ETV Bharat / city

Malda Muncipality Election 2022: ভোটের আগে ড্যামেজ কন্ট্রোল বিজেপির, বিধায়ক তহবিল থেকে বরাদ্দ হল অর্থ - Mla Sanction Money for area development before english Bazar municipality election

ইংরেজবাজার পৌরসভা নির্বাচনের (Malda Muncipality Election 2022) আগে বিধায়ক তহবিলের অনুমোদন তুলে ধরলেন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্রচৌধুরী। যদিও তিনি দাবি করেছেন, নির্বাচনের জন্য নয়, বিধায়ক নির্বাচিত হওয়ার প্রথম বছরের কাজের খতিয়ান তুলে ধরেছেন ।

Malda Muncipality Election 2022
Malda Muncipality Election 2022
author img

By

Published : Feb 1, 2022, 4:23 PM IST

মালদা, 1 ফেব্রুয়ারি: লক্ষ্য পৌরসভা ভোট (Malda Muncipality Election 2022) । তড়িঘড়ি বিধায়ক তহবিলের অনুমোদন তুলে ধরলেন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্রচৌধুরী (Sreerupa Mitra Chaudhury )। যদিও তাঁর দাবি, এর সঙ্গে পৌরসভা ভোটের কোনও সম্পর্ক নেই। তিনি শুধু তাঁর নিজের কাজ করেছেন মাত্র। পৌরসভা ভোটের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যেই বামফ্রন্ট ইংরেজবাজার পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের প্রার্থী ঘোষণা করেছে। আজ কংগ্রেসের পক্ষ থেকেও প্রার্থী ঘোষণার কথা রয়েছে। যদিও এখনও প্রার্থী নিয়ে কোনও হইচই দেখা যায়নি জেলার দুই পৌরসভার মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি ও তৃণমূলের মধ্যে।

বিধানসভা নির্বাচনে জেলার দুই পৌরসভা এলাকায় বিজেপির ফল ছিল চমকপ্রদ। ইংরেজবাজারের 29টি ওয়ার্ডের মধ্যে 25টি ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি। অন্যদিকে, পুরাতন মালদার 20টি পৌরসভার প্রতিটিতেই শাসকদলকে পিছনে ফেলেছিল গেরুয়া শিবির। ইংরেজবাজার ও পুরাতন মালদা দুই বিধানসভা কেন্দ্রে জয়ের মুখ দেখেছে বিজেপি। যদিও নির্বাচনের পর থেকে ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্রচৌধুরীকে নিয়ে নানা বিতর্ক দেখা দিয়েছে। বারবার অভিযোগ উঠেছে বিধায়ককে এলাকায় দেখা যায় না। পৌরসভা ভোট আসতেই সেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছে গেরুয়া শিবির।

মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক ডেকে শহরের উন্নয়নে নিজের বিধায়ক তহবিলের অনুমোদনের হিসেব তুলে ধরেন শ্রীরূপা মিত্র চৌধুরী। তিনি বলেন, "2021-22 সালের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে আমি 60 লক্ষ টাকার কাজ অনুমোদন করেছি। ইংরেজবাজার পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের ছানাবাজার সংস্কারের জন্য 11 লক্ষ 75 হাজার টাকা, 18 নম্বর ওয়ার্ডের মুড়িবাজারের জন্য 7 লক্ষ টাকা, মকদুমপুর বাজারের পানীয় জলের জন্য 2 লক্ষ টাকা, রথবাড়ি নেতাজি পৌরবাজার সংস্কারের জন্য 9 লক্ষ টাকা, মালদা শহরে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য 9 লক্ষ 52 হাজার টাকা অনুমোদন করা হয়েছে। রামকৃষ্ণ মিশন এই পরিষেবা বিনামূল্যে শহরবাসীকে দেবে। শহরের বুকে ওপেন জিমনেসিয়ামের জন্য মালদা শহরের একটি ক্লাবকে 9 লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। পৌরসভা এলাকায় ভারত সেবাশ্রম সংঘের অনেক ভক্ত রয়েছেন। অথচ এখানে স্বামী প্রণবানন্দজী মহারজের কোনও মূর্তি নেই। তাঁর মূর্তি স্থাপন ও সেই এলাকা সৌন্দর্যায়নের জন্য 2 লক্ষ 21 হাজার টাকা অনুমোদন করা হয়েছে। পঞ্চায়েত এলাকায় মহদিপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য 9 লক্ষ 52 হাজার টাকা অনুমোদন করা হয়েছে। বিএসএফ মহদিপুরে এই পরিষেবা বিনামূল্যে দেবে।"

আরও পড়ুন: নির্দল হিসেবে প্রচার শুরু প্রাক্তন সিপিএম কাউন্সিলরের

পৌরসভা ভোটের আগে বিধায়ক তহবিলের বেশিরভাগ টাকা পৌর এলাকার উন্নয়নে ব্যবহার করা হয়েছে। পৌরসভা ভোটের প্রচারের লক্ষ্যেই কি এই উদ্যোগ? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "এর সঙ্গে পৌরসভা ভোটের কোনও সম্পর্ক নেই। এটা আমার বিধায়ক হওয়ার প্রথম বছর। প্রথম বছরে কাছের এলাকাগুলির সমস্যা খুব সহজেই চোখে পড়ে ৷ সেই কারণেই এই অনুমোদন। তবে এখানে পঞ্চায়েত এলাকার জন্যও টাকা অনুমোদন করা হয়েছে। বিরোধীরা এনিয়ে বলতেই পারেন। কাজ করলে সেই কাজের সমালোচনাও হবে।"

