ETV Bharat / city

Murder in Malda: প্রেম-সঙ্গমের পর বিয়েতে চাপ, তরুণীকে কুপিয়ে খুন বিবাহিত যুবকের

বিবাহিত যুবকের সঙ্গে ফোনে সম্পর্ক তৈরি হয় তরুণীর (Extra Marital Affair) । পরে তা গড়ায় শারীরিক সম্পর্কেও । তারপর তরুণী জানতে পারেন, ওই যুবক বিবাহিত । তাতেও তাঁকে বিয়ে করবেন বলে গোঁ ধরেন । তাঁকে নিরস্ত করতে না পেরেই খুন (Murder in Malda) করতে বাধ্য হন বলে দাবি অভিযুক্তের ।

murder in malda where married man murders woman for demanding wedlock after physical relation
পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত ।
author img

By

Published : Dec 4, 2021, 5:12 PM IST

মালদা, 04 ডিসেম্বর: বিবাহিত হয়েও তরুণীর সঙ্গে প্রেম, শারীরিক সম্পর্ক (Extra Marital Affair) । কিন্তু বিয়ের জন্য চাপ এলে প্রেমিকাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন (Murder in Malda) যুবকের । এমন রোমহর্ষক ঘটনায় চাঞ্চল্য মালদায় । গ্রেফতার হয়েছেন অভিযুক্ত যুবক । জেরায় পুলিশের কাছে তিনি অপরাধ স্বীকার করে নিয়েছেন বলে জানা গিয়েছে ।

মঙ্গলবার রতুয়া 2 নম্বর ব্লকের মহারাজপুর অঞ্চলের খৈলসানা গ্রামে একটি আমবাগানের মধ্যে ওই তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় (Woman Stabbed to Death) । স্থানীয়রা কেউ তাঁকে চিনতে পারেননি । তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃত তরুণীর নাম নাসিমা খাতুন । বয়স 24 বছর । বাড়ি পুখুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পরাণপুর গ্রামে ।

এর পর নাসিমার মোবাইল ফোনের সূত্র ধরে অপরাধের কিনারা করতে নামে পুলিশ । তাতেই স্থানীয় রানিনগর গ্রামের যুবক তারিকুল আলমের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের হদিশ মেলে । তারিকুল পেশায় পরিযায়ী শ্রমিক । মাস তিনেক আগে কেরল থেকে বাড়ি ফিরেছে । তরুণীর সঙ্গে তাঁর কথোপকথনের ভিত্তিতে তারিকুলকে থানায় নিয়ে এসে জেরা করতে শুরু করে পুখুরিয়া থানার পুলিশ ।

আরও পড়ুন: Husband left Wife : কন্যাসন্তানের জন্ম দেওয়ায় স্ত্রী ও সদ্যোজাতকে ছেড়ে পালালেন স্বামী

তাতেই পুলিশের সামনে অভিযুক্ত তারিকুল অপরাধ স্বীকার করে নেয় বলে জানিয়েছে পুলিশ । বলা হয়েছে, কেরলে থাকাকালীন নাসিমার সঙ্গে ফোনে যোগাযোগ হয় তারিকুলের । নিয়মিত কথা বলতে বলতে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । তারিকুল কেরল থেকে ফিরে এলে দু’জনে শারীরিক সম্পর্কেও জড়ান । তার পর থেকেই নাসিমা বিয়ের কথা পাড়েন ।

তারিকুলের দাবি, বিয়ের জন্য চাপ এলে নাসিমাকে জানিয়ে দেন যে তিনি বিবাহিত । তার পরেও পিছু হটেননি নাসিমা । বরং বিয়ের জন্য জোরাজুরি করতে থাকেন । কোনও ভাবে নিরস্ত করতে না পেরে শেষমেশ নাসিমাকে খুন করে সে ।

নাসিমার পরিবারের এক আত্মীয় মেহদুল হক বলেন, “মাসির বাড়ি যাচ্ছে বলে সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরোয় নাসিমা । রাতে না ফেরায় বাড়ি থেকে ফোন করা হয় । কিন্তু সে জানায়, ওই রাতে বাড়ি না-ও ফিরতে পারে সে । তার পর থেকে আর যোগাযোগ করা যায়নি । পরদিন ক্ষতবিক্ষত দেহ মেলে । পুলিশই তদন্ত করে গোটা বিষয়টি সামনে এনেছে । আমরা অপরাধীর কঠোর শাস্তি চাই ।”

পরিকল্পনা করেই যে নাসিমাকে খুন করেছে, তারিকুল সে কথা পুলিশের কাছে মেনে নিয়েছে বলে খবর । পুলিশকে দেওয়া তার বয়ান অনুযায়ী, সোমবার সন্ধ্যায় নাসিমাকে ওই আমবাগানে দেখা করতে বলে সে। সেখানে ফের এক বার নিজের ‘অসহায়তা’র কথা বোঝানোর চেষ্টা করে। কিন্তু নাসিমা গোঁ ধরে বসেন ৷ তাতেই ছুরি দিয়ে কুপিয়ে নাসিমাকে খুন করে সে ৷

আরও পড়ুন: Deputation for Government Job : কথা রাখেননি মন্ত্রী, চাকরির দাবিতে জেলাশাসকের দরজায় স্বামীহারারা

পুখুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী জানিয়েছেন, খুন-সহ একাধিক মামলা দায়ের করা হয়েছে তারিকুলের বিরুদ্ধে ৷ চাঁচল মহকুমা আদালেত বিষয়টি উঠেছে ৷ সেখানে তারিকুলের সাত দিনের হেফাজত চেয়েছে পুলিশ ৷ এই ঘটনায় আরও তদন্তের প্রয়োজন বলে জানানো হয়েছে ৷

মালদা, 04 ডিসেম্বর: বিবাহিত হয়েও তরুণীর সঙ্গে প্রেম, শারীরিক সম্পর্ক (Extra Marital Affair) । কিন্তু বিয়ের জন্য চাপ এলে প্রেমিকাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন (Murder in Malda) যুবকের । এমন রোমহর্ষক ঘটনায় চাঞ্চল্য মালদায় । গ্রেফতার হয়েছেন অভিযুক্ত যুবক । জেরায় পুলিশের কাছে তিনি অপরাধ স্বীকার করে নিয়েছেন বলে জানা গিয়েছে ।

মঙ্গলবার রতুয়া 2 নম্বর ব্লকের মহারাজপুর অঞ্চলের খৈলসানা গ্রামে একটি আমবাগানের মধ্যে ওই তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় (Woman Stabbed to Death) । স্থানীয়রা কেউ তাঁকে চিনতে পারেননি । তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃত তরুণীর নাম নাসিমা খাতুন । বয়স 24 বছর । বাড়ি পুখুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পরাণপুর গ্রামে ।

এর পর নাসিমার মোবাইল ফোনের সূত্র ধরে অপরাধের কিনারা করতে নামে পুলিশ । তাতেই স্থানীয় রানিনগর গ্রামের যুবক তারিকুল আলমের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের হদিশ মেলে । তারিকুল পেশায় পরিযায়ী শ্রমিক । মাস তিনেক আগে কেরল থেকে বাড়ি ফিরেছে । তরুণীর সঙ্গে তাঁর কথোপকথনের ভিত্তিতে তারিকুলকে থানায় নিয়ে এসে জেরা করতে শুরু করে পুখুরিয়া থানার পুলিশ ।

আরও পড়ুন: Husband left Wife : কন্যাসন্তানের জন্ম দেওয়ায় স্ত্রী ও সদ্যোজাতকে ছেড়ে পালালেন স্বামী

তাতেই পুলিশের সামনে অভিযুক্ত তারিকুল অপরাধ স্বীকার করে নেয় বলে জানিয়েছে পুলিশ । বলা হয়েছে, কেরলে থাকাকালীন নাসিমার সঙ্গে ফোনে যোগাযোগ হয় তারিকুলের । নিয়মিত কথা বলতে বলতে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । তারিকুল কেরল থেকে ফিরে এলে দু’জনে শারীরিক সম্পর্কেও জড়ান । তার পর থেকেই নাসিমা বিয়ের কথা পাড়েন ।

তারিকুলের দাবি, বিয়ের জন্য চাপ এলে নাসিমাকে জানিয়ে দেন যে তিনি বিবাহিত । তার পরেও পিছু হটেননি নাসিমা । বরং বিয়ের জন্য জোরাজুরি করতে থাকেন । কোনও ভাবে নিরস্ত করতে না পেরে শেষমেশ নাসিমাকে খুন করে সে ।

নাসিমার পরিবারের এক আত্মীয় মেহদুল হক বলেন, “মাসির বাড়ি যাচ্ছে বলে সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরোয় নাসিমা । রাতে না ফেরায় বাড়ি থেকে ফোন করা হয় । কিন্তু সে জানায়, ওই রাতে বাড়ি না-ও ফিরতে পারে সে । তার পর থেকে আর যোগাযোগ করা যায়নি । পরদিন ক্ষতবিক্ষত দেহ মেলে । পুলিশই তদন্ত করে গোটা বিষয়টি সামনে এনেছে । আমরা অপরাধীর কঠোর শাস্তি চাই ।”

পরিকল্পনা করেই যে নাসিমাকে খুন করেছে, তারিকুল সে কথা পুলিশের কাছে মেনে নিয়েছে বলে খবর । পুলিশকে দেওয়া তার বয়ান অনুযায়ী, সোমবার সন্ধ্যায় নাসিমাকে ওই আমবাগানে দেখা করতে বলে সে। সেখানে ফের এক বার নিজের ‘অসহায়তা’র কথা বোঝানোর চেষ্টা করে। কিন্তু নাসিমা গোঁ ধরে বসেন ৷ তাতেই ছুরি দিয়ে কুপিয়ে নাসিমাকে খুন করে সে ৷

আরও পড়ুন: Deputation for Government Job : কথা রাখেননি মন্ত্রী, চাকরির দাবিতে জেলাশাসকের দরজায় স্বামীহারারা

পুখুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী জানিয়েছেন, খুন-সহ একাধিক মামলা দায়ের করা হয়েছে তারিকুলের বিরুদ্ধে ৷ চাঁচল মহকুমা আদালেত বিষয়টি উঠেছে ৷ সেখানে তারিকুলের সাত দিনের হেফাজত চেয়েছে পুলিশ ৷ এই ঘটনায় আরও তদন্তের প্রয়োজন বলে জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.