ETV Bharat / city

ভূত আতঙ্ক ! গ্রাম ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা - গ্রাম ছেড়ে পালাচ্ছে গ্রামবাসীরা

মালদা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে বাসুদেবপুর গ্রাম । ভূতের ভয়ে গ্রাম ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা । খবর পেয়ে গতকাল ওই গ্রামে গেছিলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা । সঙ্গে ছিল পুলিশ এবং ব্লক স্বাস্থ্য আধিকারিকরা । তাঁরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন । তাদের বক্তব্য শোনেন । তাদের আতঙ্ক দূর করার চেষ্টা করেন ।

মালদা
author img

By

Published : Jun 23, 2019, 10:11 AM IST

Updated : Jun 23, 2019, 12:05 PM IST

মালদা, 23 জুন : গ্রাম প্রায় ফাঁকা । বেশিরভাগ বাড়ির দরজায় তালা ঝুলছে । কেউ কোথাও নেই । কিন্তু কেন ? নেপথ্যে নাকি ভূতের আতঙ্ক । ভূতের ভয়ে গ্রাম ছেড়ে পালাচ্ছে গ্রামবাসীরা । ঘটনাটি মালদা ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রামের । খবর পেয়ে গতকাল ওই গ্রামে গেছিলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা । সঙ্গে ছিল পুলিশ এবং ব্লক স্বাস্থ্য আধিকারিকরা । তাঁরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন । তাদের বক্তব্য শোনেন । তাদের আতঙ্ক দূর করার চেষ্টা করেন ।

malda, ghost
ভূত আতঙ্কে গ্রাম ছেড়ে পালাচ্ছেন গ্রামবাসীরা (বাসুদেবপুর গ্রাম, মালদা)

মালদা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে বাসুদেবপুর গ্রাম । পুরো গ্রাম আদিবাসী অধ্যুষিত ৷ গ্রামে মোট 17 টি পরিবারের বসবাস । বিগত 7 দিনে ভূতের গুজবের জেরে গ্রাম ছেড়ে চলে গেছে 12 টি পরিবার । আরও কয়েকটি পরিবার গ্রাম ছাড়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে ফেলেছে ৷

কিন্তু কী ঘটেছিল ?

এক গ্রামবাসী মুন্নি সোরেন বলেন, তাঁর স্বামী দীনেশ মুর্মুও কয়েকদিন আগে মারা গেছেন । তাঁর স্বামীর অসুখ হয়েছিল । প্রথমে সারা শরীরে ব্যথা ছিল । ডাক্তারের ওষুধ খেয়ে ভালোও হয়ে গেছিলেন । কিন্তু পুরোপুরি সুস্থ হচ্ছিলেন না । তাই তাঁকে মাহান (ওঝা)-এর বাড়ি নিয়ে গেছিলেন । মাহান জানিয়ে দেন, তাঁর স্বামীকে কোনওভাবেই বাঁচানো যাবে না । তাঁর স্বামী ধান কাটতে গেছিলেন । সেখান থেকেই তাঁর অসুখ হয়েছিল । মুন্নি সোরেন আরও বলেন , "ডাক্তারের ওষুধ খেয়ে দু'দিন ভালো থাকছিল তারপর আবার অসুখ হচ্ছিল । স্বামী শুধু বলত, আমাকে আর বাঁচাতে পারবি না ৷ মাহান বলেছে, গ্রামের আরও লোক মারা যাবে । সেই শুনে এখন সবাই গ্রাম ছেড়ে চলে গেছে । আমারও ভয় লাগছে । আমিও ছিলাম না । আজ এসেছি । " তিনি আরও জানান, প্রশাসন থেকে কেউ খোঁজ নিতে আসেনি এখনও । কেউ কিছু জিজ্ঞাসাও করেনি ।

malda, ghost
গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন ব্লক প্রশাসনের আধিকারিকরা

গ্রামের আরও এক বাসিন্দা মুসা কিসকুও গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ তিনি বলেন, "15 দিন পর পর একটা করে লোক মরে যাচ্ছে ৷ 5 জন মত এখনও পর্যন্ত মারা গেছে । সবার একই রোগ ৷ একইভাবে মরছে সবাই ৷ গ্রামে থাকতে ভয় লাগছে ৷ "

malda, ghost
ভূত আতঙ্কে গ্রাম ছেড়ে পালাচ্ছেন গ্রামবাসীরা (বাসুদেবপুর গ্রাম, মালদা)

পাশের গ্রাম শুকানদিঘির বাসিন্দা, ভাবুক গ্রাম পঞ্চায়েত সদস্য লক্ষ্মীরাম হাঁসদা বলেন, " শুনেছি গ্রামের সবাই মারা যাওয়ার ভয়ে পালাচ্ছে ৷ তাই দেখতে এসেছিলাম । এসে দেখি সব ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে ৷ এখন গ্রামে 3-4 ঘর লোক আছে ৷ গ্রাম এখন শ্মশানের রূপ নিয়েছে ৷ তবে সম্ভবত জলবাহিত রোগে আক্রান্ত হয়ে লোকজন মারা যাচ্ছে ৷ আমরা পুলিশ ও প্রশাসনকে গোটা ঘটনা জানিয়েছি ৷ আজ প্রশাসনের লোকজন এসেছে ৷ জলের নমুনা সংগ্রহ করা হবে পরীক্ষার জন্য । "

