নকশালবাড়ি, 26 জুন: ফাঁসিদেওয়ার (Phansidewa) পর নকশালবাড়ি (Naxalbari) ৷ শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন (SMP Election 2022) চলাকালীন ফের ছড়াল উত্তেজনা ৷ বিজেপি-র নির্বাচনী এজেন্টকে মারধরের অভিযোগ উঠল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ রবিবার সকালে ঘটনাটি ঘটে বাগডোগরা উচ্চ বালিকা বিদ্যালয়ে ৷ বিজেপি-র অভিযোগ, সিদ্ধার্থ থাপা নামে তাদের এক পোলিং এজেন্টকে মারধর করা হয়েছে ৷ এই ঘটনায় কাঠগড়ায় তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের বাগডোগরার অঞ্চল সভাপতি উজ্জ্বল শর্মাকে ৷ তিনি অবশ্য হামলার কথা অস্বীকার করেছেন ৷
সিদ্ধার্থ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ দিন দুই মহিলা ভোট দিতে এসে দেখেন তাঁদের ভোট আগেই পড়ে গিয়েছে ! এই ঘটনা জানার পরই ছাপ্পা ভোটের অভিযোগ তুলে সরব হন সিদ্ধার্থ ৷ তাঁর দাবি, এই কারণেই তাঁকে মারধর করা হয় ৷ স্থানীয় তৃণমূল নেতা উজ্জ্বল শর্মার অনুগামীদের নিয়ে তাঁর উপর হামলা চালান বলে দাবি করেছেন সিদ্ধার্থ ৷
আরও পড়ুন: Municipal By Poll 2022: দমদম 4 নং ওয়ার্ডে ছাপ্পা ভোটের অভিযোগ সিপিআইএম প্রার্থীর
দুই মহিলা ভোটার যে ভোট দিতে পারেননি, তা মেনে নিয়েছেন উজ্জ্বলও ৷ কিন্তু, তিনি বিজেপি এজেন্টকে আগ-বাড়িয়ে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ৷ উজ্জ্বলের বক্তব্য, ওই দুই মহিলা ভোটারের ভোট পড়ে যাওয়ার বিষয়টি জানার পরই ঝামেলা শুরু করেন সিদ্ধার্থ ৷ এমনকী, তৃণমূলের প্রার্থীকে সিদ্ধার্থ মারধর করেছেন বলেও অভিযোগ করেছেন উজ্জ্বল ৷ তাঁর দাবি, সেই সময় আত্মরক্ষার স্বার্থেই প্রতিরোধ করতে হয়েছে ৷
অন্য কথা শোনা গিয়েছে তৃণমূল নেত্রী তথা শাসকদলের দার্জিলিং জেলা সভানেত্রীর গলায় ৷ পাপিয়া ঘোষের বক্তব্য, সিদ্ধার্থ থাপা ভোটারদের লাইনে দাঁড়িয়ে তাঁদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন ৷ তৃণমূল প্রার্থী এর প্রতিবাদ করেন ৷ তাতেই সিদ্ধার্থ তৃণমূল প্রার্থীকে মারধর শুরু করেন ৷ তার জেরেই হাতাহাতি শুরু হয় ৷
গোটা ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন বিজেপি নেতা আনন্দময় বর্মন ৷ তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন ৷ কথা বলেছেন পুলিশের কর্তাদের সঙ্গেও ৷