কলকাতা, 29 জুন : উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানাল আলিপুর আবহাওয়া অফিস । উত্তরবঙ্গে অবস্থার উন্নতি হবে । বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে এসেছে । আগামী 24 ঘণ্টায় আরও কমবে বলে জানানো হয়েছে । তবে, কাল দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পঙে বৃষ্টি হতে পারে ।
এর আগে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস । তবে আপাতত সেই পরিস্থিতি আর নেই বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় । দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত ভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 30 তারিখ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ । এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । নিম্নচাপের বেশি প্রভাব পড়বে উপকূলবর্তী জেলাগুলোতে । উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আগামী 30 তারিখ । ইতিমধ্যেই মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে ।
উত্তরবঙ্গে থাকা নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে । ফলে আকাশ মেঘলা থাকাবে । কমবে তাপমাত্রা । তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি । গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে আগামী 24 ঘণ্টায় । আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে । যদিও কলকাতায় এখনও পর্যন্ত খুব বেশি বৃষ্টি হয়নি । গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ।