ETV Bharat / city

শিলিগুড়িতে শঙ্কর ঘোষকে বিজেপি প্রার্থী করায় প্রতিবাদ প্রাক্তন জেলা সভাপতির - Siliguri

সদ্য সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়েই শঙ্কর ঘোষকে রাতারাতি শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী করায় ক্ষুব্ধ দলের একাংশ । যদিও ওই বিষয়ে জিজ্ঞেস করা হলে কোনও মন্তব্য করতে চাননি শঙ্কর ঘোষ ৷

শিলিগুড়িতে শঙ্কর ঘোষকে বিজেপি প্রার্থী করায় প্রতিবাদ প্রাক্তন জেলা সভাপতির
শিলিগুড়িতে শঙ্কর ঘোষকে বিজেপি প্রার্থী করায় প্রতিবাদ প্রাক্তন জেলা সভাপতির
author img

By

Published : Mar 19, 2021, 9:06 PM IST

শিলিগুড়ি, ১৯ মার্চ : সদ্য সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়েই শঙ্কর ঘোষকে রাতারাতি শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী করায় ক্ষুব্ধ দলের একাংশ । শুক্রবার ব্যাপক ক্ষোভ উগরে দিলেন বিজেপির সাংগঠনিক জেলার প্রাক্তন জেলা সভাপতি তথা উত্তরবঙ্গের বিজেপির আইনজীবী সেলের ইনচার্জ নৃপেন দাস । এদিন তিনি শঙ্কর ঘোষকে প্রার্থী করায় ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি জেলার বর্তমান সভাপতি প্রবীণ আগরওয়ালকেও দুর্নীতিপরায়ণ বলে বিস্ফোরক মন্তব্য করেন ।

সম্প্রতি সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য তথা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য শঙ্কর ঘোষ । তাঁকে দলে যোগদানের পর থেকেই বাম প্রার্থী অশোক ভট্টাচার্যর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করানোর সিদ্ধান্ত নেয় জেলা নেতৃত্ব । এমনকী শিলিগুড়ি বিধানসভা এলাকায় প্রচারেও নেমে পড়তে দেখা গিয়েছিল তাঁকে ।

কিন্তু বৃহস্পতিবার শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে শঙ্কর ঘোষের নাম প্রকাশ হতেই দলের একাংশে ক্ষোভ ছড়ায় ৷ এদিন নৃপেন রায় বলেন, "শঙ্কর ঘোষের মতো চরিত্রহীন, নীতিহীন, দুর্নীতিবাজকে প্রার্থী হিসেবে আমরা মেনে নিতে পারছি না । আমরা প্রতিবাদ জানাব । সাধারণ মানুষের কাছে আবেদন জানাব যাতে মানুষ শঙ্কর ঘোষকে একটিও ভোট না দেন ।"

শিলিগুড়িতে শঙ্কর ঘোষকে বিজেপি প্রার্থী করায় প্রতিবাদ প্রাক্তন জেলা সভাপতির

পাশাপাশি তিনি বলেন, "এর বিরুদ্ধে শ্যামাপ্রসাদ জাগরণ মঞ্চ নামে একটি অরাজনৈতিক সংগঠনের মাধ্যমে শঙ্কর ঘোষের বিরুদ্ধে প্রচার চালানো হবে । আর শঙ্কর ঘোষের মতো নেতা দলে যোগ দিয়ে টিকিট পাওয়ার পিছনে জেলা সভাপতির মদত রয়েছে ।"

আরও পড়ুন : দলীয় কর্মীদের ক্ষোভের মাঝেও প্রচারে দীপ্তাংশু চৌধুরী

যদিও ওই বিষয়ে জিজ্ঞেস করা হলে কোনও মন্তব্য করতে চাননি শঙ্কর ঘোষ এবং জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল।

শিলিগুড়ি, ১৯ মার্চ : সদ্য সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়েই শঙ্কর ঘোষকে রাতারাতি শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী করায় ক্ষুব্ধ দলের একাংশ । শুক্রবার ব্যাপক ক্ষোভ উগরে দিলেন বিজেপির সাংগঠনিক জেলার প্রাক্তন জেলা সভাপতি তথা উত্তরবঙ্গের বিজেপির আইনজীবী সেলের ইনচার্জ নৃপেন দাস । এদিন তিনি শঙ্কর ঘোষকে প্রার্থী করায় ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি জেলার বর্তমান সভাপতি প্রবীণ আগরওয়ালকেও দুর্নীতিপরায়ণ বলে বিস্ফোরক মন্তব্য করেন ।

সম্প্রতি সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য তথা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য শঙ্কর ঘোষ । তাঁকে দলে যোগদানের পর থেকেই বাম প্রার্থী অশোক ভট্টাচার্যর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করানোর সিদ্ধান্ত নেয় জেলা নেতৃত্ব । এমনকী শিলিগুড়ি বিধানসভা এলাকায় প্রচারেও নেমে পড়তে দেখা গিয়েছিল তাঁকে ।

কিন্তু বৃহস্পতিবার শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে শঙ্কর ঘোষের নাম প্রকাশ হতেই দলের একাংশে ক্ষোভ ছড়ায় ৷ এদিন নৃপেন রায় বলেন, "শঙ্কর ঘোষের মতো চরিত্রহীন, নীতিহীন, দুর্নীতিবাজকে প্রার্থী হিসেবে আমরা মেনে নিতে পারছি না । আমরা প্রতিবাদ জানাব । সাধারণ মানুষের কাছে আবেদন জানাব যাতে মানুষ শঙ্কর ঘোষকে একটিও ভোট না দেন ।"

শিলিগুড়িতে শঙ্কর ঘোষকে বিজেপি প্রার্থী করায় প্রতিবাদ প্রাক্তন জেলা সভাপতির

পাশাপাশি তিনি বলেন, "এর বিরুদ্ধে শ্যামাপ্রসাদ জাগরণ মঞ্চ নামে একটি অরাজনৈতিক সংগঠনের মাধ্যমে শঙ্কর ঘোষের বিরুদ্ধে প্রচার চালানো হবে । আর শঙ্কর ঘোষের মতো নেতা দলে যোগ দিয়ে টিকিট পাওয়ার পিছনে জেলা সভাপতির মদত রয়েছে ।"

আরও পড়ুন : দলীয় কর্মীদের ক্ষোভের মাঝেও প্রচারে দীপ্তাংশু চৌধুরী

যদিও ওই বিষয়ে জিজ্ঞেস করা হলে কোনও মন্তব্য করতে চাননি শঙ্কর ঘোষ এবং জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.