ভিডিয়োয় দেখুুন

এদিকে খবর পেয়ে গতকাল বাসুদেবপুর গ্রামে যান ব্লক প্রশাসনের আধিকারিকরা ৷ গ্রামে যায় মালদা থানার পুলিশ । পুলিশ ও প্রশাসনের লোকজন গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন ৷ তাঁরা বোঝান যে ভূত বলে কিছু নেই । গ্রামের পানীয় জলের নমুনাও সংগ্রহ করেন ৷ যদিও প্রশাসনের কেউ এই নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি ৷

বিশেষ দ্রষ্টব্য : ETV ভারত কোনওরকম ভূতপ্রেত যাবতীয় কোনও তত্ত্বে বিশ্বাস করে না, সমর্থন করে না । প্রশাসন এব্যাপারে পদক্ষেপ করেছে । সাধারণ মানুষকে কুসংস্কার থেকে দূর করতে এবং তাদের সচেতন করার উদ্দেশ্যে এই খবরটি করা হয়েছে । এই ধরনের ঘটনা ঘটতে পারে আমরা তা বিশ্বাস করি না । মানুষের এই ভুল ভাঙুক সেটাই আমাদের লক্ষ্য ।

মালদা, 23 জুন : গ্রাম প্রায় ফাঁকা । বেশিরভাগ বাড়ির দরজায় তালা ঝুলছে । কেউ কোথাও নেই । কিন্তু কেন ? নেপথ্যে নাকি ভূতের আতঙ্ক । ভূতের ভয়ে গ্রাম ছেড়ে পালাচ্ছে গ্রামবাসীরা । ঘটনাটি মালদা ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রামের । খবর পেয়ে গতকাল ওই গ্রামে গেছিলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা । সঙ্গে ছিল পুলিশ এবং ব্লক স্বাস্থ্য আধিকারিকরা । তাঁরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন । তাদের বক্তব্য শোনেন । তাদের আতঙ্ক দূর করার চেষ্টা করেন ।

malda, ghost
ভূত আতঙ্কে গ্রাম ছেড়ে পালাচ্ছেন গ্রামবাসীরা (বাসুদেবপুর গ্রাম, মালদা)

মালদা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে বাসুদেবপুর গ্রাম । পুরো গ্রাম আদিবাসী অধ্যুষিত ৷ গ্রামে মোট 17 টি পরিবারের বসবাস । বিগত 7 দিনে ভূতের গুজবের জেরে গ্রাম ছেড়ে চলে গেছে 12 টি পরিবার । আরও কয়েকটি পরিবার গ্রাম ছাড়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে ফেলেছে ৷

কিন্তু কী ঘটেছিল ?

এক গ্রামবাসী মুন্নি সোরেন বলেন, তাঁর স্বামী দীনেশ মুর্মুও কয়েকদিন আগে মারা গেছেন । তাঁর স্বামীর অসুখ হয়েছিল । প্রথমে সারা শরীরে ব্যথা ছিল । ডাক্তারের ওষুধ খেয়ে ভালোও হয়ে গেছিলেন । কিন্তু পুরোপুরি সুস্থ হচ্ছিলেন না । তাই তাঁকে মাহান (ওঝা)-এর বাড়ি নিয়ে গেছিলেন । মাহান জানিয়ে দেন, তাঁর স্বামীকে কোনওভাবেই বাঁচানো যাবে না । তাঁর স্বামী ধান কাটতে গেছিলেন । সেখান থেকেই তাঁর অসুখ হয়েছিল । মুন্নি সোরেন আরও বলেন , "ডাক্তারের ওষুধ খেয়ে দু'দিন ভালো থাকছিল তারপর আবার অসুখ হচ্ছিল । স্বামী শুধু বলত, আমাকে আর বাঁচাতে পারবি না ৷ মাহান বলেছে, গ্রামের আরও লোক মারা যাবে । সেই শুনে এখন সবাই গ্রাম ছেড়ে চলে গেছে । আমারও ভয় লাগছে । আমিও ছিলাম না । আজ এসেছি । " তিনি আরও জানান, প্রশাসন থেকে কেউ খোঁজ নিতে আসেনি এখনও । কেউ কিছু জিজ্ঞাসাও করেনি ।

malda, ghost
গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন ব্লক প্রশাসনের আধিকারিকরা

গ্রামের আরও এক বাসিন্দা মুসা কিসকুও গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ তিনি বলেন, "15 দিন পর পর একটা করে লোক মরে যাচ্ছে ৷ 5 জন মত এখনও পর্যন্ত মারা গেছে । সবার একই রোগ ৷ একইভাবে মরছে সবাই ৷ গ্রামে থাকতে ভয় লাগছে ৷ "

malda, ghost
ভূত আতঙ্কে গ্রাম ছেড়ে পালাচ্ছেন গ্রামবাসীরা (বাসুদেবপুর গ্রাম, মালদা)

