শিলিগুড়ি, 18 জুন: নয় বছরের এক নাবালিকাকে চকোলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল NJP থানার পুলিশ । ধৃতের নাম ধীরেন ব্যাপারি ।
চলতি মাসের 15 তারিখ ধীরেন প্রতিবেশী এক নাবালিকাকে চকোলেটের প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় ৷ সেখানেই ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ । নাবালিকা চিৎকার করতেই বিষয়টি জানাজানি হয়ে যায় । তারপর থেকেই গা ঢাকা দেয় ধীরেন ব্যাপারি । এরপরই NJP থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই নাবালিকার পরিবার ।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মঙ্গলবার রাতে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে NJP থানার পুলিশ ।