ETV Bharat / city

মালদায় জনসংযোগের দোলে মাতলেন মৌসম ও ইশা - bjp

প্রার্থীদের সঙ্গে রং খেললেন পুরাতন মলদার তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম নুর ও কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরি।

তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম নুর
author img

By

Published : Mar 21, 2019, 10:16 PM IST

Updated : Mar 21, 2019, 10:31 PM IST

মালদা, 21 মার্চ : মালদায় নিজের নিজের কেন্দ্রে দোল খেললেন মৌসম নুর এবং ইশা খান চৌধুরি। একজন খেললেন পুরাতন মালদার মঙ্গলবাড়িতে, অন্যজন সাহাপুরে। সকালেই বসন্ত উৎসবের শোভাযাত্রায় অংশ নেন মালদা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম নুর। অন্যদিকে কচিকাচাদের সঙ্গে রং খেলায় মেতে ওঠেন ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরি।

সাংবাদিকের মুখোমুখি হয়ে ইশা বলেন, "আমরা যেমন পুজোতে ঘুরি, ঠিক তেমন হোলিও খেলি। এটা নতুন কিছু নয়। আমাদের দেশে এমন কী মালদাতেও বিভিন্ন সংস্কৃতির মানুষ রয়েছেন। দোল উদযাপনের মাধ্যমে সবাই মিলিত হয়। আজ ফেস্টিভাল অফ কালারসের দিনে বলতে চাই সবাই ভালো থাকুক, শান্তিতে থাকুক। প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাই।"

ভিডিয়োয় শুনুন মৌসম নুরের বক্তব্য

যদিও কোতোয়ালি ভবনে হোলি উৎসব নিয়ে প্রশ্ন এড়িয়ে যান ইশা। তিনি বলেন, "পুরাতন মালদার বিধায়ক অর্জুন হালদারের ডাকে আমি সাহাপুরে এসেছি। কোতোয়ালি ভবনে হোলি উৎসব হচ্ছে কি না জানি না।"

অন্যদিকে সকালে বসন্ত উৎসবে শোভাযাত্রায় অংশ নেন মৌসম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "পুরাতন মালদার ১২ নম্বর ওয়ার্ডে আমরা বসন্ত উৎসব পালন করছি। আজ বসন্ত উৎসবের দিনে কোনও প্রচার নয়। পুরাতন মালদার পৌরপ্রধান কার্তিক ঘোষের সঙ্গে আমরা পরিবারের মতো একসঙ্গে বসন্ত উৎসব উদযাপন করছি। সবাই রাস্তায় বেরিয়েছি। প্রচুর মানুষ রয়েছেন। এর মাধ্যমে জনসংযোগ বাড়ছে। আজকের উৎসব হচ্ছে মিলনের উৎসব। আজকের উৎসবে সব ধর্মের মানুষ একত্রিত হয়ে আনন্দ করেন। আমরা শান্তির বার্তা দিয়ে আজকের দিনটি উপভোগ করছি।"

মালদা, 21 মার্চ : মালদায় নিজের নিজের কেন্দ্রে দোল খেললেন মৌসম নুর এবং ইশা খান চৌধুরি। একজন খেললেন পুরাতন মালদার মঙ্গলবাড়িতে, অন্যজন সাহাপুরে। সকালেই বসন্ত উৎসবের শোভাযাত্রায় অংশ নেন মালদা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম নুর। অন্যদিকে কচিকাচাদের সঙ্গে রং খেলায় মেতে ওঠেন ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরি।

সাংবাদিকের মুখোমুখি হয়ে ইশা বলেন, "আমরা যেমন পুজোতে ঘুরি, ঠিক তেমন হোলিও খেলি। এটা নতুন কিছু নয়। আমাদের দেশে এমন কী মালদাতেও বিভিন্ন সংস্কৃতির মানুষ রয়েছেন। দোল উদযাপনের মাধ্যমে সবাই মিলিত হয়। আজ ফেস্টিভাল অফ কালারসের দিনে বলতে চাই সবাই ভালো থাকুক, শান্তিতে থাকুক। প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাই।"

