মালদা, 21 মার্চ : মালদায় নিজের নিজের কেন্দ্রে দোল খেললেন মৌসম নুর এবং ইশা খান চৌধুরি। একজন খেললেন পুরাতন মালদার মঙ্গলবাড়িতে, অন্যজন সাহাপুরে। সকালেই বসন্ত উৎসবের শোভাযাত্রায় অংশ নেন মালদা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম নুর। অন্যদিকে কচিকাচাদের সঙ্গে রং খেলায় মেতে ওঠেন ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরি।
সাংবাদিকের মুখোমুখি হয়ে ইশা বলেন, "আমরা যেমন পুজোতে ঘুরি, ঠিক তেমন হোলিও খেলি। এটা নতুন কিছু নয়। আমাদের দেশে এমন কী মালদাতেও বিভিন্ন সংস্কৃতির মানুষ রয়েছেন। দোল উদযাপনের মাধ্যমে সবাই মিলিত হয়। আজ ফেস্টিভাল অফ কালারসের দিনে বলতে চাই সবাই ভালো থাকুক, শান্তিতে থাকুক। প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাই।"
যদিও কোতোয়ালি ভবনে হোলি উৎসব নিয়ে প্রশ্ন এড়িয়ে যান ইশা। তিনি বলেন, "পুরাতন মালদার বিধায়ক অর্জুন হালদারের ডাকে আমি সাহাপুরে এসেছি। কোতোয়ালি ভবনে হোলি উৎসব হচ্ছে কি না জানি না।"
অন্যদিকে সকালে বসন্ত উৎসবে শোভাযাত্রায় অংশ নেন মৌসম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "পুরাতন মালদার ১২ নম্বর ওয়ার্ডে আমরা বসন্ত উৎসব পালন করছি। আজ বসন্ত উৎসবের দিনে কোনও প্রচার নয়। পুরাতন মালদার পৌরপ্রধান কার্তিক ঘোষের সঙ্গে আমরা পরিবারের মতো একসঙ্গে বসন্ত উৎসব উদযাপন করছি। সবাই রাস্তায় বেরিয়েছি। প্রচুর মানুষ রয়েছেন। এর মাধ্যমে জনসংযোগ বাড়ছে। আজকের উৎসব হচ্ছে মিলনের উৎসব। আজকের উৎসবে সব ধর্মের মানুষ একত্রিত হয়ে আনন্দ করেন। আমরা শান্তির বার্তা দিয়ে আজকের দিনটি উপভোগ করছি।"