ETV Bharat / city

Goutam Deb Take Oath: "তিলে তিলে তিলোত্তমা হবে শিলিগুড়ি" শপথ নিয়েই জানালেন নতুন মেয়র গৌতম দেব - শিলিগুড়ির নতুন মেয়র হিসেবে শপথ নিলেন গৌতম দেব

শিলিগুড়ির মেয়র হিসেবে আজ শপথ নেন গৌতম দেব (Goutam Deb Take Oath)। শপথ নিয়ে তিনি বলেন, "কলকাতার পর শিলিগুড়িকে তিলে তিলে তিলোত্তমা হিসেবে গড়ে তোলা হবে।"

Goutam Deb Take Oath
শিলিগুড়ির নতুন মেয়র হিসেবে শপথ নিলেন গৌতম দেব
author img

By

Published : Feb 22, 2022, 4:08 PM IST

শিলিগুড়ি, 22 ফেব্রুয়ারি: "কলকাতার পর শিলিগুড়িকে তিলে তিলে তিলোত্তমা হিসেবে গড়ে তোলা হবে।" শপথ নিয়ে এমনটাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Goutam Deb Take Oath)। মঙ্গলবার সকালে আনন্দময়ী কালীবাড়িতে পুজো দিয়ে মেয়র হিসেবে শপথ নেন গৌতম দেব। পাশাপাশি এদিন চেয়ারম্যান হিসেবে শপথ নেন প্রতুল চক্রবর্তী। শিলিগুড়ি পৌরনিগমের সভাকক্ষে এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

প্রথমে 47টি ওয়ার্ডের কাউন্সিলররা শপথ নেন। তারপর মেয়র ও চেয়ারম্যানের নির্বাচন প্রক্রিয়া হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দু'জন নির্বাচিত হওয়ার পর দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম মেয়র ও চেয়ারম্যানকে শপথ নেওয়ান। শপথ নেওয়ার পরই উষ্ণ অভ্যর্থনায় ভাসেন গৌতম দেব। মন্ত্রী সাবিনা ইয়াসমিন, কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া, শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা, বিরোধী কাউন্সিলররা গৌতম দেবকে শুভেচ্ছা জানায়। গৌতম দেব বলেন, "শহরের অনেক সমস্যা রয়েছে। সেগুলি একে একে সমাধান করা হবে। জমিহীন মানুষদের জমি, পানীয় জলের ব্যবস্থা, যানজটের সমস্যার সমাধান করা হবে। সংযোজিত ওয়ার্ডের মানুষদের যাতে জলপাইগুড়ি ছুটতে না হয় তার জন্য একটা ব্যবস্থা করা হবে।"

শিলিগুড়ির নতুন মেয়র হিসেবে শপথ নিলেন গৌতম দেব

আরও পড়ুন: শিলিগুড়িতে জয়ী কাউন্সিলরদের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, "আগে উন্নয়ন হলেও শিলিগুড়িতে একটা ফাঁক থেকে যেত। এবার তা পূর্ণ হল। শিলিগুড়ির উন্নয়নে এবার ফোকাসে থাকবে। আমার দফতরের তরফে সবরকম সহযোগিতা করা হবে।" শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন পুর ভবনকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছিল। অনুষ্ঠানের পর বাঘাযতীন পার্কে একটি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পৌরনিগমের তরফে।

শিলিগুড়ি, 22 ফেব্রুয়ারি: "কলকাতার পর শিলিগুড়িকে তিলে তিলে তিলোত্তমা হিসেবে গড়ে তোলা হবে।" শপথ নিয়ে এমনটাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Goutam Deb Take Oath)। মঙ্গলবার সকালে আনন্দময়ী কালীবাড়িতে পুজো দিয়ে মেয়র হিসেবে শপথ নেন গৌতম দেব। পাশাপাশি এদিন চেয়ারম্যান হিসেবে শপথ নেন প্রতুল চক্রবর্তী। শিলিগুড়ি পৌরনিগমের সভাকক্ষে এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

প্রথমে 47টি ওয়ার্ডের কাউন্সিলররা শপথ নেন। তারপর মেয়র ও চেয়ারম্যানের নির্বাচন প্রক্রিয়া হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দু'জন নির্বাচিত হওয়ার পর দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম মেয়র ও চেয়ারম্যানকে শপথ নেওয়ান। শপথ নেওয়ার পরই উষ্ণ অভ্যর্থনায় ভাসেন গৌতম দেব। মন্ত্রী সাবিনা ইয়াসমিন, কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া, শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা, বিরোধী কাউন্সিলররা গৌতম দেবকে শুভেচ্ছা জানায়। গৌতম দেব বলেন, "শহরের অনেক সমস্যা রয়েছে। সেগুলি একে একে সমাধান করা হবে। জমিহীন মানুষদের জমি, পানীয় জলের ব্যবস্থা, যানজটের সমস্যার সমাধান করা হবে। সংযোজিত ওয়ার্ডের মানুষদের যাতে জলপাইগুড়ি ছুটতে না হয় তার জন্য একটা ব্যবস্থা করা হবে।"

শিলিগুড়ির নতুন মেয়র হিসেবে শপথ নিলেন গৌতম দেব

আরও পড়ুন: শিলিগুড়িতে জয়ী কাউন্সিলরদের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, "আগে উন্নয়ন হলেও শিলিগুড়িতে একটা ফাঁক থেকে যেত। এবার তা পূর্ণ হল। শিলিগুড়ির উন্নয়নে এবার ফোকাসে থাকবে। আমার দফতরের তরফে সবরকম সহযোগিতা করা হবে।" শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন পুর ভবনকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছিল। অনুষ্ঠানের পর বাঘাযতীন পার্কে একটি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পৌরনিগমের তরফে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.