ETV Bharat / city

পুজোর ঢাকে কাঠি, কুমোরটুলিতে শুরু হল প্রতিমা নির্মাণ - artisans

রথযাত্রার দিন কাঠামো পুজো দিয়ে শুরু হল দুর্গা প্রতিমা নির্মাণের কাজ । মালদার কুমোরটুলিতে শিল্পী রাজকুমার পণ্ডিত আজ কাঠামো পুজো করে হাত লাগালেন প্রতিমা নির্মাণের কাজে ।

কুমোরটুলিতে শুরু হল প্রতিমা নির্মাণ
author img

By

Published : Jul 4, 2019, 11:30 PM IST

Updated : Jul 5, 2019, 12:00 AM IST

মালদা, 4 জুলাই : কাউন্টডাউন শুরু হয়ে গেছে । প্রতীক্ষার আর মাত্র 90 দিন । তারপরই বাঙালির প্রাণের পুজো । দুর্গাপুজো । আজ থেকেই মালদার কুমোরটুলিতে দুর্গা প্রতিমা তৈরির কাজে হাত লাগালেন সেখানকার মৃৎশিল্পীরা ।

malda, durga puja
মালদার কুমোরটুলিতে কাঠামো পুজো

মালদা জেলার অন্যতম মৃৎশিল্পী রাজকুমার পণ্ডিত । আজ কাঠামো পুজো করে শুরু করলেন প্রতিমা নির্মাণের কাজ । রথযাত্রার সঙ্গে দুর্গাপুজোর সম্পর্ক কী, তা অবশ্য জানা নেই তাঁর । তবে প্রতি বছর প্রথা মেনে রথযাত্রার পূণ্য তিথিতেই কাঠামো পুজো করে প্রতিমা নির্মাণের কাজ শুরু করেন ।

malda, durga puja
মালদার কুমোরটুলিতে কাঠামো পুজো

রাজকুমার বলেন, "অনেকদিন ধরেই এই দিনটি আমরা এইভাবেই পালন করে আসছি । আমাদের কাছে রথের দিনটি খুব গুরুত্বপূর্ণ । পূর্বপুরুষের আমল থেকেই বিষয়টা চলে আসছে । রথযাত্রার দিন থেকে আমরা দুর্গা প্রতিমা তৈরির কাজ শুরু করি । কাঠামো পুজোর মাধ্যমে আজ থেকে সেই কাজ শুরু করলাম । " তিনি আরও বলেন ,"রথযাত্রার পর থেকে পুজো পর্যন্ত প্রতিবছর আমরা সাধারণত 90 দিনই পাই । কিন্তু বিগত দুই-তিন বছর ধরে আমরা দুই-তিন দিন কম পাচ্ছি । কারণ এখন তৃতীয়ার দিন থেকে সবাই পুজোর উদ্বোধন শুরু করে দিচ্ছে । 90 দিনের হিসেবটা ষষ্ঠীর দিন পর্যন্ত । তবে তিন মাস সময়টা যথেষ্ট । "

ভিডিয়োয় দেখুন

শুধু মালদাতেই নয়, রাজ্যের অন্যান্য জায়গাতেও মৃৎশিল্পীরা কাঠামো পুজো দিয়েই প্রতিমা নির্মাণের কাজ শুরু করেন । অনেক বারোয়ারি পুজো উদ্যোক্তা আজ খুঁটি পুজোর আয়োজন করেন । মালদা শহরের একটি পুজো কমিটিও আজ খুঁটিপুজোর আয়োজন করেছিল । সবমিলিয়ে বলাই যায় শুরু হয়ে গেল পুজোর প্রস্তুতি, উদ্যোক্তাদের ব্যস্ততা আর আম-বাঙালির দিন গোণা ।

মালদা, 4 জুলাই : কাউন্টডাউন শুরু হয়ে গেছে । প্রতীক্ষার আর মাত্র 90 দিন । তারপরই বাঙালির প্রাণের পুজো । দুর্গাপুজো । আজ থেকেই মালদার কুমোরটুলিতে দুর্গা প্রতিমা তৈরির কাজে হাত লাগালেন সেখানকার মৃৎশিল্পীরা ।

malda, durga puja
মালদার কুমোরটুলিতে কাঠামো পুজো

মালদা জেলার অন্যতম মৃৎশিল্পী রাজকুমার পণ্ডিত । আজ কাঠামো পুজো করে শুরু করলেন প্রতিমা নির্মাণের কাজ । রথযাত্রার সঙ্গে দুর্গাপুজোর সম্পর্ক কী, তা অবশ্য জানা নেই তাঁর । তবে প্রতি বছর প্রথা মেনে রথযাত্রার পূণ্য তিথিতেই কাঠামো পুজো করে প্রতিমা নির্মাণের কাজ শুরু করেন ।