ভিডিয়োয় শুনুন মৌসম নুরের বক্তব্য

যদিও কোতোয়ালি ভবনে হোলি উৎসব নিয়ে প্রশ্ন এড়িয়ে যান ইশা। তিনি বলেন, "পুরাতন মালদার বিধায়ক অর্জুন হালদারের ডাকে আমি সাহাপুরে এসেছি। কোতোয়ালি ভবনে হোলি উৎসব হচ্ছে কি না জানি না।"

অন্যদিকে সকালে বসন্ত উৎসবে শোভাযাত্রায় অংশ নেন মৌসম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "পুরাতন মালদার ১২ নম্বর ওয়ার্ডে আমরা বসন্ত উৎসব পালন করছি। আজ বসন্ত উৎসবের দিনে কোনও প্রচার নয়। পুরাতন মালদার পৌরপ্রধান কার্তিক ঘোষের সঙ্গে আমরা পরিবারের মতো একসঙ্গে বসন্ত উৎসব উদযাপন করছি। সবাই রাস্তায় বেরিয়েছি। প্রচুর মানুষ রয়েছেন। এর মাধ্যমে জনসংযোগ বাড়ছে। আজকের উৎসব হচ্ছে মিলনের উৎসব। আজকের উৎসবে সব ধর্মের মানুষ একত্রিত হয়ে আনন্দ করেন। আমরা শান্তির বার্তা দিয়ে আজকের দিনটি উপভোগ করছি।"

Intro:মালদা, ২৩ ডিসেম্বরঃ তোলা দিতে রাজি না হওয়ায় গুলিবিদ্ধ হলেন এক ব্যবসায়ী। আহত ব্যবসায়ী বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার ১৬ মাইল এলাকার বাজিয়াপ্তি গ্রামে। বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আপাতত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।Body:বৈষ্ণবনগর থানার ১৬ মাইল এলাকার বাজিয়াপ্তি গ্রামের বাসিন্দা জিয়াউল শেখ। বয়স ২৭। পেশায় ফল বিক্রেতা জিয়াউল সাহেব। অভিযোগ, এলাকায় ব্যবসা করার জন্য ৫০ হাজার টাকা চেয়েছিল স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান রুকসানা বিবির শ্বশুর মণিরুল শেখ। সেই টাকা দিতে অস্বীকার করায় শুক্রবার সকালে মণিরুল শেখের দলবল তাঁকে লক্ষ্য করে ৮-১০ রাউন্ড গুলি ছোঁড়ে। একটি গুলি তাঁর বাম পা পারাপার হয়ে যায়। জিয়াউল সাহেবকে পরিবারের লোকজন উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যান। সেখান থেকে তাঁকে রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন তিনি।
জিয়াউল সাহেব জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয় পঞ্চায়েত সদস্য রুকসানা বিবির শ্বশুর মণিরুল শেখ তাঁর কাছে ৫০ টাকা তোলা চায়। টাকা না দিলে তাঁকে এলাকায় ব্যবসা করতে দেবে না, এমনকি গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেয় তাঁরা। পরদিন সকালে তিনি বাইরে বেরোতেই তাঁকে লক্ষ্য করে ৮-১০ রাউন্ড গুলি ছোঁড়ে মণিরুল ও তার দলবল। তাদের ছোঁড়া একটি গুলি তাঁর বাম পায়ে লাগে। এই ঘটনায় ওই পঞ্চায়েত উপপ্রধান বা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান রুকসানা বিবির স্বামী শারিকূল শেখ ও তার আব্বা মণিরুল শেখ এলাকায় তোলা তুলছে দীর্ঘদিন ধরে। তোলা দিতে অস্বীকার করলে চলছে মারধর। এলাকায় বেশ দাপট রয়েছে শারিকূল শেখের। এমনকি জিয়াউল সাহেবের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও ধামাচাপা দেওয়ার প্রচুর চেষ্টা হয়েছিল। অবশেষে এদিন সমস্ত ঘটনা প্রকাশ্যে আসে। Conclusion:বৈষ্ণবগনর থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আপাতত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই আর কিছু বলতে রাজি হয়নি বৈষ্ণবনগর থানার পুলিশ।
Last Updated : Mar 21, 2019, 10:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.