ কিছু অঙ্গের কঙ্কাল । কঙ্কালগুলিতে ইংরেজিতে বেশ কিছু শব্দ লেখা রয়েছে । এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডল বলেন, "সকালে এক ব্যক্তি বস্তাবন্দি অবস্থায় ওই কঙ্কালগুলি দেখতে পায় ৷ বাজারের মাঝে ওই কঙ্কাল উদ্ধার হওয়ায় স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছে ।"

দার্জিলিং জেলা পুলিশের ডিএসপি (গ্রামীণ) অচিন্ত্য গুপ্ত বলেন, "কঙ্কালগুলি উদ্ধার করা হয়েছে । সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । কীভাবে কোথা থেকে এল এই নরকঙ্কাল সব তদন্ত করে দেখা হচ্ছে ।"
আরও পড়ুন : জামুড়িয়ায় উদ্ধার বস্তাবন্দি নরকঙ্কাল, চাঞ্চল্য এলাকায়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.