ETV Bharat / city

হায়দরাবাদের পর ত্রিপুরা, ফের গণধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ

author img

By

Published : Dec 8, 2019, 5:24 PM IST

পুলিশের তরফে জানানো হয়েছে, স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বাড়ি থেকে নির্যাতিতাকে উদ্ধার করে জি বি পন্থ হাসপাতালে নিয়ে যান ৷ অভিযোগ, ওই কিশোরীকে দুই মাস বাড়িতে আটকে রেখেছিল অভিযুক্ত ৷ নির্যাতিতাকে পুড়িয়ে মারার ঘটনায় অভিযোগ উঠেছে অভিযুক্তের মায়ের বিরুদ্ধেও ৷ কিশোরীর মৃত্যুর পর অভিযুক্ত ও তার মায়ের উপর হামলা করে স্থানীয় লোকজন ।

tripura gang rape
ত্রিপুরা গণধর্ষণ

আগরতলা, 8 ডিসেম্বর : হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টারে মৃত্যু হয়েছে । সেই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া এসেছে বিভিন্ন মহল থেকে ৷ এরই মাঝে বাড়িতে আটকে রেখে এক কিশোরীকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ উঠল দক্ষিণ ত্রিপুরার শান্তিবাজারে ৷ 17 বছরের ওই কিশোরীকে 6 ডিসেম্বর সন্ধ্যায় গণধর্ষণ করে এক যুবক ও তার বন্ধুরা ৷ গণধর্ষণের পর নির্যাতিতার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ 90 শতাংশ অগ্নিদগ্ধ অবস্থায় নির্যাতিতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তার মৃত্যু হয় ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বাড়ি থেকে নির্যাতিতাকে উদ্ধার করে জি বি পন্থ হাসপাতালে নিয়ে যান ৷ অভিযোগ, ওই কিশোরীকে দুই মাস বাড়িতে আটকে রেখেছিল অভিযুক্ত ৷ নির্যাতিতাকে পুড়িয়ে মারার ঘটনায় অভিযোগ উঠেছে অভিযুক্তের মায়ের বিরুদ্ধেও ৷ কিশোরীর মৃত্যুর পর অভিযুক্ত ও তার মায়ের উপর হামলা করে স্থানীয় লোকজন ।

নির্যাতিতার পরিবারের তরফে দাবি করা হয়েছে অজয় রুদ্রপাল নামে অভিযুক্ত যুবক 50 হাজার টাকা মুক্তিপণ চেয়ে অপহরণ করেছিল কিশোরীকে ৷ নির্যাতিতার পরিবার 17 হাজার টাকা দিয়েছিল ৷ পুরো টাকা না পেয়ে অভিযুক্ত যুবক এই কাজ করেছে বলে জানিয়েছে ওই কিশোরীর পরিবার ৷

আরও পড়ুন : 11 মাসে 86 ধর্ষণ উন্নাওয়ে! তীব্র সমালোচনার মুখে যোগী সরকার

দক্ষিণ ত্রিপুরার পুলিশ সুপার জল সিং মীনা বলেন, "প্রধান অভিযুক্ত অজয়কে হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ তাকে শান্তিবাজার থানায় রাখা হয়েছে ৷"

আরও পড়ুন : উন্নাওয়ের নির্যাতিতাকে বন্ধ ঘরে যৌনদাসী বানিয়ে রাখা হয়েছিল , অধিকার ছিল না আকাশ দেখার

নির্যাতিতার পরিবারের তরফে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ আনা হয়েছে ৷ নির্যাতিতার মা দাবি করেছেন, তাঁর মেয়ে নিরুদ্দেশ হওয়ার পর পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছিল ৷ এরপর মুক্তিপণের দাবি আসার পর তাঁরা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন । কিন্তু পুলিশের থেকে সহযোগিতা পাওয়া যায়নি ৷

নির্যাতিতার মা আরও জানিয়েছেন, "অভিযুক্ত অজয় বেঙ্গালুরুতে এক বেসরকারি সংস্থায় কর্মরত ছিল ৷ সে বাড়ি ফেরার পর দেখা করে নির্যাতিতার সঙ্গে ৷ এরপর থেকেই নিখোঁজ ছিল ওই কিশোরী ৷ মায়ের অভিযোগ, তাঁর মেয়েকে অভিযুক্ত ও তার বন্ধুরা মিলে গণধর্ষণ করেছে । "

