শিলিগুড়ি, 3 মে : "ছাত্র রাজনীতি থেকে মন্ত্রী । জীবনে কোনও দিন কোনও নির্বাচনে পরাজিত হইনি, এই প্রথমবার পরাজয়ের স্বাদ অনুভব করছি " নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারাক্রান্ত হৃদয়ে পরাজয় নিয়ে প্রথমবার মুখ খুললেন রাজ্যের দু’বারের মন্ত্রী গৌতম দেব ।
ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের কাছে 27 হাজার ভোটে পরাজিত হয়েছেন তিনি । পরাজয়ের পর মুখ্যমন্ত্রী ফোন করে তাঁর খবরাখবর নিয়েছেন । তবে শুধুমাত্র দার্জিলিং জেলার পাঁচটি আসনই নয়, বিজেপির ঝুলিতে গিয়েছে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রটিও । বাম এবং কংগ্রেসের ভোট সম্পূর্ণভাবে বিজেপির ঝুলিতে যাওয়াতেই তৃণমূলের পরাজয় হয়েছে বলে মনে করছে ঘাসফুল শিবির । অশোক ভট্টাচার্য এবং শংকর মালাকারের শিলিগুড়ি মডেলকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে শহরবাসী । আর তাতে ভরাডুবি হয়েছে তৃণমূলেরই । ডাবগ্রাম ফুলবাড়ি সহ দার্জিলিং জেলার শিলিগুড়ি, মাটিগাড়া নকশালবাড়ি, ফাঁসিদেওয়া তিনটি আসন বিজেপির দখলে ৷ ফলাফলে দেখা গিয়েছে বাম এবং কংগ্রেসের 2016 সালে বিধানসভায় যে পরিমাণ ভোট মিলেছিল তা সিংহভাগই ঘুরে গিয়েছে গেরুয়া শিবিরের দিকে । তবে পরাজয়ের পরেও নিজের বিধানসভা কেন্দ্রের মানুষের জন্য কাজ চালিয়ে যেতে চান প্রাক্তন মন্ত্রী । এবিষয়ে গৌতম দেব বলেন, " নিজে একটা বই লিখছি, সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে । আর নিজের বিধানসভা কেন্দ্রে কিছু কাজ ব্যক্তিগতভাবে চালিয়ে যাব । বিধায়ক কার্যালয় বদলে সাধারণ মানুষের জন্য জনসংযোগ কার্যালয় হিসেবে খোলা রাখব । পাশাপাশি শিলিগুড়িতেও সংগঠন কেন পিছিয়ে পড়ল সেই দিকে জোর দিয়ে কাজ করব ।"
অন্যদিকে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার বলেন, "প্রার্থী ভাড়া দেওয়া থেকে ভোট সম্পূর্ণটাই অঘোষিতভাবে বিজেপির হয়ে কাজ করে গিয়েছেন সিপিআইএম এবং কংগ্রেস । তবে রাজ্যে তৃণমূল ক্ষমতায় এলে, আমরা সাধারণ মানুষের কাছে আবেদন রাখব পঞ্চায়েত এবং পৌরসভা যেন তারা তৃণমূলের হাতে তুলে দেন ৷ তাতে শহরের উন্নয়ন করা সম্ভব হবে ।"
ফলাফলের পরের দিনই প্রাক্তন মন্ত্রীর বাড়িতে সকাল থেকে দলীয় কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো । গৌতম দেবের সঙ্গে বৈঠকে বসেন জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার, যুব সভাপতি কুন্তল রায় সহ অন্যান্যদের । বিধানসভা নির্বাচনের পর্ব মিটতেই সামনে পৌরসভা এবং মহাকুমা পরিষদ নির্বাচনকে এখন পাখির চোখ করছে তৃণমূল । বিধানসভা নির্বাচনে গৌতম দেবের পরাজয়ের পর শিলিগুড়ি পৌরসভার নির্বাচনে গৌতম দেবকে মেয়র প্রোজেক্ট করে লড়াইয়ে নামার পরিকল্পনা ইতিমধ্যে শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির ।