ETV Bharat / city

Students Trapped in Ukraine : মাইনাস পাঁচ ডিগ্রিতে ভয়ানক অভিজ্ঞতা, বাড়ি ফিরলেন দার্জিলিংয়ের দুই পড়ুয়া

author img

By

Published : Mar 3, 2022, 10:23 PM IST

ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করছে বায়ুসেনা (Indian Students Returning from Ukraine) ৷ তার মধ্যেই রয়েছেন দার্জিলিংয়েরও দুই পড়ুয়া ৷ বাড়ি ফিরে ভয়ানক অভিজ্ঞতার কথা জানালেন কালেসাং ও অলোক ৷

Russia Ukraine Conflict
ইউক্রেন থেকে ফিরে ভয়ানক অভিজ্ঞতার কথা জানালেন দার্জিলিংয়ের কালেসাং ও অলোক

শিলিগুড়ি, 3 মার্চ : অচেনা দেশ । অজানা রাস্তাঘাট । দেশজুড়ে বাতাসে বারুদের গন্ধ । হাড় কাঁপানো প্রবল ঠান্ডায় মালপত্র বয়ে 45 কিলোমিটার পায়ে হেঁটে ইউক্রেন সীমান্ত পার করে ঘরে বাড়ি ফিরলেন দার্জিলিংয়ের দুই পড়ুয়া । মাইনাস 5 ডিগ্রি তাপমাত্রায় জঙ্গলের মধ্যে খোলা আকাশের নীচে পড়ুয়াদের রাত কাটাতে হয়েছিল । কেবলমাত্র মানসিক শক্তিকে রসদ করেই দিনরাত হেঁটে ওই দীর্ঘ পথ অতিক্রম করতে হয়েছিল তাঁদের । বাড়ি ফিরে এমনটাই অভিজ্ঞতার কথা জানালেন দুই পড়ুয়া (Darjeeling students returned home from Ukraine) ।

একজন দার্জিলিংয়ের ভুটিয়া বস্তির বাসিন্দা কালেসাং গ্যাৎসো ভুটিয়া, অন্যজন শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ির বাসিন্দা অলোক মিশ্রা । দু'জনেই লাবিভ ন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটির পড়ুয়া । ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর তাঁদের দেশে ফিরে যাওয়ার জন্য জানিয়েছিল কর্তৃপক্ষ । কিন্তু ইউক্রেন সীমান্ত পার না করা পর্যন্ত কোনওভাবে মিলছিল না সাহায্য । অন্যদিকে, যুদ্ধ পরিস্থিতিতে বন্ধ হয়ে যায় সমস্তরকম পরিবহণ ব্যবস্থা । এই অবস্থায় ইউক্রেন-পোল্যান্ড সীমান্ত হেঁটে পার করা ছাড়া কোনও উপায় ছিল না ৷ প্রাণভয়ে আর আতঙ্কে দিনরাত এক করে মাইনাস পাঁচ ডিগ্রি তাপমাত্রায় হেঁটে ইউক্রেন সীমান্ত পার করেছিলেন পড়ুয়ারা ৷ পোল্যান্ড সীমান্ত পেরিয়ে অবশেষে বাড়ি ফিরলেন দার্জিলিংয়ের ওই দুই ডাক্তারি পড়ুয়া । দেশে ফিরে ভারত সরকার ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানালেন । সন্তানরা বাড়িতে পা দিতে স্বস্তির নিঃশ্বাস পড়ল অভিভাবকদেরও ।

ইউক্রেন থেকে পোল্যান্ডে পৌঁছতে কিছুটা স্বস্তি ফেরে । সেখান থেকে ভারতীয় দূতাবাসের বিশেষ ব্যবস্থাপনায় নিজের দেশে ফিরতে পেরেছেন এই পড়ুয়ারা । দিল্লি থেকে এদিন শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তাঁরা । বিমানবন্দরে তাঁদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন পরিজনরা ৷

ইউক্রেন থেকে ফিরে ভয়ানক অভিজ্ঞতার কথা জানালেন দার্জিলিংয়ের কালেসাং ও অলোক

কালেসাং বলেন, "পোল্যান্ডে তাপমাত্রা মাইনাস 5 ডিগ্রিরও নীচে ছিল । এই পরিস্থিতিতে নিজেদের জিনিসপত্র নিয়ে ইউক্রেনের গভীর জঙ্গলের ভিতর দিয়ে টানা প্রায় 45 কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করে পৌঁছতে হয়েছিল পোল্যান্ড সীমান্তে । এই যাত্রাপথে সঙ্গে কোনও খাবার বা জলের ব্যবস্থা ছিল না । রাত কাটাতে হয়েছে ওই গভীর জঙ্গলেই । এই ভয়ঙ্কর পরিস্থিতিকে অতিক্রম করেই দেশে ফিরতে পেরেছি । তবে এখনও সেখানে প্রচুর ছাত্রছাত্রী আটকে রয়েছে ।"

পাশাপাশি অলোক বলেন, "এই সাতদিন প্রচুর কষ্ট করে সীমান্তে পৌঁছতে হয়েছে ৷ তবে দেশে ফিরতে পেরেছি ৷ ভারত সরকার ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই ।"

আরও পড়ুন : Bengalis in Ukraine : দেশে ফিরলেন পড়ুয়ারা, হিন্দমোটরের বাড়িতে স্বস্তির নিঃশ্বাস

শিলিগুড়ি, 3 মার্চ : অচেনা দেশ । অজানা রাস্তাঘাট । দেশজুড়ে বাতাসে বারুদের গন্ধ । হাড় কাঁপানো প্রবল ঠান্ডায় মালপত্র বয়ে 45 কিলোমিটার পায়ে হেঁটে ইউক্রেন সীমান্ত পার করে ঘরে বাড়ি ফিরলেন দার্জিলিংয়ের দুই পড়ুয়া । মাইনাস 5 ডিগ্রি তাপমাত্রায় জঙ্গলের মধ্যে খোলা আকাশের নীচে পড়ুয়াদের রাত কাটাতে হয়েছিল । কেবলমাত্র মানসিক শক্তিকে রসদ করেই দিনরাত হেঁটে ওই দীর্ঘ পথ অতিক্রম করতে হয়েছিল তাঁদের । বাড়ি ফিরে এমনটাই অভিজ্ঞতার কথা জানালেন দুই পড়ুয়া (Darjeeling students returned home from Ukraine) ।

একজন দার্জিলিংয়ের ভুটিয়া বস্তির বাসিন্দা কালেসাং গ্যাৎসো ভুটিয়া, অন্যজন শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ির বাসিন্দা অলোক মিশ্রা । দু'জনেই লাবিভ ন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটির পড়ুয়া । ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর তাঁদের দেশে ফিরে যাওয়ার জন্য জানিয়েছিল কর্তৃপক্ষ । কিন্তু ইউক্রেন সীমান্ত পার না করা পর্যন্ত কোনওভাবে মিলছিল না সাহায্য । অন্যদিকে, যুদ্ধ পরিস্থিতিতে বন্ধ হয়ে যায় সমস্তরকম পরিবহণ ব্যবস্থা । এই অবস্থায় ইউক্রেন-পোল্যান্ড সীমান্ত হেঁটে পার করা ছাড়া কোনও উপায় ছিল না ৷ প্রাণভয়ে আর আতঙ্কে দিনরাত এক করে মাইনাস পাঁচ ডিগ্রি তাপমাত্রায় হেঁটে ইউক্রেন সীমান্ত পার করেছিলেন পড়ুয়ারা ৷ পোল্যান্ড সীমান্ত পেরিয়ে অবশেষে বাড়ি ফিরলেন দার্জিলিংয়ের ওই দুই ডাক্তারি পড়ুয়া । দেশে ফিরে ভারত সরকার ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানালেন । সন্তানরা বাড়িতে পা দিতে স্বস্তির নিঃশ্বাস পড়ল অভিভাবকদেরও ।

ইউক্রেন থেকে পোল্যান্ডে পৌঁছতে কিছুটা স্বস্তি ফেরে । সেখান থেকে ভারতীয় দূতাবাসের বিশেষ ব্যবস্থাপনায় নিজের দেশে ফিরতে পেরেছেন এই পড়ুয়ারা । দিল্লি থেকে এদিন শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তাঁরা । বিমানবন্দরে তাঁদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন পরিজনরা ৷

ইউক্রেন থেকে ফিরে ভয়ানক অভিজ্ঞতার কথা জানালেন দার্জিলিংয়ের কালেসাং ও অলোক

কালেসাং বলেন, "পোল্যান্ডে তাপমাত্রা মাইনাস 5 ডিগ্রিরও নীচে ছিল । এই পরিস্থিতিতে নিজেদের জিনিসপত্র নিয়ে ইউক্রেনের গভীর জঙ্গলের ভিতর দিয়ে টানা প্রায় 45 কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করে পৌঁছতে হয়েছিল পোল্যান্ড সীমান্তে । এই যাত্রাপথে সঙ্গে কোনও খাবার বা জলের ব্যবস্থা ছিল না । রাত কাটাতে হয়েছে ওই গভীর জঙ্গলেই । এই ভয়ঙ্কর পরিস্থিতিকে অতিক্রম করেই দেশে ফিরতে পেরেছি । তবে এখনও সেখানে প্রচুর ছাত্রছাত্রী আটকে রয়েছে ।"

পাশাপাশি অলোক বলেন, "এই সাতদিন প্রচুর কষ্ট করে সীমান্তে পৌঁছতে হয়েছে ৷ তবে দেশে ফিরতে পেরেছি ৷ ভারত সরকার ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই ।"

আরও পড়ুন : Bengalis in Ukraine : দেশে ফিরলেন পড়ুয়ারা, হিন্দমোটরের বাড়িতে স্বস্তির নিঃশ্বাস

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.