ETV Bharat / city

বকেয়া বেতন ও পেনশন মেটানোর দাবিতে বিক্ষোভ CITU-র - state budget

বকেয়া বেতন এবং পেনশন মেটানোর দাবিতে মালদা ডিপোয় বিক্ষোভ দেখাল CITU অনুমোদিত নর্থবেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ় ইউনিয়নের মালদা শাখার সদস্যরা। আজ সংগঠনের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মালদা ডিপোতে বিক্ষোভ দেখায় CITU-র সদস্যরা।

বিক্ষোভরত স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ় ইউনিয়নের সদস্যরা
author img

By

Published : Feb 6, 2019, 11:01 PM IST

মালদা, ৬ ফেব্রুয়ারি : বকেয়া বেতন এবং পেনশন মেটানোর দাবিতে মালদা ডিপোয় বিক্ষোভ দেখাল CITU অনুমোদিত নর্থবেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ় ইউনিয়নের মালদা শাখার সদস্যরা। আজ সংগঠনের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মালদা ডিপোতে বিক্ষোভ দেখায় CITU-র সদস্যরা।

সংগঠনের পক্ষ থেকে নুরুল ইসলাম বলেন, "এখনও পর্যন্ত স্থায়ী কর্মচারী, চু্ক্তিভিত্তিক কর্মচারী সহ পেনশনভুক্তরা জানুয়ারি মাসের বেতন বা পেনশন পাননি। কবে এই টাকা পাওয়া যাবে তাও জানাতে পারছে না কর্তৃপক্ষ। আমরা মালদা সহ কোচবিহারে ডিভিশনাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। কবে বেতন বা পেনশন হবে তা বলতে পারছেন না কেউই। আজ ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ, এখনও পর্যন্ত জানুয়ারি মাসের বেতন না পাওয়ায় আর্থিকভাবে সমস্যায় পড়েছি আমরা।"

পাশাপাশি দিশাহীন বাজেট পেশ হয়েছে অভিযোগ এনে তিনি বলেন, "রাষ্ট্রীয় পরিবহনের জন্য কোনও বাজেট পেশ করা হয়নি। আমরা দেখেলাম মুখ্যমন্ত্রী বিধানসভায় না গিয়ে বিধানসভাকেই ধরনা মঞ্চে নিয়ে এলেন। চোরের সর্দারকে লুকোনোর জন্য ধরনা মঞ্চের সামনে বসে সেখানেই বিধানসভা করছেন মুখ্যমন্ত্রী। চোরেদের লুকোতে ব্যস্ত হয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী ফলে রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বেতন কবে হবে তা তিনি বলতে পারছেন না। গোটা উত্তরবঙ্গে প্রায় সাড়ে চারহাজার কর্মীরা এই সমস্যায় পড়েছেন। প্রতি মাসেই এই ধরনের ঘটনা ঘটছে। অবিলম্বে তাঁদের বেতন পেনশন প্রদান না করা হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।"

undefined

মালদা, ৬ ফেব্রুয়ারি : বকেয়া বেতন এবং পেনশন মেটানোর দাবিতে মালদা ডিপোয় বিক্ষোভ দেখাল CITU অনুমোদিত নর্থবেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ় ইউনিয়নের মালদা শাখার সদস্যরা। আজ সংগঠনের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মালদা ডিপোতে বিক্ষোভ দেখায় CITU-র সদস্যরা।

সংগঠনের পক্ষ থেকে নুরুল ইসলাম বলেন, "এখনও পর্যন্ত স্থায়ী কর্মচারী, চু্ক্তিভিত্তিক কর্মচারী সহ পেনশনভুক্তরা জানুয়ারি মাসের বেতন বা পেনশন পাননি। কবে এই টাকা পাওয়া যাবে তাও জানাতে পারছে না কর্তৃপক্ষ। আমরা মালদা সহ কোচবিহারে ডিভিশনাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। কবে বেতন বা পেনশন হবে তা বলতে পারছেন না কেউই। আজ ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ, এখনও পর্যন্ত জানুয়ারি মাসের বেতন না পাওয়ায় আর্থিকভাবে সমস্যায় পড়েছি আমরা।"

পাশাপাশি দিশাহীন বাজেট পেশ হয়েছে অভিযোগ এনে তিনি বলেন, "রাষ্ট্রীয় পরিবহনের জন্য কোনও বাজেট পেশ করা হয়নি। আমরা দেখেলাম মুখ্যমন্ত্রী বিধানসভায় না গিয়ে বিধানসভাকেই ধরনা মঞ্চে নিয়ে এলেন। চোরের সর্দারকে লুকোনোর জন্য ধরনা মঞ্চের সামনে বসে সেখানেই বিধানসভা করছেন মুখ্যমন্ত্রী। চোরেদের লুকোতে ব্যস্ত হয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী ফলে রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বেতন কবে হবে তা তিনি বলতে পারছেন না। গোটা উত্তরবঙ্গে প্রায় সাড়ে চারহাজার কর্মীরা এই সমস্যায় পড়েছেন। প্রতি মাসেই এই ধরনের ঘটনা ঘটছে। অবিলম্বে তাঁদের বেতন পেনশন প্রদান না করা হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।"

undefined

Wellington (New Zealand), Feb 06 (ANI): In the backdrop of India's record defeat against New Zealand in the opening T-20I, while addressing the post-match press conference in Wellington today, Indian Cricket Team all rounder Krunal Pandya said, "We have got everything that a team should have, be it batting, bowling and depth options. It was one of the bad days. We would look to improve", he added. The teams will clash for the second T20I of the three-match series on February 8 at the Eden Park.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.