ETV Bharat / city

Child Labour : পেট ভরানোর বার্তা নেই, চার জেলার শিশু শ্রমিক বিরোধী আলোচনা সভা ঘিরে উঠছে প্রশ্ন - চার জেলার শিশু শ্রমিক বিরোধী আলোচনা সভা ঘিরে উঠছে প্রশ্ন

শিশু শ্রমিক বিরোধী আলোচনা সভার আয়োজন করা হয় মালদায়(Child Labour)। আগামী 13 জুন কলকাতায় রাজ্য স্তরের এমন আলোচনা সভা অনুষ্ঠিত হবে ।

Meeting on child labour organised in Malda
Child Labour
author img

By

Published : Jun 2, 2022, 4:59 PM IST

মালদা, 2 জুন : আগামী 12 জুন গোটা বিশ্ব জুড়ে পালিত হবে শিশু শ্রমিক বিরোধী দিবস । এই দেশ কিংবা রাজ্যও তার ব্যতিক্রম নয় । ইতিমধ্যে তার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক মহলে । এ নিয়ে আজ মালদা টাউন হলে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় (Meeting on child labour organised in Malda)। মালদা জেলার সঙ্গে সেই সভায় অংশ নিয়েছিলেন দুই দিনাজপুর ও মুর্শিদাবাদ জেলার সরকারি প্রতিনিধিরা । শিশু শ্রমিক নির্মূল করতে আগামী 13 জুন কলকাতায় রাজ্য স্তরের এমন আলোচনা সভা অনুষ্ঠিত হবে ।

ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের উদ্যোগে 2002 সালের 12 জুন প্রথমবার আন্তর্জাতিক শিশু শ্রমিক বিরোধী দিবস পালিত হয়েছিল । তারপর থেকে প্রতি বছর এই দিনটি সারা বিশ্বে শিশু শ্রমিক বিরোধী দিবস হিসাবে পালিত হয়। শিশু শ্রমিক নির্মূল করতে গোটা বিশ্বেই কঠোর কিছু আইন প্রবর্তিত হয় । এদেশও তার ব্যতিক্রম নয় । তার সুফলও মিলতে শুরু করেছিল । দু’বছর আগেও আগের মতো রাস্তাঘাটে সেভাবে শিশু শ্রমিকের দেখা মিলত না । কিন্তু সব উলটপালট করে দেয় করোনা । ভাইরাসের হামলায় নিম্নবিত্ত পরিবারগুলির অন্ন সংস্থানই সমস্যা হয়ে দেখা দেয় । ফলস্বরূপ আবারও দেখা মিলছে শিশু শ্রমিকদের (Child Labour)। গ্রাসাচ্ছদনের জন্য বাবা-মায়েরাই ছোট ছেলেমেয়েদের কাজের দিকে ঠেলে দিচ্ছেন ।

শিশু শ্রমিক নির্মূল করতে চলতি বছর রাজ্য সরকার ইউনিসেফের যৌথ উদ্যোগে 30 এপ্রিল থেকে 12 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে শিশু শ্রমিক বিরোধী অভিযান চালানো হচ্ছে । শিশুদের অধিকার এবং তাদের সুরক্ষা নিয়ে প্রচার চালানো হচ্ছে গ্রামে গঞ্জেও । সেই কর্মসূচিতেই আজ মালদা টাউন হলে চার জেলাকে নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় । প্রশাসনিক কর্তাদের সঙ্গে সেখানে ছিলেন পুলিশ আধিকারিকরাও । সভায় দেখা গিয়েছে কিছু শিশুকেও । তবে মালদা কিংবা বাকি তিন জেলায় বর্তমানে শিশু শ্রমিকের সংখ্যা কত, তার কোনও পরিসংখ্যান শ্রম দফতরের কাছে নেই । কেন এই শিশু শ্রমিকরা কাজ করতে বাধ্য হচ্ছে, করোনা পরবর্তী চরম আর্থিক সংকটে কীভাবে তাদের কিংবা তাদের পরিবারের পেট ভরবে, তারও কোনও বার্তা নেই সংশ্লিষ্ট দফতরের কাছে ।

আরও পড়ুন : Online Exam : কলেজের অনুষ্ঠানে ভিড় জমিয়েও কেন অনলাইন পরীক্ষার দাবি, উঠছে প্রশ্ন

এ নিয়ে জয়েন্ট লেবার কমিশনার (বালুরঘাট) গোপাল বিশ্বাস বলেন, "করোনা প্রাদুর্ভাবের আগে পর্যন্ত শিশু শ্রমিকের সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল । গোটা রাজ্য, এমনকী দেশেও আমরা সেই ছবি দেখতে পেয়েছিলাম । কিন্তু করোনা পরবর্তী সময়ে ফের শিশু শ্রমিক বেড়ে যাচ্ছে । বর্তমান আর্থ সামাজিক পরিস্থিতি তাদের সেদিকে নিয়ে যাচ্ছে । শিশু শ্রমিকের সংখ্যা যাতে কমানো যায়, তার জন্যই আজকের এই সভা । আমরা বুঝি, আগে তাদের খাবারের ব্যবস্থা করতে হবে । তাদের অভিভাবকদের জন্য কাজের ব্যবস্থা করতে হবে । কিন্তু কাজের সংস্থান তো আমরা আর করতে পারি না । তার জন্য সরকার রয়েছে । আমাদের লক্ষ্য, শিশুদের সমাজের মূল স্রোতে রাখা । একটা বাচ্চা পড়াশোনা আর খেলাধুলোর মধ্যেই থাকবে । কারণ, সেটাই তার কাজ । এর জন্য সবাইকেই এগিয়ে আসতে হবে ।"

মালদা, 2 জুন : আগামী 12 জুন গোটা বিশ্ব জুড়ে পালিত হবে শিশু শ্রমিক বিরোধী দিবস । এই দেশ কিংবা রাজ্যও তার ব্যতিক্রম নয় । ইতিমধ্যে তার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক মহলে । এ নিয়ে আজ মালদা টাউন হলে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় (Meeting on child labour organised in Malda)। মালদা জেলার সঙ্গে সেই সভায় অংশ নিয়েছিলেন দুই দিনাজপুর ও মুর্শিদাবাদ জেলার সরকারি প্রতিনিধিরা । শিশু শ্রমিক নির্মূল করতে আগামী 13 জুন কলকাতায় রাজ্য স্তরের এমন আলোচনা সভা অনুষ্ঠিত হবে ।

ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের উদ্যোগে 2002 সালের 12 জুন প্রথমবার আন্তর্জাতিক শিশু শ্রমিক বিরোধী দিবস পালিত হয়েছিল । তারপর থেকে প্রতি বছর এই দিনটি সারা বিশ্বে শিশু শ্রমিক বিরোধী দিবস হিসাবে পালিত হয়। শিশু শ্রমিক নির্মূল করতে গোটা বিশ্বেই কঠোর কিছু আইন প্রবর্তিত হয় । এদেশও তার ব্যতিক্রম নয় । তার সুফলও মিলতে শুরু করেছিল । দু’বছর আগেও আগের মতো রাস্তাঘাটে সেভাবে শিশু শ্রমিকের দেখা মিলত না । কিন্তু সব উলটপালট করে দেয় করোনা । ভাইরাসের হামলায় নিম্নবিত্ত পরিবারগুলির অন্ন সংস্থানই সমস্যা হয়ে দেখা দেয় । ফলস্বরূপ আবারও দেখা মিলছে শিশু শ্রমিকদের (Child Labour)। গ্রাসাচ্ছদনের জন্য বাবা-মায়েরাই ছোট ছেলেমেয়েদের কাজের দিকে ঠেলে দিচ্ছেন ।

শিশু শ্রমিক নির্মূল করতে চলতি বছর রাজ্য সরকার ইউনিসেফের যৌথ উদ্যোগে 30 এপ্রিল থেকে 12 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে শিশু শ্রমিক বিরোধী অভিযান চালানো হচ্ছে । শিশুদের অধিকার এবং তাদের সুরক্ষা নিয়ে প্রচার চালানো হচ্ছে গ্রামে গঞ্জেও । সেই কর্মসূচিতেই আজ মালদা টাউন হলে চার জেলাকে নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় । প্রশাসনিক কর্তাদের সঙ্গে সেখানে ছিলেন পুলিশ আধিকারিকরাও । সভায় দেখা গিয়েছে কিছু শিশুকেও । তবে মালদা কিংবা বাকি তিন জেলায় বর্তমানে শিশু শ্রমিকের সংখ্যা কত, তার কোনও পরিসংখ্যান শ্রম দফতরের কাছে নেই । কেন এই শিশু শ্রমিকরা কাজ করতে বাধ্য হচ্ছে, করোনা পরবর্তী চরম আর্থিক সংকটে কীভাবে তাদের কিংবা তাদের পরিবারের পেট ভরবে, তারও কোনও বার্তা নেই সংশ্লিষ্ট দফতরের কাছে ।

আরও পড়ুন : Online Exam : কলেজের অনুষ্ঠানে ভিড় জমিয়েও কেন অনলাইন পরীক্ষার দাবি, উঠছে প্রশ্ন

এ নিয়ে জয়েন্ট লেবার কমিশনার (বালুরঘাট) গোপাল বিশ্বাস বলেন, "করোনা প্রাদুর্ভাবের আগে পর্যন্ত শিশু শ্রমিকের সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল । গোটা রাজ্য, এমনকী দেশেও আমরা সেই ছবি দেখতে পেয়েছিলাম । কিন্তু করোনা পরবর্তী সময়ে ফের শিশু শ্রমিক বেড়ে যাচ্ছে । বর্তমান আর্থ সামাজিক পরিস্থিতি তাদের সেদিকে নিয়ে যাচ্ছে । শিশু শ্রমিকের সংখ্যা যাতে কমানো যায়, তার জন্যই আজকের এই সভা । আমরা বুঝি, আগে তাদের খাবারের ব্যবস্থা করতে হবে । তাদের অভিভাবকদের জন্য কাজের ব্যবস্থা করতে হবে । কিন্তু কাজের সংস্থান তো আমরা আর করতে পারি না । তার জন্য সরকার রয়েছে । আমাদের লক্ষ্য, শিশুদের সমাজের মূল স্রোতে রাখা । একটা বাচ্চা পড়াশোনা আর খেলাধুলোর মধ্যেই থাকবে । কারণ, সেটাই তার কাজ । এর জন্য সবাইকেই এগিয়ে আসতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.