malda, durga puja
মালদার কুমোরটুলিতে কাঠামো পুজো

রাজকুমার বলেন, "অনেকদিন ধরেই এই দিনটি আমরা এইভাবেই পালন করে আসছি । আমাদের কাছে রথের দিনটি খুব গুরুত্বপূর্ণ । পূর্বপুরুষের আমল থেকেই বিষয়টা চলে আসছে । রথযাত্রার দিন থেকে আমরা দুর্গা প্রতিমা তৈরির কাজ শুরু করি । কাঠামো পুজোর মাধ্যমে আজ থেকে সেই কাজ শুরু করলাম । " তিনি আরও বলেন ,"রথযাত্রার পর থেকে পুজো পর্যন্ত প্রতিবছর আমরা সাধারণত 90 দিনই পাই । কিন্তু বিগত দুই-তিন বছর ধরে আমরা দুই-তিন দিন কম পাচ্ছি । কারণ এখন তৃতীয়ার দিন থেকে সবাই পুজোর উদ্বোধন শুরু করে দিচ্ছে । 90 দিনের হিসেবটা ষষ্ঠীর দিন পর্যন্ত । তবে তিন মাস সময়টা যথেষ্ট । "

ভিডিয়োয় দেখুন

শুধু মালদাতেই নয়, রাজ্যের অন্যান্য জায়গাতেও মৃৎশিল্পীরা কাঠামো পুজো দিয়েই প্রতিমা নির্মাণের কাজ শুরু করেন । অনেক বারোয়ারি পুজো উদ্যোক্তা আজ খুঁটি পুজোর আয়োজন করেন । মালদা শহরের একটি পুজো কমিটিও আজ খুঁটিপুজোর আয়োজন করেছিল । সবমিলিয়ে বলাই যায় শুরু হয়ে গেল পুজোর প্রস্তুতি, উদ্যোক্তাদের ব্যস্ততা আর আম-বাঙালির দিন গোণা ।

Intro:মালদা, ৪ জুলাই : কাউন্টডাউন শুরু৷ আর মাত্র ৯০ দিন৷ বাঙালি মেতে উঠবে প্রাণের উৎসব, দুর্গাপুজোয়৷ রথযাত্রায় তারই ছবি দেখা গেল মালদার কুমোরটুলিতে৷ আজ থেকেই দুর্গামূর্তি তৈরিতে হাত দিলেন মৃৎশিল্পীরা৷ গোটা রাজ্যেই আজ এনিয়ে মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে৷Body:         মালদা জেলার অন্যতম খ্যাতনামা মৃৎশিল্পী রাজকুমার পণ্ডিত৷ আজ তিনিও দুর্গাপ্রতিমার কাঠামো পুজো করে মূর্তি তৈরিতে হাত লাগালেন৷ রথযাত্রার সঙ্গে দুর্গাপুজোর সম্পর্ক কী, তা অবশ্য জানেন না এই বয়োজ্যেষ্ঠ মৃৎশিল্পী৷ তিনি বলেন, "অনেকদিন ধরেই এই দিনটি এভাবেই আমরা পালন করে আসছি৷ এই দিনটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ৷ পূর্বপুরুষের আমল থেকে রথযাত্রার দিন থেকে আমরা দুর্গাপ্রতিমা তৈরির কাজ শুরু করি৷ কাঠামোপুজোর মাধ্যমে আজ থেকে সেই কাজ শুরু করলাম৷ শুধু মালদা নয়, গোটা রাজ্যে এই প্রথায় দুর্গাপুজোর কাজ হয়ে আসছে৷ তবে রথের সঙ্গে দুর্গার সম্পর্ক কোথায়, তা আমার জানা নেই৷ আজ থেকে ৯০ দিনের মাথায় দুর্গাপুজোর মহাষষ্ঠী তিথি৷ এর মধ্যেই আমাদের প্রতিমা নির্মাণের কাজ শেষ করতে হয়৷ তবে এখন আমরা সময় কিছুটা কম পাচ্ছি৷ এখন দ্বিতীয়া কিংবা তৃতীয়াতেই অনেক পুজোর উদ্‌বোধন হয়ে যায়৷"Conclusion:         শুধু মৃৎশিল্পীদেরই নয়, আজ থেকে পুজোর ব্যস্ততা নিশ্চিতভাবে বেড়ে যাবে উদ্যোক্তাদেরও৷ রথযাত্রাতেই আজ মালদা শহরের একটি পুজো কমিটির খুঁটিপুজো অনুষ্ঠিত হয়েছে৷ আর দিন গোনার পালা শুরু হয়েছে আম আদমির৷
Last Updated : Jul 5, 2019, 12:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.