আগরতলা, 8 ডিসেম্বর : হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টারে মৃত্যু হয়েছে । সেই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া এসেছে বিভিন্ন মহল থেকে ৷ এরই মাঝে বাড়িতে আটকে রেখে এক কিশোরীকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ উঠল দক্ষিণ ত্রিপুরার শান্তিবাজারে ৷ 17 বছরের ওই কিশোরীকে 6 ডিসেম্বর সন্ধ্যায় গণধর্ষণ করে এক যুবক ও তার বন্ধুরা ৷ গণধর্ষণের পর নির্যাতিতার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ 90 শতাংশ অগ্নিদগ্ধ অবস্থায় নির্যাতিতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তার মৃত্যু হয় ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বাড়ি থেকে নির্যাতিতাকে উদ্ধার করে জি বি পন্থ হাসপাতালে নিয়ে যান ৷ অভিযোগ, ওই কিশোরীকে দুই মাস বাড়িতে আটকে রেখেছিল অভিযুক্ত ৷ নির্যাতিতাকে পুড়িয়ে মারার ঘটনায় অভিযোগ উঠেছে অভিযুক্তের মায়ের বিরুদ্ধেও ৷ কিশোরীর মৃত্যুর পর অভিযুক্ত ও তার মায়ের উপর হামলা করে স্থানীয় লোকজন ।

নির্যাতিতার পরিবারের তরফে দাবি করা হয়েছে অজয় রুদ্রপাল নামে অভিযুক্ত যুবক 50 হাজার টাকা মুক্তিপণ চেয়ে অপহরণ করেছিল কিশোরীকে ৷ নির্যাতিতার পরিবার 17 হাজার টাকা দিয়েছিল ৷ পুরো টাকা না পেয়ে অভিযুক্ত যুবক এই কাজ করেছে বলে জানিয়েছে ওই কিশোরীর পরিবার ৷

আরও পড়ুন : 11 মাসে 86 ধর্ষণ উন্নাওয়ে! তীব্র সমালোচনার মুখে যোগী সরকার

দক্ষিণ ত্রিপুরার পুলিশ সুপার জল সিং মীনা বলেন, "প্রধান অভিযুক্ত অজয়কে হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ তাকে শান্তিবাজার থানায় রাখা হয়েছে ৷"

আরও পড়ুন : উন্নাওয়ের নির্যাতিতাকে বন্ধ ঘরে যৌনদাসী বানিয়ে রাখা হয়েছিল , অধিকার ছিল না আকাশ দেখার

নির্যাতিতার পরিবারের তরফে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ আনা হয়েছে ৷ নির্যাতিতার মা দাবি করেছেন, তাঁর মেয়ে নিরুদ্দেশ হওয়ার পর পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছিল ৷ এরপর মুক্তিপণের দাবি আসার পর তাঁরা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন । কিন্তু পুলিশের থেকে সহযোগিতা পাওয়া যায়নি ৷

নির্যাতিতার মা আরও জানিয়েছেন, "অভিযুক্ত অজয় বেঙ্গালুরুতে এক বেসরকারি সংস্থায় কর্মরত ছিল ৷ সে বাড়ি ফেরার পর দেখা করে নির্যাতিতার সঙ্গে ৷ এরপর থেকেই নিখোঁজ ছিল ওই কিশোরী ৷ মায়ের অভিযোগ, তাঁর মেয়েকে অভিযুক্ত ও তার বন্ধুরা মিলে গণধর্ষণ করেছে । "

New Delhi, Dec 07 (ANI): A candle march was organised from Rajghat to India Gate over crimes against women across the country. 'We want justice' slogans were raised by the protestors. Several heinous rapes and murders across India have come to light in past few days. Locals are also supporting DWC Chairperson Swati Maliwal who is on an indefinite hunger strike until government assures death penalty to rapists within 6 months.


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.