মালদা, 1 ফেব্রুয়ারি: লক্ষ্য পৌরসভা ভোট (Malda Muncipality Election 2022) । তড়িঘড়ি বিধায়ক তহবিলের অনুমোদন তুলে ধরলেন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্রচৌধুরী (Sreerupa Mitra Chaudhury )। যদিও তাঁর দাবি, এর সঙ্গে পৌরসভা ভোটের কোনও সম্পর্ক নেই। তিনি শুধু তাঁর নিজের কাজ করেছেন মাত্র। পৌরসভা ভোটের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যেই বামফ্রন্ট ইংরেজবাজার পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের প্রার্থী ঘোষণা করেছে। আজ কংগ্রেসের পক্ষ থেকেও প্রার্থী ঘোষণার কথা রয়েছে। যদিও এখনও প্রার্থী নিয়ে কোনও হইচই দেখা যায়নি জেলার দুই পৌরসভার মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি ও তৃণমূলের মধ্যে।

বিধানসভা নির্বাচনে জেলার দুই পৌরসভা এলাকায় বিজেপির ফল ছিল চমকপ্রদ। ইংরেজবাজারের 29টি ওয়ার্ডের মধ্যে 25টি ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি। অন্যদিকে, পুরাতন মালদার 20টি পৌরসভার প্রতিটিতেই শাসকদলকে পিছনে ফেলেছিল গেরুয়া শিবির। ইংরেজবাজার ও পুরাতন মালদা দুই বিধানসভা কেন্দ্রে জয়ের মুখ দেখেছে বিজেপি। যদিও নির্বাচনের পর থেকে ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্রচৌধুরীকে নিয়ে নানা বিতর্ক দেখা দিয়েছে। বারবার অভিযোগ উঠেছে বিধায়ককে এলাকায় দেখা যায় না। পৌরসভা ভোট আসতেই সেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছে গেরুয়া শিবির।

মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক ডেকে শহরের উন্নয়নে নিজের বিধায়ক তহবিলের অনুমোদনের হিসেব তুলে ধরেন শ্রীরূপা মিত্র চৌধুরী। তিনি বলেন, "2021-22 সালের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে আমি 60 লক্ষ টাকার কাজ অনুমোদন করেছি। ইংরেজবাজার পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের ছানাবাজার সংস্কারের জন্য 11 লক্ষ 75 হাজার টাকা, 18 নম্বর ওয়ার্ডের মুড়িবাজারের জন্য 7 লক্ষ টাকা, মকদুমপুর বাজারের পানীয় জলের জন্য 2 লক্ষ টাকা, রথবাড়ি নেতাজি পৌরবাজার সংস্কারের জন্য 9 লক্ষ টাকা, মালদা শহরে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য 9 লক্ষ 52 হাজার টাকা অনুমোদন করা হয়েছে। রামকৃষ্ণ মিশন এই পরিষেবা বিনামূল্যে শহরবাসীকে দেবে। শহরের বুকে ওপেন জিমনেসিয়ামের জন্য মালদা শহরের একটি ক্লাবকে 9 লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। পৌরসভা এলাকায় ভারত সেবাশ্রম সংঘের অনেক ভক্ত রয়েছেন। অথচ এখানে স্বামী প্রণবানন্দজী মহারজের কোনও মূর্তি নেই। তাঁর মূর্তি স্থাপন ও সেই এলাকা সৌন্দর্যায়নের জন্য 2 লক্ষ 21 হাজার টাকা অনুমোদন করা হয়েছে। পঞ্চায়েত এলাকায় মহদিপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য 9 লক্ষ 52 হাজার টাকা অনুমোদন করা হয়েছে। বিএসএফ মহদিপুরে এই পরিষেবা বিনামূল্যে দেবে।"

আরও পড়ুন: নির্দল হিসেবে প্রচার শুরু প্রাক্তন সিপিএম কাউন্সিলরের

পৌরসভা ভোটের আগে বিধায়ক তহবিলের বেশিরভাগ টাকা পৌর এলাকার উন্নয়নে ব্যবহার করা হয়েছে। পৌরসভা ভোটের প্রচারের লক্ষ্যেই কি এই উদ্যোগ? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "এর সঙ্গে পৌরসভা ভোটের কোনও সম্পর্ক নেই। এটা আমার বিধায়ক হওয়ার প্রথম বছর। প্রথম বছরে কাছের এলাকাগুলির সমস্যা খুব সহজেই চোখে পড়ে ৷ সেই কারণেই এই অনুমোদন। তবে এখানে পঞ্চায়েত এলাকার জন্যও টাকা অনুমোদন করা হয়েছে। বিরোধীরা এনিয়ে বলতেই পারেন। কাজ করলে সেই কাজের সমালোচনাও হবে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.