পাশের গ্রাম শুকানদিঘির বাসিন্দা, ভাবুক গ্রাম পঞ্চায়েত সদস্য লক্ষ্মীরাম হাঁসদা বলেন, " শুনেছি গ্রামের সবাই মারা যাওয়ার ভয়ে পালাচ্ছে ৷ তাই দেখতে এসেছিলাম । এসে দেখি সব ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে ৷ এখন গ্রামে 3-4 ঘর লোক আছে ৷ গ্রাম এখন শ্মশানের রূপ নিয়েছে ৷ তবে সম্ভবত জলবাহিত রোগে আক্রান্ত হয়ে লোকজন মারা যাচ্ছে ৷ আমরা পুলিশ ও প্রশাসনকে গোটা ঘটনা জানিয়েছি ৷ আজ প্রশাসনের লোকজন এসেছে ৷ জলের নমুনা সংগ্রহ করা হবে পরীক্ষার জন্য । "

ভিডিয়োয় দেখুুন

এদিকে খবর পেয়ে গতকাল বাসুদেবপুর গ্রামে যান ব্লক প্রশাসনের আধিকারিকরা ৷ গ্রামে যায় মালদা থানার পুলিশ । পুলিশ ও প্রশাসনের লোকজন গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন ৷ তাঁরা বোঝান যে ভূত বলে কিছু নেই । গ্রামের পানীয় জলের নমুনাও সংগ্রহ করেন ৷ যদিও প্রশাসনের কেউ এই নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি ৷

বিশেষ দ্রষ্টব্য : ETV ভারত কোনওরকম ভূতপ্রেত যাবতীয় কোনও তত্ত্বে বিশ্বাস করে না, সমর্থন করে না । প্রশাসন এব্যাপারে পদক্ষেপ করেছে । সাধারণ মানুষকে কুসংস্কার থেকে দূর করতে এবং তাদের সচেতন করার উদ্দেশ্যে এই খবরটি করা হয়েছে । এই ধরনের ঘটনা ঘটতে পারে আমরা তা বিশ্বাস করি না । মানুষের এই ভুল ভাঙুক সেটাই আমাদের লক্ষ্য ।

Intro:মালদা, ১৭ জুনঃ এনআরএস কাণ্ডের প্রতিবাদে আইএমএ-র ডাকে সারা দেশের সঙ্গে মালদা জেলাতেও সমস্ত নার্সিংহোমের বর্হিবিভাগ ও ডাক্তারদের নিজস্ব চেম্বার বন্ধ থাকল৷ সমস্ত বেসরকারি নার্সিংহোমের বর্হিবিভাগ বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন রোগীরা৷Body:আইএমএ-র মালদা জেলা শাখার সভাপতি তাপস চক্রবর্তী জানান, "এনআরএস কাণ্ডের প্রতিবাদে সারা দেশের সঙ্গে মালদা জেলাতেও আইএমএ শাখা প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছে৷ মালদা জেলার সমস্ত নার্সিংহোমের বর্হিবিভাগ ও ডাক্তারদের নিজস্ব চেম্বার ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে৷ তবে নার্সিংহোমগুলিতে জরুরি পরিসেবা চালু থাকছে৷ সমস্ত চিকিৎসক ও নার্সের সুরক্ষা নিশ্চিত করার জন্য আমাদের এই আন্দোলন৷ সরকারি বা বেসরকারি হাসপাতালগুলিতে যদি শান্তি বজায় না থাকে তবে চিকিৎসকদের ক্ষেত্রে সুষ্ঠ পরিষেবা দেওয়া সম্ভব নয়৷ চিকিৎসক ও নার্সদের ওপর দুষ্কৃতীরা সুপরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে৷ সমস্ত চিকিৎসক ও নার্সদের সুরক্ষার দায়িত্ব কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে নিতে হবে৷"Conclusion:চাঁচল থেকে স্বামীকে নার্সিংহোমের বর্হিবিভাগে দেখাতে এসেছিলেন নূর অব্জা৷ পরিসেবার অপেক্ষায় নার্সিংহোমের সামনে দাঁড়িয়ে তিনি জানান, "নার্সিংহোমগুলিতে চিকিৎসকরা রোগী দেখছেন না৷ এমনকি এই তীব্র গরমে রোগীদের নার্সিংহোমের ভেতরে বসতেও দেওয়া হচ্ছে না৷ যে সমস্যায় থাকুক না কেন, দ্রুত সেই সমস্যার নিষ্পত্তির প্রয়োজন৷ যদিও নার্সিংহোমের বাইরে জরুরি পরিসেবা চালু থাকার নোটিশ দেওয়া আছে৷ দ্রুত এই সমস্যার সমাধান হলে সাধারণ মানুষ উপকৃত হবেন৷ "
Last Updated : Jun 23, 2019, 12:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.