ETV Bharat / city

Siliguri Heavy Rain : টানা বৃষ্টিতে শিলিগুড়িতে টয়ট্রেনের লাইনে ধস, রাত জাগলেন ডেপুটি মেয়র - Heavy rain in Siliguri triggers landslide on toy train track

সোমবার বিকেল হতেই ফের টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে পাহাড় থেকে সমতল ৷ 4-5 ঘণ্টার টানা বৃষ্টিতে শিলিগুড়ি শহরের 47 টি ওয়ার্ডের মধ্যে প্রায় অধিকাংশ ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে (Heavy Rain in Siliguri)। সবচেয়ে খারাপ পরিস্থিতি নদী তীরবর্তী ওয়ার্ডগুলিতে ৷

Siliguri Heavy Rain
টানা বৃষ্টিতে শিলিগুড়িতে টয়ট্রেনের লাইনে ধস
author img

By

Published : Jun 20, 2022, 11:06 PM IST

শিলিগুড়ি, 20 জুন : কয়েকঘণ্টার টানা বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি শহর ৷ পরিস্থিতি এতোটাই বেগতিক যে পৌরনিগমের প্রশাসনিক ভবনে রাত কাটালেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার, কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া এবং মেয়র পরিষদ দুলাল দত্ত-সহ আধিকারিকরা। সারারাত শিলিগুড়ি শহরে নজরদারি চালানোর সিদ্ধান্ত বোর্ডের।

এদিকে সোমবার বিকেল হতেই ফের টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে পাহাড় থেকে সমতল ৷ 4-5 ঘণ্টার টানা বৃষ্টিতে শিলিগুড়ি শহরের 47 টি ওয়ার্ডের মধ্যে প্রায় অধিকাংশ ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে (Heavy Rain in Siliguri)। সবচেয়ে খারাপ পরিস্থিতি নদী তীরবর্তী ওয়ার্ডগুলিতে ৷ হাকিমপাড়া, আশ্রমপাড়া, অশোকনগর, বিদ্যাসাগর পল্লী, ঠাকুরপাড়া, পালপাড়া, সূর্যসেন কলোনি, মহানন্দ পাড়া, দশরথ পল্লী, বিদ্যা চক্র কলোনি-সহ প্রচুর ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে সন্ধেয় শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসনিক ভবনে পৌছে যান শিলিগুড়ি পৌরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, কমিশনার সোনাম ওয়াংদি-সহ অন্যান্য আধিকারিকরা ।

রাতেই জলের তলায় চলে যাওয়া প্রত্যেকটি ওয়ার্ডের সমস্ত বিদ্যালয় দুর্গতদের জন্য খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সেইসব স্কুল এবং সংশ্লিষ্ট এলাকায় বন্যা দুর্গতদের জন্য সরকার সবরকম সাহায্য পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয় শিলিগুড়ি পৌরনিগমে এবং জেলা প্রশাসনের তরফে। অন্যদিকে টানা বৃষ্টির ফলে বন্ধ হয়ে যায় এদিন এনজেপি থেকে দার্জিলিং টয়ট্রেন যাত্রী পরিষেবা (Heavy rain in Siliguri triggers landslide on toy train track)। কার্শিয়াং'য়ের কাছে টয়ট্রেন লাইনের উপর বড়সড় ধসের কারণে ওই পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয় দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ।

টানা বৃষ্টিতে জলের তলায় শিলিগুড়ি

আরও পড়ুন : লক্ষ্মীবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার পূর্বাভাস

শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, "আমি সারারাত শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসনিক ভবনে থাকছি। চিন্তার কোন কারণ নেই। ইতিমধ্যে পৌরনিগমের কন্ট্রোলরুম খুলে দেওয়া হয়েছে। কোনওরকম খবর আসলেই আমরা সেখানে ছুটে যাচ্ছি। সাধারণ মানুষের একটাই কথা বলব দুশ্চিন্তার কারণ নেই। পৌরনিগমের পাশাপাশি প্রত্যেক মেয়র পরিষদ এবং বরোর চেয়ারম্যানরা রাতে সজাগ রয়েছি।"

শিলিগুড়ি, 20 জুন : কয়েকঘণ্টার টানা বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি শহর ৷ পরিস্থিতি এতোটাই বেগতিক যে পৌরনিগমের প্রশাসনিক ভবনে রাত কাটালেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার, কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া এবং মেয়র পরিষদ দুলাল দত্ত-সহ আধিকারিকরা। সারারাত শিলিগুড়ি শহরে নজরদারি চালানোর সিদ্ধান্ত বোর্ডের।

এদিকে সোমবার বিকেল হতেই ফের টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে পাহাড় থেকে সমতল ৷ 4-5 ঘণ্টার টানা বৃষ্টিতে শিলিগুড়ি শহরের 47 টি ওয়ার্ডের মধ্যে প্রায় অধিকাংশ ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে (Heavy Rain in Siliguri)। সবচেয়ে খারাপ পরিস্থিতি নদী তীরবর্তী ওয়ার্ডগুলিতে ৷ হাকিমপাড়া, আশ্রমপাড়া, অশোকনগর, বিদ্যাসাগর পল্লী, ঠাকুরপাড়া, পালপাড়া, সূর্যসেন কলোনি, মহানন্দ পাড়া, দশরথ পল্লী, বিদ্যা চক্র কলোনি-সহ প্রচুর ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে সন্ধেয় শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসনিক ভবনে পৌছে যান শিলিগুড়ি পৌরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, কমিশনার সোনাম ওয়াংদি-সহ অন্যান্য আধিকারিকরা ।

রাতেই জলের তলায় চলে যাওয়া প্রত্যেকটি ওয়ার্ডের সমস্ত বিদ্যালয় দুর্গতদের জন্য খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সেইসব স্কুল এবং সংশ্লিষ্ট এলাকায় বন্যা দুর্গতদের জন্য সরকার সবরকম সাহায্য পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয় শিলিগুড়ি পৌরনিগমে এবং জেলা প্রশাসনের তরফে। অন্যদিকে টানা বৃষ্টির ফলে বন্ধ হয়ে যায় এদিন এনজেপি থেকে দার্জিলিং টয়ট্রেন যাত্রী পরিষেবা (Heavy rain in Siliguri triggers landslide on toy train track)। কার্শিয়াং'য়ের কাছে টয়ট্রেন লাইনের উপর বড়সড় ধসের কারণে ওই পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয় দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ।

টানা বৃষ্টিতে জলের তলায় শিলিগুড়ি

আরও পড়ুন : লক্ষ্মীবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার পূর্বাভাস

শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, "আমি সারারাত শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসনিক ভবনে থাকছি। চিন্তার কোন কারণ নেই। ইতিমধ্যে পৌরনিগমের কন্ট্রোলরুম খুলে দেওয়া হয়েছে। কোনওরকম খবর আসলেই আমরা সেখানে ছুটে যাচ্ছি। সাধারণ মানুষের একটাই কথা বলব দুশ্চিন্তার কারণ নেই। পৌরনিগমের পাশাপাশি প্রত্যেক মেয়র পরিষদ এবং বরোর চেয়ারম্যানরা রাতে সজাগ রয়েছি।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.